আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভাল আছি। আপনাদের ঈদ কেমন কাটলো? আমার আল্লাহর রহমতে ভালই কেটেছে। তো দেরি না করে আসল কথা শুরু করি। আমরা সবাই অনলাইন থেকে কিছু পরিমানে হলেও ইনকাম করতে চাই কিন্তু সঠিক নির্দেশনার অভাবে পারিনা। অনেকেই নিওবাক্স সহ আরও কিছু সাইট এ কাজ করে তাদের সিস্টেমের ওপর বিরক্ত হয়ে কাজ করা ছেড়ে দিয়েছেন। আমি আজকে ভাল একটা সাইট এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। যার নাম এসএইচবাক্স। এই সাইট এ আপনি প্রতিদিন ৫৮ টা করে এডস পাবেন। সবগুলোতে ক্লিক করলে .৩৫+ সেন্ট পাবেন। প্রতিদিন নিজের ক্লিক থেকেই .৩৫+ পাবেন। তারপর ডিরেক্ট রেফাররেল এবং রেন্ট রেফাররেল তো আছেই। হ্যা এই সাইট এ রেফাররেল রেন্ট নিতে পারবেন। যেহেতু শুধু নিজের ক্লিক থেকেই .৩৫ পাওয়া যায় তাই ১০০% রেন্টেড রেফাররেল এক্টিব থাকে। কোন আইপি প্রব্লেম ও নাই। এখানে প্রিমিয়াম মেম্বার এ মাত্র ৭ ডলার দিয়েই আপগ্রেড করতে পারবেন। যেখানে নিওবাক্স এ ৯০ ডলার লাগে! যদিও আমি এসইও এবং গ্রাফিক্স ডিজাইন এর কাজ করি তারপরও প্রতিদিন ২০ মিনিট খরচ করে এই সাইট এ কাজ করি। কারন আমি যেখান থেকেই ইনকাম করি না কেন টাকা পেলেই হল। সামান্য সময় ব্যয় করে যদি ভাল পরিমান ইনকাম হয় তাহলে ছারবো কেন? কোন কিছুকেই ছোট ভাবতে হয়না। আমার কথা বিশ্বাস করতে হবে না আপনি নিজেই ৫ মিনিট সময় নিয়ে সাইট ঘুরে আসুন। আপনার যদি ২০০ রেফাররেল থাকে তাহলে সেখান থেকে যদি ১০০ ইনএক্টিবও থাকে তাও বাকি ১০০ জন এর ক্লিক থেকে প্রতিদিন আপনি ১৪.৫ ডলার পাবেন। তাহলে মাসে হবে ৪৩৫ ডলার। ২০০ রেফাররেল রিনিও করতে খরচ হবে ৪০ ডলার। বাকি থাকলো ৩৯৫ ডলার। আমি কিন্তু ন্যুনতম ক্লিক হিসাব করে বলছি। আর যদি প্রিমিয়াম মেম্বার হন তাহলে তো কথাই নেই।
সব খরচ বাদ দিয়ে আমার গত মাসের ইঙ্কাম ৪৪৯ ডলার।
my proof
আপনারা সাইটটিতে গেলেই সব বুঝতে পারবেন। ৪ বছর যাবত সাইটটি পেমেন্ট দিয়ে আসছে। মিনিমাম ৪ ডলার হলেই পে-আওট করতে পারবেন। আনলিমিটেড ইঙ্কাম করা যাবে। আপনি সাইটটিতে তিনদিন কাজ করে ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখুন কেমন ইঙ্কাম করা যায়। আমি আমার কথা বিশ্বাস করতে বলতেছি না।
কোন সমস্যায় ফেছবুকে আমাকে পাবেন।
সাইটটা দেখতে এখানে যান।
ধন্যবাদ
আমার নিজের সাইট ঘুরে আসতে পারেন এখানে
আমি এমডি মোস্তফা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নতুনরা এই সাইট দুটোতে কাজ করতে পারেন,
(১) https://www.useclix.com/index.php?ref=aminatikah
(২) http://loydbux.com/?ref=aminatikah
এই সাইটে কাজ করে ভালো আয় করা যায়, কারণ তারা চিটার না ইন্সট্যান্ট পেমেন্ট করে। এদের ক্লিক ডিমান্ড অন্যান্য সাইটের তুলনায় ভালো। যেমন- নিউবাক্সে প্রতিদিন ২০-২২টি এ্যাড থাকে এবং এ্যাডের ভেলু ০.০০১ অর্থাৎ প্রতিদিন ০.০২০ ডলার। কিন্তু এই দুইটি সাইটে প্রতিদিন ২৪-২৫ টি এ্যাড থাকে এতে ফিক্সড ৪টি এ্যাডের ভেলু ০.০৪০ এবং বাকী ২০-২২টি এ্যাড ভেলু ০.০০১ অর্থাৎ প্রতিদিন ০.০৬০ ডলার অর্থাৎ নিউবাক্সের তুলনায় ৩ গুণ। সবচেয়ে বড় কথা হলো এদের রেন্ট করা রেফারেল খুবই এক্টিভ তাই লস হওয়ার সম্ভাবনা নাই এবং অল্প সময়ে অধিক রেফারেল ক্রয় করা যায় ও অল্পদিনে ভালো আয় করা যায়।