এবার সহজেই মাসে ১০-১৫ হাজার টাকা আর্নিং করুন(নতুনদের জন্য পূর্ন গাইডলাইন)

কেমন আছেন বন্ধুরা অনেক দিন পর লিখতে বসলাম আসলে এতদিন কাজের ব্যাস্ততার কারনে লিখতে পারিনি।যাহোক আমি আজকে আপনি কীভাবে মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা আর্ন করবেন তার একটা পরিক্ষিত পদ্দতি ডিটেইলস লিখব।

(আজকের টিউটোরিয়াল নতুনদের জন্যে।নতুন দের আর্নিং এর পুর্ন  গাইডলাইন দেওয়া আছে)

আমরা অনেকেই কিছু জানিনা বা তেমন অভিজ্ঞতাও নেই।অনেকেই আছেন ইন্টারনেট থেকে আর্ন করতে চান কিন্তু আপনার বর্তমান যোগ্যাতা আপনাকে সেটা থেকে বঞ্চিত করছে।আসলে একটা কথা আমরা সবাই জানি যদি আপনার কোন যোগ্যতা না থাকে তাহলে আপনি যেখানেই যাবেন সেখানেই হোছট খাবেন।অনেকে দেখি যারা কাজ জানে তাদের পিছে পিছে ছুটে আসলে আজকাল এই আধুনিক যুগে কারো পিছনে ঘুরার কোন প্রয়োজনই লাগেনা যদি আপনি বিভিন্ন ( ব্লগ,ফোরাম,ইউটিউব এবং গুগল) কে বুঝতে পারেন।

আবার দেখা যায় তার বর্তমান অবস্থা থেকেই কিছু আর্নিং করতে চাই আর আস্তে আস্তে শিখতে চাই।আসলে আপনার চিন্তাধারা টা ঠিক আছে আমি এক দিক থেকে মনে করি কারন মানুষ কখনোই মায়ের পেট থেকে শিখে আসেনা তাকে আস্তে আস্তেই শিখতে হয়। কিন্তু আপনার ঝামেলাটা হল আপনার বর্তমান যোগ্যতা দিয়ে কীভবে আর্ন করবেন অনলাইন থেকে তা জানেন না বা সঠিক গাইড লাইন পাচ্ছেন না। আর বিশেষ করে রাস্তাঘাটে “ঘরে বসে মাসে হাজার হাজার টাকা আর্ন করুন” এইসব ব্যানার দেখে আপনার মাথা হ্যাং হয়ে আছে।

যাহোক আপনি তাদের কাছ থেকে যেমন কোর্স করেও আর্নিং করতে পারবেন আবার বিভিন্ন ব্লগ,ফোরাম,ইউটিউব এবং শুধুমাত্র গুগল ব্রাউস করেও এইগুলা শিখে বা কিছু পদ্দতি অনুসরন করে আর্নিং করতে পারবেন।শুধু মাত্র আপনার দরকার একটা কাজ করার মানুষিকতা।একটা কথা মনে রাখবেন আপনি আপনার বর্তমান অবস্থা দিয়ে বিবেচনা করবেন আপনি বর্তমান যোগ্যাতা দিয়ে কত আর্ন করার ক্ষমতা রাখেন।কিন্তু আপনি যদি আকাশ ছোয়া টাকা আর্নিং এর পথ খুজেন তাহলেতু বাশ খাবেন এতে অন্য কারোর কি দোষ বলুন।কারন

মানুষ তখনি এক ব্যক্তি আরেক ব্যক্তি কে বাশ দেয় যখন তার মনে হয় অপর ব্যক্তিকে বাশ দেওয়ার মত যোগ্যতা ঐ প্রথম ব্যক্তির থাকে।

আমি এইসব আগে বলে নিলাম এই জন্য যে অনেকেই আর্নিং এর ওয়ে খুজেন কিন্তু নিজে বিশ্বাস করেন না যে আসলে এটা করার জন্য আগে আপনার নিজেকে তৈরি করতে হবে।যদি আমার টিউন পড়েই ডিসিশন নেন আপনি অনলাইন থেকে আর্নিং করবেন আর নিজেকে ছোট থেকেই বড় করবেন তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনি সর্বোচ্চ দুইমাস আমার কথা মত কাজ করেন।১০০ % আর্নিং করতে পারবেন।

তবে আমি এই ব্লগে মোট তিন (৩) টা লেভেলের লোকদের জন্য আর্নিং এর টোটাল ৩ টি পর্ব তৈরি করছি

১।একদম নতুন :(যারা এখনো আর্নিং কি জানেন না বা কীভাবে আর্নিং করে জানেন না।কিন্তু আর্নিং করতে চান।সময় প্রতিদিন ২ থেকে ৩ ঘন্টা দিতে পারবেন।আমার জানামতে এমন অনেকেই আছে যারা বলে দরকার হলে ভাই সারাদিন টাইম দিব তবু আমার অনলাইন থেকে আর্নিং দরকার।

২।মধ্য দক্ষতা সম্পন্ন ব্যক্তি :  যারা বিভিন্ন ব্লগ,ফোরাম,বাংলা টিউটোরিয়াল দেখে চিন্তা করেন যে আসলে এখন পারবেন এবং নির্দিষ্ট একটা বিষয়ে সামান্য জ্ঞান আছে তাদের কে একটু দেখালেই পারবেন যেমন ধরেন

SEO.  GRAPHICS DESIGN,  WEB DEVOLOPMENT,  CODING ইত্ত্যাদি

৩।দক্ষতা সমপন্ন ব্যক্তি  :তারা অবশ্য আমার টিঊটোরিয়ালের জন্য অপেক্ষা করছেনা।আমি শিউর তারা কোন না কোন ক্ষেত্রে চেষ্ঠা চালিয়ে যাচ্ছে।এবং বড় বড় সেকশন গুলাতে কাজের জন্য বিড করছে

যেহেতু আমার আজকের টিউন নতুন দের জন্য তাদের কে আসলে কি দিয়ে একটা আর্নিং এর একটা  পথ বের করা যায় সেটা নিয়েই চিন্তা করলাম দেখলাম যে তাদের কে মাউস টিপাটিপি ছাড়া আর তেমন কঠিন কোন কাজ দিলে তারা পারবেনা।তাদের কাছে এটা আযাব মনে হবে।

তাই নতুন দের কথা চিন্তা করে যাতে সর্বোচ্চ দুইমাস কাজ করে এবং তিন মাসের শেষের দিক থেকে ভালো একটা জীবিকা (১০ হাজার থেকে ১৫ হাজার) টাকা আর্নিং করতে পারে তার জন্য আজকে আমি আর্নিং এর একটা প্যাকেজ নিয়ে লিখব।

আমার টিউন বড় মনে হচ্ছে? আমি বলব সারাজীবন তো বিভিন্ন ব্লগে পড়েই গেলেন কত ব্লগে কত আর্নিং এর উপায় বলছে আপনি কি কাউকে ফলো করেছেন।বলবেন ভাই আমিতু করতে চাইছিলাম এই ভাই সেই ভাই বলল এটা ভালো না এটা টাকা দেয়না।আমি বলব আরে ভাই এই ভাই সেই ভাইয়ের কথা শুনলে আপনি সারাজীবনেও আর্নিং করতে পারবেন না।আমার মনে আছে আমি যখন অনলাইনে কাজ শিখার জন্য কারো কাছে হেল্প চাইছি আমাকে বিন্দুমাত্র হেল্প করিনি।সোজা টাকা দেওয়ার জন্য বলে দিয়েছে।

আজকের টিউটোরিয়াল নতুন দের জন্য আশা করি বিজ্ঞরা এসে এই কথা বলবেন না “আরে এইগুলা টাকা কম পে করে,ভালো না।“

আপনি টিউমেন্ট করার আগে আপনার বুঝতে হবে টিউন কার জন্য করতেছি।যারা পাহাড় থেকে লাফ দিতে পারে তাদের কে যদি বলা হয় টেবিল থেকে লাফ দিতে তাদের কাছে এটা যেমন জোকসের মত মনে হবে আবার যারা এখনো হাটতেই শিখেনি তাদের কে যদি পাহাড়ের কথা বলেন তাদের কাছেও এটা জোকসের মতই মনে হবে।

যাহোক আমি প্রথমে নতুন দের বলব আমার টিউন পড়ে আপনার একটা ধারনা হয়ে গেছে যে আপনি কোন লেভেলের।এখন যদি আপনি এই লেভেলের হয়ে থাকেন তাহলে টিউন টা যেভাবে বলা হয়েছে সেভাবে করেন নূন্যতম দুইমাস আশা করি আপনি অন্তত বাশ খাবেন না আর বর্তমান সময়টা যদি ছাত্র জীবন  হয়ে থাকলে আমার মত একটা ক্যারিয়ার গড়তে পারবেন।

কাজের ধারা

১। প্রথমে আমি ছয়টা সাইট দিব সেগুলাতে সাইন আপ করবেন

২।এবং আমি সবগুলা সাইটে কীভাবে কাজ করবেন সেগুলার ভিডিও টিউটোরিয়াল দিব

৩।দুই মাস চোখ বুঝে কাজ করবেন(এই ভাই ঐ ভাইয়ের কথা ভুলে যান)

৪।আপনি যেভাবেই হোক ৫ জন কাছের ব্যক্তি  বের করুন যে কিনা আপনার মতই অনলাইনে আর্নিং করতে চাই।

১। পাচঁটা সাইট: নিচের সাইট গুলাতে গিয়ে সাইন আপ করুন।সাইন আপ করার নিয়ম টা একদম ইজি যেভাবে ফেসবুকে সাইন আপ করেছেন একাউন্ট খুলার সময়।যদি এটা ও এখনো না পারেন তাহলে আপনি এখনো নতুন দের পর্যায়ে ও আসেন নি আপনার আরো কয়েকদিন ধৈর্য্য ধরা দরকার এবং অল্প কিছু  শিখুন

সাইট                                                লিংক এক

(এই সাইটে কিভাবে একাউন্ট  খুলবেন তার জন্য ইউটিউবের এই ভিডিওটা দেখতে পারেন।আর কীভাবে কাজ করবেন তার জন্যে এই ভিডিওটা দেখতে পারেন।)

সাইট                                                লিংক দুই

(এই সাইটে কিভাবে একাউন্ট  খুলবেন তার জন্য ইউটিউবের এই ভিডিওটা দেখতে পারেন।আর কীভাবে কাজ করবেন তার জন্যে এই ভিডিওটা দেখতে পারেন।)

সাইট                                                লিংক চার

(এই সাইটে কিভাবে একাউন্ট  খুলবেন তার জন্য ইউটিউবের এই ভিডিওটা দেখতে পারেন।আর কীভাবে কাজ করবেন তার জন্যে এই ভিডিওটা দেখতে পারেন।)

সাইট                                                লিংক পাচঁ

(এই সাইটে কিভাবে একাউন্ট  খুলবেন তার জন্য ইউটিউবের এই ভিডিওটা দেখতে পারেন।আর কীভাবে কাজ করবেন তার জন্যে এই ভিডিওটা দেখতে পারেন।)

সাইট                                                লিংক ছয়

টেকটিউনসে মনে হয় লিংক এড করতে দেয় না তাই আমি এই টিউন টার লিংক গুলা আমার সাইটের টিউনের মাধ্যমে দিয়েছি আমি আন্তরিকভাবে দূঃখিত আপনাদের কষ্ঠ দেওয়ার জন্য।

(এই সাইটে কিভাবে একাউন্ট  খুলবেন তার জন্য ইউটিউবের এই ভিডিওটা দেখতে পারেন।আর কীভাবে কাজ করবেন তার জন্যে এই ভিডিওটা দেখতে পারেন।)

২।সাইন আপ হওয়ার পর আগামিকাল থেকে কাজ শুরু করুন।আমি আগেই বলে দিচ্ছি প্রথম মাসে আপনি সর্বোচ্চ ৩ থেকে ৪ হাজার টাকা আর্ন করতে পারবেন।এর বেশি না কিন্তু আপনি দ্বিতীয় মাস থেকে সর্বনিন্ম ৮ হাজার টাকা আর্ন করতে পারবেন।কীভাবে সেই ট্রিক্স গুলা আমার সাথে মোবাইলে(০১৭৯১৬৬০০৮৩) কথা বলে জেনে নিতে পারেন।

৩।আপনি সর্বনিন্ম ১৫ দিন কাজ করার পর আপনি আপনার পরিচিত আপনার রেফেরাল লিংক থেকে যেভাবেই হোক সাইন আপ করান।সে কাজ করুন আর না করুক আপনি তার কম্পিউটার থেকে আপনার রেফেরেল দিয়ে সাইন আপ করান।মনে রাখবেন এটাই হল আপনার টাকা আর্নিং এর মূল হাতিয়ার। অথবা যদি একদমই পারছেন না রেফেরাল করতে আমার সাথে যোগাযোগ করুন আমার মোবাইল নাম্বার (০১৭৯১৬৬০০৮৩)

৪।ধরলাম আপনি ৫ জন রেফেরাল পেলেন না এখন তাহলে কি করবেন।টেনশনের কোন কারন নেই আপনি একটা সাইভার ক্যাফে যান এবং তার সাথে ডিল করেন আপনি তার সবগুলা কম্পিউটার থেকে প্রতিদিন সর্বোচ্চ ৩ ঘন্টা এবং যখন তার কম্পিউটার ফ্রি থাকে তখন এসে চালাবেন এবং আপনি তাকে ৫০০ টাকা দিবেন।আমার অভিজ্ঞতায় বলতে পারি সে না করবেনা। আর যদি আপনার পরিচিত থাকে তাহলেতু কথায় নেই।

এখন তার যতগুলা কম্পিউটার আছে সব গুলা থেকে সাইন আপ করুন।ব্যাস কাজ করুন এছাড়া আপনার পরিচিত কোন ফ্রেন্ড আছে কিন্তু সে বুঝেনা তাকে আপনি এই কাজটা বুঝিয়ে দিতে পারেন।

একটা কথা মনে রাখবেন আপনি যতটাকা আর্ন করছেন ঠিক সমান টাকা কিন্তু আপনার রেফেরাল ব্যক্তি আর্ন করছে আর সেই রেফেরাল মাসে টোটাল যত টাকা আর্ন করছে তার সমপরিমান টাকা আপনি মাগনাই পাচ্ছেন।

এখানে রেফেরালের হিসাব বা একাউন্টের হিসাবটা এইভাবে করা হয়
ধরি আপনার ১০ জন রেফেরাল বা একাউন্ট করেছেন যেভাবেই হোক সেটা সাইভার ক্যাফে অথবা বন্ধুর মাধ্যমে

তাহলে আপনি ৫ টা সাইট থেকে আর্ন করলেন সর্বনিন্ম ৩ হাজার টাকা ১ মাসে. এখন আপনার রেফেরাল একাউন্ট ১০ টি তাহলে আপনি সেই ১০ টা একাউন্ট  এর ব্যক্তিরা বা আপনি নিজেই ভিবিন্ন সাইভার ক্যাফে বা ব্যক্তির মাধ্যমে কাজটা করালেন সেখান থেকে ১০ জন *৩ হাজার = ৩০ হাজার টাকা এবং আপনার নিজের আর্নিং এর টাকা ৩০০০ হাজার টোটাল ৩৩ হাজার টাকা আর্ন করলেন দ্বিতীয় মাস থেকেই।

10 জন ব্যক্তির আর্নিং টোটাল টাকা =৩০০০০(ত্রিশ) হাজার টাকা

এবং আপনার নিজের আর্নিং এর টাকা =৩০০০(তিন) হাজার

টোটাল=৩৩০০০(তেত্রিস) হাজার টাকা আর্ন করলেন ১ মাসে

এভাবেই পরবর্তী মাসে যদি  আরো ১০ জন যোগার করতে পারেন তাহলে ৬০ হাজার টাকা।যেহেতু আপনি কাউকে টাকা দিচ্ছেন না বা আপনি কারো কাছ থেকে আরেকজন কে কাজ টা শিখিয়ে দেওয়ার জন্য টাকা নিচ্ছেন না তাহলে আমার মনে হয় না আপনার তেমন কঠিন হবে ২০ জন যোগার করা।সারাজীবন পড়ালেখা করলেন তার জন্য যে কষ্ঠ করলেন তার মাত্র ২ মাসের কষ্ঠ এইখানে ব্যয় করুন আমি নিশ্চিত আপনি সাকসেস হবেন।

আসলে এইসব লিখে বুঝানো যায় না বা সব কথা লিখে প্রকাশ ও করা যায় না।যদি আপনি সত্যি কাজ করতে চান আর আপনি আগ্রহি তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।আর যারা ঢাকা থাকেন ফার্মগেট,আজিমপুর,নিউমার্কেট,শেঊরাপারা,ধানমন্ডি তারা আমার সাথে সরাসরি এসে কাজটা শিখে যেতে পারেন কোন রকম টাকা পয়সা ছাড়াই। আমি শেউড়াপারা থাকি।

আজকে আর লিখবনা যদি আপনাদের টিউমেন্টে কোন আপত্তি বা প্রবলেম পাই আমি সমাধান দেওয়ার চেষ্ঠা করব।

আমার মোবাইল নাম্বার (০১৭৯১৬৬০০৮৩) 

যারা আমার দেওয়া এই ৬ টা সাইটে নিশ্চিত কাজ করবেন তারা আমার সিক্রেট গ্রুপে এড হতে পারেন।এখানে আপনার আরো নতুন এবং অভিজ্ঞরা আছে এবং তাদের কি কি সমস্যা আছে সেগুলা দেখুন এবং আপনার সমস্যা গুলা সবার সাথে শেয়ার করুন।আপনাদের টাকা আনা নেউয়ার ব্যাপারে কোন সমস্যা থাকলে শেয়ার করুন আমি চেষ্টা করব।

অবশ্যই যারা আমার দেওয়া লিংক এর মাধ্যমে একাউন্ট খুলবেন তাদের কেই শুধুমাত্র এড করা হবে অন্যথায় নয়।

গ্রুপ এড হওয়ার আগে রিকোয়েস্ট মেসেজ পাঠাবেন

আপনার একাউন্ট ইউসারনেম এবং সাইট লিংক এবং আপনার রেফেরাল লিংক

তাহলে যাদের রেফেরাল পাচ্ছেন না বা আমাদের যাদের ১০ টার বেশি রেফেরাল আছে তাদের অতিরিক্ত রেফেরাল দিয়ে হেল্প করার চেষ্ঠা করব

গ্রুপ লিংক ঃ পিটিসি ওয়েব পোর্টাল

 

Level New

আমি সুজন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি trustable বানান ভূল করেছেন। আর neobux এ পতিদিন ২০ টা এড দেয় ০.০০০১ মূল্যের। ptc তে কাজ করা বিরক্তিকর । আর neobux এর চেয়ে paidverts ই অনেক ভাল।

    ভাই আপনি বানান নিয়ে পড়ে আছেন।এটাই আমাদের সমস্যা।যদি বানানে ভুল ও করি তাহলে কি পোস্টের কোন ক্ষতি হবে নাকি পোস্টের মূল উদ্দেশ্য চেঞ্জ হয়ে যাবে
    আর হা নিউবাক্স এর কি আমি কোন লিংক দিয়েছি?

    আমার সবগুলাতে কাজ করলে নূন্যতম আপনি মাসে ১০০% গ্যারান্টি সহকারে ৩ থেকে ৪ হাজার টাকা আর্ন করতে পারবেন।
    আর আপনার পরের কথাটা ভালো লাগল সেটা হল পেইডভার্টস বেশি পেইড করে।ভাই আমি আমার সবচেয়ে ভালো বাছাই করা ছয়টা সাইটের মধ্য পেইডভার্টস এর লিংক ও এখানে দিয়েছি ।আর আমি শুধুমাত্র যেগুলা থেকে নতুন রা প্রতিদিন টাকা উইথড্র করতে পারবে সেগুলার লিংক দিয়েছি ।আসলে টেকটিউনস ref. এই word টাকে ওদের সাইটে পোস্ট করতে দেয়না তাই আমি লিংক গুলা সরাসরি দিতে পারিনা তার জন্য আন্তরিকভাবে দুঃখিত।যদি আপনি ৫ জন রেফেরাল বের করতে পারেন আর সেই রেফেরাল সঠিকভাবে কাজ করতে আপনি গ্যারান্টি সহকারে ৫ টা রেফেরাল থেকেই শুধুমাত্র ১০ হাজার টাকা পাচ্ছেন।ডিটেইলস জানতে আমার সাথে যোগাযোগ করুন
    ০১৭৯১৬৬০০৮৩

আর যারা এখনো বুঝতেছেন না কীভাবে টাকা আপনি হাতে পাবেন তারা আমার সাথে যোগাযোগ করেন।আমি কথা দিচ্ছি আপনার টাকা ১০০% পাবেন।দরকার হলে আপনার টাকাটা আমি কিনব।আপনি যা আর্ন করবেন তা আমাকে বর্তমান মার্কেট প্রাইজে ডলার আমার কাছেই সেল করতে পারবেন।সো টেনশনের কি আছে। তবে হে অবশ্যই আপনি আমার লিংক দেওয়া থেকে সাইনাপ করে কাজ করলে ।আর যদি এটা করেন তাহলে আমার নতুন পোস্ট হবে কীভাবে এই ছয়টা থেকে প্রত্যেকটা সাইট থেকে ৫ হাজার করে মাসে ৫*৬= ৩০ হাজার টাকা আর্ন করতে পারবেন।

এটা একটা সিক্রেট ট্রিক্স এটা অনেকেই জানে টেকটিউনের ইউসার বা যারা পিটিসি সাইটে কাজ করে আর যারা জানেনা তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন

Taka gache dhore, click koron ar 15 hajar tk income koron. dolancer.com er dalal ra akhon ei gula niya ayse clickbaj.

    আমিনুল মিয়া আপনি ঠিকি বলছেন আসলে বলদ ছলদ গাছে দরেনা…

    মিয়া কেউ পেমেন্ট না পাইয়া এখানে দিছে…না বুইঝা এখানে টিউমেন্ট করেন কেন…

tk paisen proof koi :/ :/

Level 0

vie ray income online a jodi kortay e hoy free lencer accay o desk accay. PTC kono way na. agula try korcilam but boring.

ভাবতেছি আমার চাকুরী টা ছেরে দিব 😛 😛

এরকম আরো ২টি সাইট কাজ করলেই বুঝতে পারবেন-
(১) https://www.useclix.com/index.php?ref=aminatikah
(২) http://loydbux.com/?ref=aminatikah

ল্যামিং এর একটা লিমিট আছে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    এখানে ল্যামিং এর কি দেখলেন…
    আর মজা পাইলাম ল্যামিং শব্দটা দেইখা…

    ল্যামিং এর মানে…? বুঝেন বলদ আসলেই গাছে ধরেনা

আপনি যদি এত টাকাই সত্যি সত্যি ইনকাম করতেন,, তাহলে এভাবে নীতিমালা ভঙ্গ করে রেফারেল লিঙ্ক দিতেন না । মানুষকে বোকা ভানানোর আরো কোনো পথ থাকলে পরবর্তী কোনো সময়ে আরো টিউন কইরেন…
1 টাকাও হাতে আনতে পারবেন না,, পিটিসিতে কাজ কইরা প্রায় 1টা বছর নষ্ট করলাম,,

Level 0

সবার মিশ্রিত আলোচনা থেকে সত্যি confuse হয়ে যাচ্ছি।
আর ভাই, রেফারেল তৈরী করাই কি এই সাইটের একমাত্র উপায়?
ধন্যবাদ।

Level 0

এক প্রকার ধাধায় পরে গেলাম…কেউ বলছে আয় করা যায়…কেউ বলছে ভুয়া সাইট….আসলে আমাদের মতো পাবলিকের হইছে জ্বালা…. এখন কার কথা বিশ্বাস করবো…?