ধন্যবাদ টেকটিউস কে এবং নতুন রেজিষ্টার করেছেন তাদের নিয়ে কিছু কথা

কেমন আছেন সবাই? গরমে আর মনে হচ্ছে না সবাই ভাল আছেন

অনেক দিন পর টেকটিউস এ দেখলাম রোজার জন্য রেজিষ্ট্রেশন অপশন খুলে দেওয়া হয়েছে। আমি এ সুযোগটি হাতছাড়া করলাম না সাথে সাথেই একউন্ট করে নিলাম। অশেষ ধন্যবাদ টেকটিউস কে।

বেশি কথা বাড়াবো না। মাঝে মাঝে রাগ হত টেকটিউসএ কেন একউন্ট করা যায় না।কিন্তু এখন বুঝলাম যখনই রেজিষ্ট্রেশন খুলে দেওয়া হয়েছে আবার সেই পিটিসি পিটিসি আর ভাল কোন টিউন দেখতে পাচ্ছি না।

 

আশা করি বুঝতে পারছেন সবাই আমার এই টিউন করার উদ্দেশ্যে কি? আমি নতুন মেম্বারদের বলবো আপনার পিটিসি সাইট এ কাজ করছেন করেন কিন্তু যারা অনলাইন জগতে নতুন পা দিয়েছে তাদের কেন টানছেন?    নিজের ইনকাম বাড়ানোর জন্য কত সুন্দর করেই না সময় নষ্ট করে টিউন বানাচ্ছেন  কিন্তু এইটুকু সময় যদি নিজের ব্লগ বা ওর্য়াডপ্রেস সাইট এ টিউন করাই সময় ব্যায় করতেন তাহলে আজ থেকে হয়তো ২/৩ মাস পর ই প্রতি মাসে ইনকাম হত আপনার মিনিমাম ৪০ থেকে ১০০ডলার।

আর আজকে তো এক ভাইয়ের টিউন দেখে মাথায় ঘুরে গেল মাসে ১ডলার পিটিসি থেকে রেফারেন্স করলে আসতে আসতে অনেক বাড়বে। তাই নুতন মেম্বারদের বলবো ফাতটু কাজ এখনো নিজে করা বাদ দেন পিটিসি বাদ দেন আস্তে আস্তে ফ্রীল্যাসিং এ আসেন। ব্লগ থেকে শুরু করুন  দেখবেন একদিন ওয়েব ডিজাইন,ডেভলপমেন্ট এ গিয়ে শেষ করছেন। টেকটিউস এই সব কিছু পাবেন ব্লগ কিভাবে খুলতে হয় কিভাবে ভিজিটর বাড়াতে হয় কিভাবে বিভিন্ন এড কম্পানি থেকে এড বসিয়ে ইনকাম করতে হয়।

অতপর শেষ কথা

আমার শেষ কথা একটাই নতুন মেম্বাররা দয়াকরে পিটিসি সাইট এর এড দিয়ে নতুনদের ফিউচার নষ্ট করবেন না। কারন যারা নতুন অনলাইন এ পা দিয়েছে তারা অবশ্যই ইনকাম করার জন্য আপনাদের পিটিসির ভুল পথে পা দেবেই। দয়া করে ভাল ভাল টিউন করেন।

ধন্যবাদ

 

 

Level 0

আমি এমডি সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি আপনার সাথে একমত | এর আগে টেকির গ্রুপে এই বিষয়ে লিখেছি | কিন্তু কোন সারা পাইনি | আপনার টিউনটি পড়ে আমি অনেক আনন্দিত ||

এমডি সুমন ভাই আমিও এক মত আপনার সাথে………….

অনেক গুরুত্ব পূর্ণ কথা বলেছেন

সঠিক কথা বলেছেন।

নতুনরা সত্যিই বিভ্রান্ত হবে, যেখানে অামরা কিছুটা পথ হাটতে শিখেছি সেখানে যদি প্রতারকের গন্ধ পাই বড় কষ্ট লাগে। ভাল পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ অাপনাকে

ঠিক বলেছিন ভাই। এ জন্য এখোনো কিছু লেখতেছি না

ভাই খুব ভালো বলছেন।

তাদের আর আপনার মধ্যে পার্থক্য কি?
(ফ্রীল্যাসিং/ পিটিসি)

যাই হোক আপনি এই পোস্ট করায় আমি খুশি হয়েছি, কারণ এই টেকিনোলজি সাইট এ AD এর বাজার জমিয়ে দেওয়া হয়, তাই আমি আশা করব, মোডারেটর ভাইদের এ বিষয়ে সচেতন থাকা উচিত।

ভাল বলেছেন ভাইয়া, ptc নিয়ে বেশি টিউন হচ্ছে ।