এই কাজ টা করা মুলত অনেক সহজ, ততোটা কোঠীণ কীছূ নয়। কিছু পদক্ষেপ আর কৌশল জানা থাকলে কাজটি করা খুব সহজ হবে।
আমি এই পদক্ষেপ আর কৌশল গুলো আলচনা করছি।
প্রথমে ইন্ডিয়া ভিসার সাইট এ জান ক্লিক হেয়ার , গেলে এয়রকম একটা পেজ দেখতে পাবেন।
সেইখান থেকে গেট আপোইটমেন্ট এ ক্লিক করবেন। তাহোলে এই রকম একটা পেজ ওপেন হবে।
এই পেজ এ আছে ফাইল নাম্বার, পাসপোর্ট নাম্বার, ও টি পি এবং সিকুরিটি প্রশ্ন। এখানে ফাইল নাম্বার মানে আপনি যে ভিসার কাজ করবেন সেটা এবং পাসপোর্ট নাম্বার মানে তো বুঝতেই পারছেন আর ও টি পি মানে হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড, যার মেয়াদ ১৫ মিনিট যেটা টোকেন ছাড়ার সময় হতে গননা করা হবে। এবং লাস্টে আন্সার দিয়ে জেনারেট ও টী পি তে ক্লিক করুন।
তারপর এয়রকম পেজ আসবে এবং আপনি যে ফাইল নাম্বার এর কাজ করছেন সেটার ও টি পি অর্থাৎ পাসওয়ার্ড পাবেন। পাসওয়ার্ড টি কপি করে রাখবেন।
তারপর হোম পেজ এ আসবেন এবং পুনরাই গেট আপোইটমেন্ট এ ক্লিক করবেন।এখন আপনি যে পাসওয়ার্ড টা বের করলেন সেটা ও টি পি এর ঘরে পেস্ট করবেন এবং আন্সার দিয়ে সাবমিট কোরবেন ।
তারপর নিচের মত পুরন করে সাবমিট করবেন
তারপর এই পেজ এ এসে আন্সার দিয়ে ডেট কনফ্রোম করবেন। ইন্সাল্লাহ সফল হবেন।
প্রতিদিন ইন্ডিয়ান ভিসার টাইম জানতে ভিজিট করুন এইখানে
আমার আরেকটি ওয়েবসাইট মুভি সংক্রান্ত মন চাইলে ঘুরে আসতে পারেন
আমি মোঃ আলমগীর হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
FILE NUMBER KOTAI PABO AND KIBABE INCOME HOBE?