মার্কেটপ্লেসগুলোতে অ্যাকাউন্ট করার পর প্রোফাইল কমপ্লিট করতে হয়, সেই সাথে পরিক্ষা দিতে হয়, এক্ষেত্রে করনীয়…

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করার জন্য নূন্যতম কিছু যোগ্যতা লাগে। এসব যোগ্যতার একটা হচ্ছে নিজের প্রোফাইল সাজনো বা কমপ্লিট করা। এক একটা ধাপ কমপ্লিট করলে নির্দিষ্ট পরিমান সম্পুর্ণ হয়। যেমন ..৫০%...৮০%... সম্পুর্ণ কমপ্লিট হলে ১০০% . যদিও ১০০% কমপ্লিট হওয়ার পর ও আরো কিছু করার থাকে।

কিন্তু যারা ১০০% কমপ্লিট করতে পারে না, যাদের নূন্যতম যোগ্যতা নেই, তারা কিভাবে মার্কেটপ্লেস গুলোতে কাজ করবে? মার্কেটপ্লেস গুলোতে এই ১০০% কমপ্লিট করার জন্য দুই একটা এক্সাম দিতে হয়। আপনি কোন বিভাগে কাজ করবেন, তার উপর। ব্যাসিক জ্ঞানের পরীক্ষা। এখন যদি পরীক্ষা দিতে না পারেন, তাহলে তো আগে আপনার বিষয়টি শিখে নেওয়া উচিত।

যারা ফ্রিল্যান্সিং করে, তাদেরকে নিজের প্রোফাইল কমপ্লিট করে দেওয়া জিজ্ঞেস করা কেমন উদ্ভট না? আপনাকেই কাজ করতে হবে, আপনি কাজ পেলে অন্য কেউ করে দিবে না। আর অন্য কেউ করে দিলেও আপনি আপনার ক্লায়েন্টকে ঠিক মত স্যাটিসফাই করতে পারবেন না। আপনার ক্যারিয়ারেরই ক্ষতি হবে। তাই দরকার নিজে নিজে ঘেটে ঘেটে এসব জিনিস শিখে নেওয়া।

কিভাবে এক্সাম দিতে হয়, কিভাবে এক্সামে ভালো করা যায়, আপনি একটা কিছু বুঝতে পারছেন না, তা সম্পর্কে বুঝার জন্য কাউকে জিজ্ঞেস করতে পারেন। কোন একটা সমস্যায় পড়লে তা কিভাবে সলভ করা যায়, তার পরামর্শ নিতে পারেন। প্রথম প্রথম সবারই সমস্যা হতো। তাই জিজ্ঞেস করা খারাপ কিছু না। খারাপ কিছু হচ্ছে নিজের প্রোফাইল কমপ্লিট করার জন্য কাউকে রিকোয়েস্ট করা, নিজের এক্সাম কাউকে দিয়ে দিতে বলা।

কাউকে ছোট করে লেখার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে জানানো। উদ্দেশ্য হচ্ছে এটা বলা যে, কোন কিছু না পারলে শিখে নিন। কোথায় থেকে শিখবেন তা না বুঝলে কাউকে জিজ্ঞেস করুন। আপনাকে রিসোর্স দিয়ে সবাই হেল্প করবে। কিন্তু কেউ আপনার কাজটি করে দিবে না। এতে আপনার নিজেরই ক্ষতি হবে...

নতুন যারা আগ্রহী, শিখতে থাকুন। একটু সময় ব্যয় করুন। কিছু না হলে বার বার একই জিনিস নিয়ে পড়ে থাকুন। হবেই হবে...

এ ছাড়া ফ্রিল্যান্সিং নিয়ে প্রয়োজনীয় অনেক গুলো লেখা পাওয়া যাবে জাকিরের টেক ডায়েরীতে... 

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস