পেয়ে গেলাম Payoneer Mastercard আর তুলে ফেললাম টাকা

আসসালামুআলইকুম।আশা করি সবাই ভালো আছেন।অনেক দিন হলো কিছু লেখি না।তাই আজ আমি আপনাদের আমার Payoneer কার্ড পাওয়ার সুখবর টি দেয়ার জন্য টিউনটি লিখলাম।আজ থেকে প্রায় বছর খানেক আগের কথা আমি আপনাদের জন্য মুটামুটি একটা ভালো টিউন উপহার দিতে পেরেছিলাম টিউনটি ছিল এমন

"আপনি যখন চাকরি পাবেন না, তখন কি করবেন?"

আশা করি আমার টিউনটি অনেকের কাজে লেগেছে আজ আমিও নিজের পরিশ্রমে অনেক দুর  চলে এসেছি।সত্যি বলতে অনেকটা টেকটিউনস্ এর কারনে। নিজের ক্যারিয়ার একদিকে আর আমি কাজ করছি আর দিকে মানে আমার ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং কিন্তু বর্তমানে একজন ফ্রিল্যান্সার কারন আমার আউটসোর্সিং ভালো লাগে।যাই হোক এসব কথায় না যাই এবার আমি কিভাবে আমি Payoneer কার্ড পেলাম তার কথায় আসি।প্রথমে আমি টেকটিউনস্ এর বিভিন্ন টিউটোরিয়াল এবং ইউটিউব এর সাহায্যে WordPress এ কাজ করার ধারনা  নিলাম যদিও ব্লগিং সম্পর্ক্যে ধারনা আগে থেকে ছিল।আমার প্রথম  সাইট টি ছিল পড়ালেখা রিলেটে কিন্তু তা থেকে কোন রেভিনিউ পেতাম না।কিন্তু তার পর পরিকল্পনা করলাম এমন কিছু করবো যা থেকে রেভিিউ পাওয়া যায়।

এর জন্য আমি Live TV সাইট টি খুলেছি এবং ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট তৈরি করেছি। এখন মেইন প্রবলেম হচ্ছে এইরকম সাইট এর জন্য গুগল কোন অ্যাড দেয়না কারন এটা তাদের নীতিমালার বাইরে তা্র উপর গুগল থেকে অ্যাড পাওয়া সহজ কাজ নয়।তার পর আমার সাইট এর জন্য অনেক অ্যাড সাইট দেখলাম কোনটা পেপাল না হয় ডাইরেক্ট চেক সাপোর্ট করে তখন আমি পেপাল এর গুরুত্ব বুঝলাম। চেক ভাঙ্গাতে অনেক কাটখড়ি পুড়াতে হয় আমিও জানি তাই সেই সব  বাদ দিয়ে একটা ফেইক পেপাল এ্যকাউন্ট খুলাম এবং Bidvertiser সাইট থেকে অ্যাড নিলাম এরপর কিছু টাকা তুলাম মানে ৫০ ডলার করে ৩-৪ বার কিন্তু একবার বড় একটা পেমেন্ট পেলাম ১৫০ ডলার সাথে সাথে আমার পেপাল লিমিটেড হয়ে গেল মানে ১৩-১৪ হাজার টাকা পানিতে পড়ে গেল।তার পর চিন্তা করলাম আমাকে ভালো কোন সাইট থেকে অ্যাড নিতে হবে এবং যেন বাংলাদেশ থেকে সরাসরি টাকা তুলতে পারি। তাই অনেক গবেষনার পরে Revenuehits থেকে অ্যাড নিলাম এবং Payoneer কার্ড এর জন্য অ্যাপলাই করলাম কারন Revenuehits Payoneer এ পেমেন্ট দেয়।এখানেও হলো ঝামেলা একমাস অপেক্ষা করার পরও Payoneer কার্ড পেলাম না আমি Payoneer  অ্যাকাউন্ট এ ঠিকানা চেক করতে গিয়ে দেখি সব ঠিক আছে কিন্তু দেশ বাংলাদেশ নাই বাহরাইন হয়ে আছে।মনটা খারাপ হয়ে গেল কারন পেমেন্ট পেয়েছি Payoneer একাউন্ট এ কিন্তু কার্ড চলে গেছে ভুল ঠিকানায়। Payoneer লাইভ চ্যাট করে ওই অ্যাকাউন্ট এ দেশ এর নাম পরিবর্তন করে পুনরাই Payoneer কার্ড এর জন্য আবেদন করলা্ম এদিকে মনে ভয় ১৫০ ডলার পেপাল নিয়ে গেছে Payoneer  কি আরো ১৫০ নিয়ে যাবে? আমার তো আউটসোর্সসিং যায় যায় অবস্তা।কিন্তু আল্লাহর রহমতে দেড় মাসের মাথায় (Payoneer  এর একাউন্ট খোলার)আমার Payoneer কার্ড আসলো আমি তো খুশি কার্ড অ্যাকটিভেট করতে গিয়ে দেখি এটাতো পুরাতন কার্ড বাহরাইন থেকে ফেরত মানে ব্লক কার্ড মন আবার খারাপ হয়ে গেল। দিনটি ছিল রবিবার তাই Payoneer একাটা সাপোর্ট মেইল দিলাম।পরেদিন লাইভ চ্যাট করলাম তারা বললো এটাকোন ব্যাপার না আমরা এখুনি আনলক করে দিচ্ছি সাথে সাথে কার্ড অ্যাকটিভ করে নিলাম  কিন্তু টাকা লোড হতে দুই ঘণ্টা সময় নিল।৪-৫ ঘন্টা পর আমি টাকা তুলাম আর আল্লাকে সুকরিয়া জানালাম। আগে টাকা তুলেছি যেমন পেপাল এর ডলার দিয়ে এবং ওয়ের্ষ্টইউনিয়ন দিয়ে কিন্তু Payoneer কার্ড দিয়ে টাকা তুলার মজাই আলাদা।

Payoneer কার্ড পাওয়ার ৫ দিন পর আো একটি খুশির খবর পেলাম গুগল আমার অন্য আর একটি সাইট এর জন্য অ্যাডসেন্স দিয়েছে। এখন আমার কাজ স্বাধীনতা পাওয়ার পর তা রক্ষা করার মতো যদি ঠিকঠাক করতে পারি তবে একদিন একজন সফল ব্যক্তি হয়ে উঠতে পারবো। আমি যদি হতাশ হতাম বা কাজ ছেড়ে দিতাম হয়তো সফল হতাম না সঠিক পরিকল্পনা এবং পরিশ্রম থাকলে সব সম্ভব।আপনারাও লেগে থাকেন দেখবে সফলতা আসবে।আর আমার জন্য দোয়া করবেন।কোথাও কোন ভুল থাকলে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন।আর সবাই ভালো থাকবেন।

যারা  Electrical and Electronic Engineering এ পড়েন তাদের জন্য আমার এই সাইটটি।

ফ্রি টিভি দেখতে চাইলে Please

BDTV7

আর কোন সাজেশন থাকলে জানাবেন। কোন প্রশ্ন থাকলে অবশ্যই করতে ভুলবেন না।ধন্যবাদ।

Level 0

আমি রাজিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Blogging is my hobby and I like to share free things with you like software,tips & tricks,educational topics etc.....visit my site: https://dhakaprime.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি যদি payoneer এ টাকা লেনেদন না করি তাহেল কি বাতসিরক চার্জ দিতে হবে?

    @Imran Hasan: আমার জানা মতে ৩ মাস কোন টাকা না থাকলে কার্ড লক হয়ে যাবে ।এক বছর তো দুরের কথা।

ভাই ফ্রিল্যান্স বিষয়ে হেল্প করবেন? আমার মাষ্টার কাড পরে আছে।

    @শাহিনুর আলম: ভাই হেল্প তখন করবো যখন আপনি কোন বিষয় নির্বাচন করবেন ।কারন ফ্রিল্যাসিং এর সাথে অনেক বিষয় জড়িয়ে আছে।আপনার কোন বিষয় এ ভালো খারনা আছে সে বিষয় নিয়ে নেমে পরেন দেখবেন আসতে আসতে সব দরজা খুলে যাবে আর সম্যসা একটু কবে তাই বলে তোআর থেমে থাকা যাইনা ।তাহলে একটা নিদির্ষ্ট বিষয়কে (যেমন: Blogging,Web Design,Graphics Design,SEO….ইত্যাদি ।) ফোকাস করেন তার পর পরিকল্পনা করেন পরবর্তী ধাপ । আর না বুঝলে টেকনিউনস্ এর সাহায্য নেন বা এখানে আমার থেকে অনেক বড় অভিজ্ঞ ভাই আছে তাদের কে জানান।আমি আপনাকে শুধু Blogging,Web Design এর উপর প্রাথমিক ধারনা দিতে পারবো।

আমাদের জন্য সহজ কোন টা? একটু বলেন। আমি একদম নতুন। ব্লগিং এ কাজ কি?

সেই কত দিন আগে কার্ডের জন্য আবেদন করছি এখনো পেলাম না।

অনেক সুন্দর লিখেছেন ভাই ।

Level 0

ভাই আমার পেইনার কার্ড আছে কিন্তু আমি টাকা তুলতে পারছি না। কোথা থেকে তুলবো। প্লিজ একটু বলবেন।

    @Bijoy Paul: একটু বিস্তারিত বললে ভালো হয় যেমন আপনার কার্ডে টাকা আছে আপনি তুলতে পারছেন না এমন? না অন্য কিছু?

হঠাত করেই ২টা পেয়োনিয়ার এর আবেদন করেছিলাম। সৌভাগ্যক্রমে ২টা পেয়েও গেছি ৩/৪ মাস আগে । কিন্তু দু;খের বিষয় হলো আমার অনলাইনে ইনকামের কোন সোর্স নেই । কার্ড টি শুধু শুধু পড়ে আছে 🙁 একটিভ করা আছে 🙁

    @জনি আহমেদ: প্রবলেম এখানেই যাদের কার্ড আছে তাদের সোর্স নাই আর যাদের সো্র্স আছে তাদের কার্ড নাই। পরমর্শ একটাই কাজে নেমে পরেন ।দেখবেন ইনকাম সোর্স পেয়ে যাবেন আর কি বিষয় নিয়ে কাজ করবেন তা টেকটিউনস্ এ পেয়ে যাবেন।শধু একটু ধৈর্য্য দরকার।

vi ami amr mail diya onk age card ar jonno apply korcilam but pore r mail ar reply deini ba instruction follow kori ni…ekn card khub e dorkar…but bolce id card 2 bar use korle hobe na…ekn ki korbo vi…kono solution ace ei prob ar????

    @আশিকুর রহমান: আমিও এর আগে Odesk এর জন্য payoneer চাইছিলাম কিন্তু কোন প্রকার কার্ড পাইনি । এর পর এমনি তেই apply করছিলাম তা্ও পাইনি। এই বার আগে ইনকাম সোর্স ঠিক করে তারপর apply করছি এবং একাউন্ট approved হওয়ার আগে পেমেন্ট সিস্টেম সিলেক্ট করে দিয়েছি।তার পরও অনেক সময় অনেকে এমনি এমনি কার্ড পায়।আমার ক্ষেত্রে তা হয়নি আমি কারন এর আগে আমি লিংকবাক্স থেকে টাকা তোলার জন্য আবেদন করেছিলাম ।কিন্তু Payoneer আমার আয়ের একটা স্ক্রিনশট চাইছিল যাতে মাসে আমার আয় ২০ ডলার এর উপর দেখাতে হবে।কিন্তু তাদের কাছে তখন আমার সেই পরিমান আয় পছন্দ হয়নি।তাই একাউন্ট পাইনাই।আমার মত পারলে আগে ইনকাম সোর্স ঠিক করে নেন তারপর কার্ডর এর জন্য আবেদন করেন আর পারলে ঠিকানা চেঞ্জ করেন।নিজের নামে না হলে পরিবারের অন্য সদ্যসের নামে আবেদন করেন যেমন: বাবা বা মায়ের নামে।আর কার্ড পাঠানোর ঠিকানা কোন দোকান বা অফিসের দিলে ভালো হয়।আশা করি আমার মতামত আপনার কাজে লাগবে।

স্যার আমাকে একটু হেল্প করেন। আমি আপনার একজন অনুসারী হতে চাই। @রাজিব হোসেন

জব করি ভাই, আউট সোর্সিং করার টাইম পাই না। কার্ড পচেই যাবে। 🙂 🙂

vai amr paypal verify kora lagbe. need payonner card plz help me.

    @মোঃ ওমর ফারুক দিপু: ভাই বর্তমানে পেপাল পাইওনার কার্ড নিচ্ছে কিন্তু ব্যাংক একাউন্ট নিচ্ছে না…..আমারও খুব দরকার পেপাল ভেরিফিকেশন করা কিন্তু কপাল……আর প্রোপার ওয়েতে করলে কার্ড পাওয়া ব্যাপার না…ট্রাই করেন পেয়ে যাবেন।

আমিও গত তিনদিন আগে আমার Payoneer মাস্টার কার্ড টা হাতে পেলাম 🙂

ভাই সব ঠিক আছে কিন্তু কাড পেলাম না কিন্তু আমি দুয়টা ফ্রেন্ড কে আমার রেফার রে খুলে দিছি তারা কাড পায়ছে লাইভ চ্যাট এ কথা বলার পর আবার তারা কাড রিভিউ করে দিছে কিন্তু একনো পেলাম না কিন্তু আমি কাড পাচ্ছি না কেন প্লিজ হেল্প মি

    @রাফসান হাবীব: ভাই আপনার সম্যসা বুঝলাম আপনি এক কাজ করেন এই একাউন্ট এ নতুন ঠিকানা দিয়ে আর একটি আবার কার্ড এর অর্ডর দেন।আর পারলে কার্ড approve এর আগে যে কোন একটি পেমেন্ট কে পেওনার এর একাউন্টর এর সাথে যুক্ত করেন।এই বার ঠিকানা না কোন ব্যবসা প্রতিষ্ঠান এর দেন যেমন দোকান বা অফিস এর ঠিকানা।আর কয়েক দিন ধৈর্য্য ধরেন আমি পেওনার এর উপর একাট ভালো পোষ্ট করতে যাচ্ছি সব বিস্তারিত সহকারে আর আমার সাথে যোগাযোগ এর জন্য একটু ধৈর্য্য করেন আমি ই আপনার সাথে কন্টাক করবো।কারোউপকার করতে পারলে নিকে ধন্য মনে করবো।ধন্যবাদ।

01812350500 মিস কল মি

১,রাজিব ভাই আপনার টিটুরিয়াল অনেক সুন্দর হয়েছে আমি কাতার থাকি আমি কি বাংলাদেশি আইডি বেবহার করব না
কাতারি আইডি বেবহার করব ।
২, আমি কাতারি আইডি দিয়ে একাউন্ত খুলে ছিলাম কিন্তু আমি এখানের থিকানা দিয়েছিলাম কিন্তু আমি কার্ড পাইনি ওরা
বলল আমি কার্ড হাতে পেয়েছি এখন কি আমি আবার নতুন একাউন্ত খুলব।
জানালে অনেক উপুকার হবে

    @মোহাম্মাদ রিপন: না এখন কোন একাউন্ট নতুন করে খুলার দরকার নাই ।অনেক সময় ১-২ মাস সময় লাগে কার্ড আসতে।আমার নতুন পোষ্ট এর অপেক্ষা করেন আশা করি সব বুধতে পারবেন।ধন্যবাদ।

৪-৫ মাস হয়ে গেছে আমি কার্ড পাইনি আমার মনে হয় আমি ত বাংলাদেশী ।
আমি কাতারের আইডি দিয়ে ছি আমি কি আমারবাংলাদেশি আইডি দিয়ে আমি আবার নতুন একাউন্ত খুলতে পারব ?
আমার মনে হয় আমার সমস্যা অনেক জটিল আমি এখন কি করব
আমার মনে হয় আপনার শাথে কথা বলা দরকার চাইলে আমাকে মিস কল দিতে পারেন ০০৯৭৪৩৩৬৮৬৪৪৮

এই লিঙ্ক থেকে বিনামুল্যে card এর আবেদন করতে পারবেন… http://share.payoneer-affiliates.com/v2/share/6167204866979750474

বিনামুল্যে কিভাবে payoneer card আনবেন এবং তাতে 25 doller free পাবেন তা এই লিমক এ গেলেই পাবেন… https://www.facebook.com/permalink.php?story_fbid=377211255810950&id=170671906464887

acca payoneer theke ki bitvertiser e payment uthano jay???

    @রাজিব হোসেন vaia acca payoneer theke ki bitvertiser e payment uthano jay???

      ভাই দু:খিত আমি আপনার প্রশ্ন টা খেয়াল করিনি……আপনি সিম্পল ভাবে পরন করতে পারবেন ভালো করে দেখেন …আমার পরবর্তি পোষ্ট এর জন্য অপেক্ষা করেন….ধন্যবাদ

Al arafa bank a amr name a account krce…. okan tka aj master card ar application krce… bollo 2 week ar modda card paben…..
ora ki master card e dai…??
ar jnno ki kno charge kata?