জানি আমার এই চমকপ্রদ পোষ্ট এর হেডিং দেখে অনেকেই আগ্রহী হবেন। আপনাদের স্বাগতম। আমি মনে করি শুধুমাত্র তারাই এটা থেকে শিখতে পারবেন যাদের নিজেদের কিছু করে দেখানোর ইচ্ছা আছে।
আসুন তাহলে শুরু করি।
Indian Visa কাজ করতে চাই এই কথা টা আমাকে প্রায় প্রতিদিন Facebook এ ইনবক্স করেন অনেক মানুষ। শুধু আমাকেই করেন না, যারা যারা এই কাজটি দীর্ঘদিন ধরে করেন তাদের সবাইকেই এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাই আমি ভাবলাম যে সবাইকে আলাদা ভাবে উত্তর না দিয়ে লিখে ফেলি কিভাবে কাজ করবেন।
প্রথমেই বলি Indian Visar কাজটা আসলে কি?
উত্তর-- Peoples Republic Of India তে যাওয়ার জন্য Online এ Appointment নেয়ার একটি মাধ্যম। এখান থেকে শুধুমাত্র বাংলাদেশ এর লোকদের India যাওয়ার জন্য Appointment এর কাজ করতে পারবেন।
প্রশ্ন-- কিভাবে শুরু করবো?
উত্তর--- প্রথমেই জানুন কোন সাইট থেকে কাজটি করা হয়। লিঙ্ক দেখুন এখান থেকে । আশা করি লিঙ্ক এ ধুকেছেন এবং কিছুটা ধারনা পেয়েছেন। আসুন এবার দেখাই কিভাবে কাজটি করতে হবে। কাজটি করার জন্য আপনাকে অবশ্যই Bangladesh থেকে India যেতে চান এমন একজনের Valid Passport এর দরকার হবে। India যেতে হলে আমরা মূলত কয়েকটি Visa Category তে যেতে পারব, তা হল Tourist Visa , Medical Visa, Student Visa, Business Visa. আরো অনেক Visa Category আছে তবে আমাদের দেশ থেকে এই তিনটা Visa Category তে ইন্ডিয়া যায় বেশী।
এবার জানতে হবে কোন ভিসার জন্য কোন কোন কাগজপত্র আপনাকে জমা দিতে হবে।
Tourist Visa জন্য আপনাকে যে কাগজপত্র দিতে হবে ঃ
১.. একটি Valid Bangladeshi Passport ,যার Date Of expiry থাকতে হবে কমপক্ষে ১ বছর।
২.. এককপি ২'' গুন ২'' সাইজের সদ্যতোলা ছবি। এই ছবিটি আপনাকে ফর্ম পূরণ করার সময় স্ক্যান করে অনলাইনে দিয়ে দিতে হবে।
৩.. একটি.২ মাসের Bank Statement . ব্যালান্স সর্বনিন্ম ২০,০০০/- টাকা থাকতে হবে।
৪.. একটি কাউন্সিলর/চেয়ারম্যান এর সার্টিফিকেট।
৫.. একটি বিদ্যুৎ বিল/গ্যাস বিল/টেলিফোন বিল এর ফটোকপি।
৬.. একটি National Id Card এর ফটোকপি।
৭.. আপনার পেশা যদি ব্যাবসা হয় তবে ট্রেড লাইসেন্স এর কপি। ১৮ বছরের নিচে যাদের বয়স তাদের জন্য তাদের বাবা-মায়ের Bank Statement এবং অবশ্যই বাবা-মায়ের Appointment Date এর প্রিন্টকৃত ডকুমেন্টস সাথে দিতে হবে। কোনক্রমেই বাব-মায়ের Appointment Date এর আগে তাদের অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের Appointment Date হলে তা গ্রহন যোগ্য হবে না।
৮.. আপনি যখন Appointment Date পাবেন তখন একটি প্রিন্টকৃত ডকুমেন্টস।
Medical Visa জন্য আপনাকে যে কাগজপত্র দিতে হবে
বর্তমানে Medical Visa জন্য কোন Appointment Date লাগে না। আপনি শুধু ওদের অফিসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভিসা সংগ্রহ করতে পারবেন। তার জন্য আপনাকে ডাক্তারের নাম , ভিজিটিং কার্ড, রুগীর সকল কাগজপত্র, বাংলাদেশের ডাক্তারের রের্ফাড এর কাগজ জমা দিতে হবে।
যেহেতু বেশীর ভাগ মানুষই Tourist Visa যায় তাই অন্যন্য ভিসার তথ্য জানতে আমাকে ইনেইল করুন। ধন্যবাদ
যাইহোক, বলেছিলাম একটি Valid Passport লাগবে এবং আপনাকে জানতে হবে যিনি যাবেন তিনি কোন Visa Category তে ইন্ডিয়া যেতে চান? তারপর আপনাকে জানতে হবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে মোট কয়টি অফিস আছে? ঢাকা অফিস, চিটাগাং অফিস এবং রাজশাহী অফিস ,বাংলাদেশে ওদের মোট ৩টি অফিস আছে এবং শোনা যাচ্ছে যে আরো অফিস হবে। যাহোক আমি আপনাদের ঢাকা অফিস এর কাজ করার প্রাথমিক ধারনা দিব।
প্রথমে আপনি Passport এর থেকে সব তথ্য নিয়ে Online এ একটি ফর্ম পূরণ করবেন। দেখুন কিভাবে...
ইন্ডিয়ার অফিসিয়াল লিঙ্ক এ ধুকলে প্রথমে আপনি দেখতে পারবেন Online Visa Application ট্যাব। ওই ট্যাবে ক্লিক করলে আপনি একটি নতুন উইন্ডোতে চলে যাবেন সেখান থেকে আপনাকে পর্যায়ক্রমিক ভাবে দেখাচ্ছি
*** Country you are applying visa from থেকে Bangladesh সিলেক্ট করতে হবে।
*** তারপর Indian Mission থেকে আপনি যেই অফিস থেকে ভিসা নিবেন তা সিলেক্ট করতে হবে (ধরি ঢাকা)
*** তারপর Nationality থেকে Bangladesh সিলেক্ট করে দিন।
*** তারপর Date of Birth এ Applicant এর পাস্পোর্ট এ উল্লেখিত জন্মতারিখ দিন (০১/০১/২০০০)
তারপর ইমেইল আইডি আপনার ইচ্ছা, দিতে পারেন আবার নাও দিতে পারেন।
*** তারপর Expected Date of Arrival থেকে আপনার কাংক্ষিত যাওয়ার তারিখ দিন। (ধরি ২০/০১/২০১৫)
এখানে বলে রাখা ভাল আপনাকে জানতে হবে যে আপনি যেদিন ইন্ডিয়া যেতে চাচ্ছেন Appointment date কি তার আগে না পরে? মানে হল ধরুন আপনি দিলেন ১০/০১/২০১৫ কিন্তু আপনি Appointment date পেলেন ১৫/০১/২০১৫ তাহলে হবে না। সঠিক সময় ও ডেট জানার জন্য আমার পুর্বের লেখাটি দেখুন এই লিঙ্ক থেকে ।
*** তারপর Visa Type থেকে সিলেক্ট করুন আপনি কোন ভিসার জন্য আবেদন করবেন (ধরি Tourist Visa).
তারপর Access Code টি দিয়ে Continue বাটনে ক্লিক করুন।
******** স্টার চিনহিত জায়গা গুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে********
তারপর যে পেজ আসবে সেখান থেকে Passport এ দেয়া তথ্য গুলি খুব সাবধানে পূরণ করুন।
তারপর Save And Continue তে ক্লিক করুন।
তারপর যে পেজ আসবে সেখান থেকে খুব সাবধানে সব তথ্য পূরণ করুন।
তারপর Save And Continue তে ক্লিক করে যে পেজ আসবে সেখানের সব তথ্য সাবধানে পূরণ করুন। ছবি দেয়ার জায়গাটিতে আপনার স্ক্যান করা ছবিটি আপলোড করে দিন।
তারপর Save And Continue তে ক্লিক করে পরবর্তি পেজ থেকে Verify and Continue তে ক্লিক করে আপনি যেখানে যেতে চান সেখানের তথ্য দিয়ে Continue তে ক্লিক করলে একটি Application Id পাবেন ওই আইডিটা সেভ করে রাখুন।
******************* Application Id টির মেয়াদ থাকবে ৫ দিন***********
এবার যখন ডেট ছাড়ার সময় হবে তখন ওদের সাইটে আপনি ২০ মিনিট আগে ধুকুন, তারপর Print Registered Application এ ক্লিক করুন দেখুন একটা পেজ আসবে। নিচে দেখুন
***** Indian Mission Name থেকে সিলেক্ট করুন Bangladesh-Dhaka.
***** তারপর Application Id তে আপনার সেভ করে রাখা আইডিটি কপি করে পেস্ট করে দিন,
***** তারপর Date Of Birth কপি-পেস্ট করুন, তারপর Passport No কপি-পেস্ট করুন.
তারপর নিচে দেখুন একটি Access Code দেয়া আছে নিচের ঘরে Access Code টি বসান। Access Code এর Validity থাকে ১০ মিনিট। বলে রাখা ভালো যে আপনি যখন Print Registered Application এ ধুকে Indian Mission Name এ Bangladesh-Dhaka সিলেক্ট করবেন তখন শুধু Reprint অপ্সহন আসবে। আপনাকে Get appointment আনতে হলে Source Code edit করতে হবে। যেমন আপনি Indian Mission Name থেকে Bangladesh-Dhaka তে মাউসের কার্সর এনে রাইট বাটন ক্লিক করুন, তারপর Inspect Element এ ক্লিক করুন দেখুন নিচে একটি নতুন উইন্ডো ওপেন হয়েছে। সেখান থেকে BGDD0 থাকবে আপনাকে BGDD1 করে দিতে হবে। না বুঝলে নিচের ছবিটি দেখুন,
তারপর Enter চাপুন এবং এই উইন্ডোটি কেটে দিন। এবার Indian Mission Name থেক Bangladesh-Dhaka সিলেক্ট করুন দেখবেন Get appointment বাটনটি চলে এসেছে। Get appointment বাটনে কখন ক্লিক করবেন জানতে এখানে দেখুন । Get appointment ক্লিক করার পরে নতুন একটি পেজ আসবে ওখানে আপনি আপনার কাঙ্খিত ডেট টি সিলেক্ট করে Confirm The Appointment Date এ ক্লিক করুন। তারপর দেখবেন একটি পিডিএফ ফাইল ডাউনলোড হবে। সেখান থেকে দেখবেন আপনার Appointment Date টি কনফার্ম হয়েছে কিনা। যদি না হয় তবে আবার পরের দিন একি নিয়মে চেষ্টা করুন।
এবার কিছু প্রশ্ন এবং তার উত্তর...
প্রশ্ন-- এতো সহজে ডেট পাওয়া যাবে?
উত্তর-- জ্বী না। অনেক ধরনের সমস্যার সম্মুক্ষীন হতে হবে। কোন কোন Problem হতে পারে তা জানার জন্য আমার আগের লেখা লেখা এখান থেকে দেখুন
প্রশ্ন-- কোন ব্রাউজার ব্যবহার করব?
উত্তর-- Mozilla Firefox Update Version ব্যবহার করুন। এছাড়াও আছে Opera, Iron, Comodo Dragon, এবং আপনার পছন্দ মত।
প্রশ্ন-- ইন্টারনেট স্পীড কত হলে ভালো হবে এবং কোন কোম্পানীর ইন্টারনেট ব্যবহার করব?
উত্তর-- মিনিমাম ১Mbps স্পীড হলে ভালো হয়। স্পীড যত বেশী তত ভালো। কিন্তু মনে রাখবেন স্পীড বেশী মানেই ডেট পাওয়ার সমাধান না। আপনি ব্রডব্যান্ড কানেকশান ব্যবহার করতে পারেন অবশ্যি ডেডিকেটেড ব্যান্ডুউইথ হতে হবে। এছাড়া যেকোন মোবাইল কোম্পানীর মডেম ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে আমার পরামর্শ হল এক সিম ২ সপ্তাহের বেশী ব্যবহার করবেন না।
প্রশ্ন-- ভাইয়া সবাই ডেট পাচ্ছে আমি কেন পাচ্ছি না?
উত্তর-- এই প্রশ্ন যদি আমি আপনাকে করি যে সবাই পাচ্ছে কম-বেশী তাহলে আপনি পাচ্ছেন না কেনো? তারমানে হল আপনি নিশ্চয়ই কাজটি ভালোভাবে শেখেন নি।
আর কোন প্রশ্ন থাকলে করবেন আমি উত্তর দেয়ার চেষ্টা করবো।
কিছু Add-Ons
ফায়ারফক্স ব্যবহার করলে কিছু Add-Ons ব্যবহার করতে হবে। যেমন Auto Form, Show Selected images, Multifox .
*** Auto Form এর কাজ হল আপনার প্রবেশকৃত Application Id, Date Of Birth, Passport No সেভ করে রাখার জন্য।
*** Show Selected images এর কাজ হল আপনার Access Code টি পরিবর্তনের জন্য।
*** Multifox এর কাজ হল একের অধিক উইন্ডো ওপেন করার জন্য।
কিছু অভিজ্ঞতা
InDian Visar জন্য এই কাজটিকে কেউ সিরিয়াসলি নিবেন না দয়া করে। আমি তখন থেকে এই কাজের সাথে জড়িত যখন সব সময় ডেট ওপেন থাকতো। এবং তখন ডেট করে দিতাম মাত্র ৫০/১০০ টাকায়। কাউকে আবার ফ্রি। হঠাত করে কি হল নিজেও বুঝলাম না দেখি এখন আর সবসময় ডেট ছাড়ছে না। দিনের নির্দিষ্ট একটা সময় ডেট দিচ্ছে তাও আবার অল্প কিছুক্ষনের জন্য। হঠাত করেই মানুষ এটা থেকে আয় করার একটা উপায় বানিয়ে ফেলল। আমি নিজেও বুঝি যে আমরা কিছু সাধারন মানুষ কে জিম্মি করে তাদের কাছ থেকে যে টাকাটা নিচ্ছি তা খুবই অন্যায়। কিন্তু আমার প্রশ্ন হল হঠাত করে কেন এমন হল এবং এর জন্য কি একক ভাবে যারা এই কাজ করে তারা দায়ী নাকি কোন একটা মহল এর পিছনে জড়িত।
যাইহোক দয়া করে দেউ এই কাজকে Professionally নিবেন না। ধন্যবাদ সবাইকে। কোন প্রশ্ন থাকলে কমেন্টস করবেন চেষ্টা করব জানাতে।
লেখাটি পুর্বে আমার ব্লগে প্রকাশিত
আমি মোঃ মহসিন উল হাসান। Proprietor, M/S Raaisa Trading House, Khulna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
শুধু মানুষ হতে চাই।
অনেক দিন ধরে শুনে আসছিলাম এই কাজ সম্পর্কে । অনেক কিছু জানলাম আজকে । আল্লাহ ভালই রাখছে । টাকার লোভ বেশী করি না । অনেক অনেক ধন্যবাদ ভাই @রাইসার_বাপ