আসসালামু আলাইকুম। আশা করি ভাল আছেন সকলেই। বেশ কিছুদিন পর আজ একটা টিউন করতে বসলাম। শিরোনাম দেখে বুঝতে পারছেন। আমরা যারা অনলাইন আর্য়ের নতুন তাদের জানা দরকার এবিষয়গুলো সম্বন্ধে। যারা জানেন তাদের জন্যও আবার মনে করিয়ে দেওয়ার জন্য আজকের টিউনটা। আশা করি সবার উপকারে আসবে। আজ অনলাইন আর্য়ের ০৫ টি বিষয় নিয়ে আলোচনা করব। নিচে ধাপে ধাপে বর্ননা করা হল। যদি ভাল লাগে তাহলে টিউমেন্টস করবেন।
CPC মানে হল আপনি আপনার ব্লগ, ফোরাম, ওয়েবসাইট, এপস ইত্যাদি সাইটে কিছু এড কোম্পানীর এড সো করবে এবং যারাই এই এডগুলোতে ক্লিক করবে দেশ, সময় এবং ইউজার বুঝে আপনাকে কিছু অংশ আপনাকে পে করবে। এটাই সিপিসি এর আয়ের মাধ্যম। নিচে কতগুলে CPC সাইটের নাম দেওয়া হল যা এখন সবচেয়ে ভাল সাইট আয় করার জন্য।
CPM হল আর একটি এড এর মাধ্যমে টাকা আয় করার উপায়। যা সাধারনত পেইজ ভিউ এর উপর ভিত্তি করে আপনাকে পে করবে। এটাও অনেকটা সিপিসি সাইটের মত। আপনার ওয়েব সাইট বা ব্লগ সাইটের প্রতিদিনের পেইজ ভিউ যদি ১০০০ এর উপরে হয় তাহলে এই সাইটগুলো থেকে আয় করতে পারবেন। নিচে কিছু সাইট এর ঠিকানা দেওয়া হল।
এর মাধ্যমে আপনি বিভিন্ন সোস্যাল সাইট, ব্লগ, ফোরাম, ব্যক্তিগত সাইটে বিভিন্ন পণ্যের এড সো করে আয় করতে পারেন। আপনার সাইট থেকে যদি কেউ কোন পণ্য কিনে তাহলে এর একটা অংশ আপনাকে পে করবে। নিচে এই রকম কিছু সাইটের ঠিকানা দেওয়া হল।
আপনি কিছু সাইটের মাধ্যমে ফাইল, সফটওয়্যার,ছবি, এন্টিভাইরাস ইত্যাদি আপলোড করে আয় করতে পারেন। আপনার আপলোড করা ফাইল যত বেশি ডাউনলোড হবে আপনার আয়ও তত বেশী বাড়বে। নিচে কিছু সাইটের ঠিকানা দেওয়া হল।
আপনি কিছু সাইটের বিভিন্ন বিষয়ে ব্লগ লিখে আয় করতে পারেন। এই সব সাইটে বিভিন্ন ক্যাটাগরির উপর লিখে এই সব সাইট থেকে আয় করতে পারেন।
আমি মহিবুর ফাহাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।