আসসালামুআলইকুম।আশা করি সবাই ভালো আছেন।অনেক দিন হলো কিছু লেখি না।তাই আজ আমি আপনাদের আমার Payoneer কার্ড পাওয়ার সুখবর টি দেয়ার জন্য টিউনটি লিখলাম।আজ থেকে প্রায় বছর খানেক আগের কথা আমি আপনাদের জন্য মুটামুটি একটা ভালো টিউন উপহার দিতে পেরেছিলাম টিউনটি ছিল এমন
আশা করি আমার টিউনটি অনেকের কাজে লেগেছে আজ আমিও নিজের পরিশ্রমে অনেক দুর চলে এসেছি।সত্যি বলতে অনেকটা টেকটিউনস্ এর কারনে। নিজের ক্যারিয়ার একদিকে আর আমি কাজ করছি আর দিকে মানে আমার ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং কিন্তু বর্তমানে একজন ফ্রিল্যান্সার কারন আমার আউটসোর্সিং ভালো লাগে।যাই হোক এসব কথায় না যাই এবার আমি কিভাবে আমি Payoneer কার্ড পেলাম তার কথায় আসি।প্রথমে আমি টেকটিউনস্ এর বিভিন্ন টিউটোরিয়াল এবং ইউটিউব এর সাহায্যে WordPress এ কাজ করার ধারনা নিলাম যদিও ব্লগিং সম্পর্ক্যে ধারনা আগে থেকে ছিল।আমার প্রথম সাইট টি ছিল পড়ালেখা রিলেটে কিন্তু তা থেকে কোন রেভিনিউ পেতাম না।কিন্তু তার পর পরিকল্পনা করলাম এমন কিছু করবো যা থেকে রেভিিউ পাওয়া যায়।
এর জন্য আমি Live TV সাইট টি খুলেছি এবং ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট তৈরি করেছি। এখন মেইন প্রবলেম হচ্ছে এইরকম সাইট এর জন্য গুগল কোন অ্যাড দেয়না কারন এটা তাদের নীতিমালার বাইরে তা্র উপর গুগল থেকে অ্যাড পাওয়া সহজ কাজ নয়।তার পর আমার সাইট এর জন্য অনেক অ্যাড সাইট দেখলাম কোনটা পেপাল না হয় ডাইরেক্ট চেক সাপোর্ট করে তখন আমি পেপাল এর গুরুত্ব বুঝলাম। চেক ভাঙ্গাতে অনেক কাটখড়ি পুড়াতে হয় আমিও জানি তাই সেই সব বাদ দিয়ে একটা ফেইক পেপাল এ্যকাউন্ট খুলাম এবং Bidvertiser সাইট থেকে অ্যাড নিলাম এরপর কিছু টাকা তুলাম মানে ৫০ ডলার করে ৩-৪ বার কিন্তু একবার বড় একটা পেমেন্ট পেলাম ১৫০ ডলার সাথে সাথে আমার পেপাল লিমিটেড হয়ে গেল মানে ১৩-১৪ হাজার টাকা পানিতে পড়ে গেল।তার পর চিন্তা করলাম আমাকে ভালো কোন সাইট থেকে অ্যাড নিতে হবে এবং যেন বাংলাদেশ থেকে সরাসরি টাকা তুলতে পারি। তাই অনেক গবেষনার পরে Revenuehits থেকে অ্যাড নিলাম এবং Payoneer কার্ড এর জন্য অ্যাপলাই করলাম কারন Revenuehits Payoneer এ পেমেন্ট দেয়।এখানেও হলো ঝামেলা একমাস অপেক্ষা করার পরও Payoneer কার্ড পেলাম না আমি Payoneer অ্যাকাউন্ট এ ঠিকানা চেক করতে গিয়ে দেখি সব ঠিক আছে কিন্তু দেশ বাংলাদেশ নাই বাহরাইন হয়ে আছে।মনটা খারাপ হয়ে গেল কারন পেমেন্ট পেয়েছি Payoneer একাউন্ট এ কিন্তু কার্ড চলে গেছে ভুল ঠিকানায়। Payoneer লাইভ চ্যাট করে ওই অ্যাকাউন্ট এ দেশ এর নাম পরিবর্তন করে পুনরাই Payoneer কার্ড এর জন্য আবেদন করলা্ম এদিকে মনে ভয় ১৫০ ডলার পেপাল নিয়ে গেছে Payoneer কি আরো ১৫০ নিয়ে যাবে? আমার তো আউটসোর্সসিং যায় যায় অবস্তা।কিন্তু আল্লাহর রহমতে দেড় মাসের মাথায় (Payoneer এর একাউন্ট খোলার)আমার Payoneer কার্ড আসলো আমি তো খুশি কার্ড অ্যাকটিভেট করতে গিয়ে দেখি এটাতো পুরাতন কার্ড বাহরাইন থেকে ফেরত মানে ব্লক কার্ড মন আবার খারাপ হয়ে গেল। দিনটি ছিল রবিবার তাই Payoneer একাটা সাপোর্ট মেইল দিলাম।পরেদিন লাইভ চ্যাট করলাম তারা বললো এটাকোন ব্যাপার না আমরা এখুনি আনলক করে দিচ্ছি সাথে সাথে কার্ড অ্যাকটিভ করে নিলাম কিন্তু টাকা লোড হতে দুই ঘণ্টা সময় নিল।৪-৫ ঘন্টা পর আমি টাকা তুলাম আর আল্লাকে সুকরিয়া জানালাম। আগে টাকা তুলেছি যেমন পেপাল এর ডলার দিয়ে এবং ওয়ের্ষ্টইউনিয়ন দিয়ে কিন্তু Payoneer কার্ড দিয়ে টাকা তুলার মজাই আলাদা।
Payoneer কার্ড পাওয়ার ৫ দিন পর আো একটি খুশির খবর পেলাম গুগল আমার অন্য আর একটি সাইট এর জন্য অ্যাডসেন্স দিয়েছে। এখন আমার কাজ স্বাধীনতা পাওয়ার পর তা রক্ষা করার মতো যদি ঠিকঠাক করতে পারি তবে একদিন একজন সফল ব্যক্তি হয়ে উঠতে পারবো। আমি যদি হতাশ হতাম বা কাজ ছেড়ে দিতাম হয়তো সফল হতাম না সঠিক পরিকল্পনা এবং পরিশ্রম থাকলে সব সম্ভব।আপনারাও লেগে থাকেন দেখবে সফলতা আসবে।আর আমার জন্য দোয়া করবেন।কোথাও কোন ভুল থাকলে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন।আর সবাই ভালো থাকবেন।
যারা Electrical and Electronic Engineering এ পড়েন তাদের জন্য আমার এই সাইটটি।
ফ্রি টিভি দেখতে চাইলে Please
BDTV7
আর কোন সাজেশন থাকলে জানাবেন। কোন প্রশ্ন থাকলে অবশ্যই করতে ভুলবেন না।ধন্যবাদ।
আমি রাজিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Blogging is my hobby and I like to share free things with you like software,tips & tricks,educational topics etc.....visit my site: https://dhakaprime.com
আমি যদি payoneer এ টাকা লেনেদন না করি তাহেল কি বাতসিরক চার্জ দিতে হবে?