আমার দেখা ২ টি বেশ ভাল পিটিসি সাইট।

টেকটিউনস এ এটা আমার দ্বিতীয় টিউন। ভুল হলে ক্ষমা করে দেবেন। আর অ্যাডমিনদের দৃষ্টি আকর্ষণ করছি যে যদি আমার টিউন নিয়মভঙ্গ করে তবে ডিলিট করে দেবেন।

আজকের প্রসঙ্গ অনলাইন ইনকাম – পিটিসি সাইট।

বর্তমানে প্রায় হাজার হাজার পিটিসি সাইট আছে। তার মধ্যে কোনটা ভাল কোনটা খারাপ তা জানা বেশ দুস্কর। আর কেন পিটিসি সাইট দরকার তা আমার মত মহা বেকার যদি আর কেউ থেকে থাকেন যার বাবার পকেট থেকে চলতে হয় তিনিই ভাল জানেন। আমি পেশায় নেটওয়ার্ক স্পেশালিষ্ট কিন্তু বেকার। ১ বছর আগে চাকরি ছেড়েছি এখনও পাইনি। কত জায়গায় আবেদন করলাম কিন্তু ফলাফল শূন্য। আর আমার মত রোজ অনলাইনে ঢু মারার অভ্যাস থাকলে তো কথাই নাই। নিজের পকেট জিরো সাথে বাপের পকেট নিয়ে টানাটানি। তো তাতে যদি মাসের নেটের বিলটা কোনমতে উঠে যায় তবে ক্ষতি কি।

আমার দেখা ২ টি বেশ ভাল পিটিসি সাইট।

ক্লিকনবাক্স ডট কমঃ

এই সাইটটি মনে হয় নতুন। বেশ ভাল অফার দিচ্ছে। প্রথম ৫০০০ ইউজার এর জন্য প্রায় ৫ মাসের জন্য প্রিমিয়াম অ্যাকাউন্ট ফ্রি। প্রত্যেকদিন ২০ টা অ্যাড। প্রতি অ্যাডে .০৫ ডলার মানে প্রতিদিন ১ ডলার। মিনিমাম পেআউট ২ ডলার। সাইন ইন করলে পাবেন ৫ ডলার বোনাস তবে এটা কোথায় ব্যবহার করতে পারবেন তা বলতে পারছি না।

 স্ক্রীনশট দিলাম

 

চেষ্টা করে দেখতে চাইলে   :  Click Here

সুবাক্সঃ

এটাও প্রায় নতুন। প্রতিদিন প্রায় ৪০ টার উপরে অ্যাড থাকে। স্ক্রীনশট দিতে পারলাম না। এটাও বেশ ভাল। মিনিমাম পেআউট ২.৫ ডলার।

চেষ্টা করে দেখতে চাইলে চাইলে   Click Here

 

এছাড়া আরও ২ টা যদি চেষ্টা করে দেখতে চানঃ

ওয়ার অফ ক্লিকসঃ           Click Here

সুপারপেঃ                       Click Here

 

বিধিবদ্ধসতর্কীকরনঃ

সাইট উধাও হলে আমার কোন দায় নেই।

পেমেন্ট না দিলে আমার কোন দায় নেই।

যা করবেন বুঝে করবেন।

মিনিমাম পেআউট হলে পেআউট করে নেবেন।

 

Level 0

আমি শিশির ফোঁটা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পিটিসি মানেই ভুয়া ।

    সহমত। তবে …… যা তোলা যায় তা তুলে নিলে ক্ষতি কি ? শতকরা ৯৬% ই ভুয়া। কিন্তু ভাই বেকারদের জন্য যদি কিছুটা উপকার হয়।

ভাই এই সাইটাতো আর ভূয়া না। https://trafficmonsoon.com/?ref=akramctg

ei madar-chod der block mara hoyna ken? admin ra ki ganja khayse.

    ভাই আমিনুল আপনি এইটা কোন ভাষায় কথা বললেন ? টেকটিউনসে প্রযুক্তিবোদ্ধারা আসে তাদের ধ্যান ধারনা ভাগাগাগি করে নিতে। আমি প্রযুক্তিবোদ্ধা নই। আমি এখানে শিখতে আসি। এই আসার জন্য আমার প্রতি মাসে নেট বিল দিতে হয়। আমি … থাক বললাম না। তা আগেই বলেছি। নেট বিল দিতে গেলে কি অবস্থা হয় তা আমি কিছুটা জানি। আর খেয়াল করে দেখবেন এই টিউনের প্রথমে কি বলা আছেঃ “অ্যাডমিনদের দৃষ্টি আকর্ষণ করছি যে যদি আমার টিউন নিয়মভঙ্গ করে তবে ডিলিট করে দেবেন।” এইখানে তো আর গালাগালি শুনতে বা দিতে আসিনি। ভাইজান আপনি যদি এই ভাবে গালাগালি করেন তবে কি বুঝব টেকটিউনস আপনার বাক্তিগত সম্পত্তি। আরও একটা জিনিস আমিও কিন্তু বাংলাদেশের বাইরে জন্মাইনি। জাই হোক শেষ করছি আমাকে একজনের একটা বলা কথা দিয়ে, কথাটা ছিল এই রকমের “বাবা আমি তোমাকে একটা কিছু দিলাম আমার পক্ষ থেকে কিন্তু তুমি কোন কারনে সেটা গ্রহন করলে না, তো সেটা কার থাকল? আমি উত্তর দিয়েছিলাম – আমি যদি না গ্রহন করি তবে আপনার জিনিস আপনার থাকবে।” কথাটা কি বুঝলেন আমিনুল ভাই।

আমিনুল ভাই এই দুইটা সাইট থেকে daily কত আয়?

ডেইলী মিনিমাম ০.০৬০ করা যায়, যা কিনা নিওবাক্স থেকে ৩ গুণ। তবে এটাও কম হতে পারে অনেকের কাছে। কিন্তু একটা জিনিস মনের রাখবেন তুলনামূলক কম হলেও এরা বিশ্বস্ত। আর যে সাইটগুলো বেশী পেমেন্ট করে সেগুলো বেশিদিন টিকেনা। তাই ধর্য্য ধরে কাজ করলে সফলতা পাবেন।৥ রাজু আহমেদ রঞ্জু

Level 0

ভালো লাগলো ।পরে চেষ্টা করবো ।

vai rejester korse 5$ to pelam na