আয় করুন ইউটিউব ও অ্যাডসেন্স এর মাধ্যমে (ভিডিও টিউন) সাথে টিপস ফ্রী

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন । অনেকেই শুনেছেন ইন্টারনেট থেকে আয় করা যাই । অনেকেই পারেন আবার অনেকেই পারেন না। যারা পারেন না আমি তাদেরকে বলতে চাই আপনি আগে নিজেকে প্রশ্ন করুন আপনি কি কাজ পারেন। আশা করি উত্তর টা আপনার জানা আছে (আমারে কেউ জিজ্ঞাসা কইরেন না আবার 😛 )। আপনি যেটা পারেন সেই বিষয়ের উপর গুগল সার্চ করুন এবং নিজেকে আরও দক্ষ করে তুলুন। ভাবছেন কাজের কথা না বলে আমি খালি বক বক কেন করতেছি হুম কারন তহ অবশ্যই আছে। অনেক কথা হল চলুন এবার কাজের কথাই যাই।

ইন্টারনেট থেকে বিভিন্ন ভাবে আয় করা যাই। আমি আজকে আপনাদের বলবো কিভাবে ইউটিউব থেকে আয় করা যাই । ইউটিউব থেকে আয় করতে আপনার যা যা লাগবে তাহলঃ

১। আপনার একটা কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন 🙂

২। একাটা ব্র্যান্ড নিউ gmail অ্যাকাউন্ট পুরান হলেই চলবে 😛

৩। একাটা ইউটিউব অ্যাকাউন্ট

৪। Google adsense ( সোনার হরিণ ) অ্যাকাউন্ট

এখন আপনাকে যা করতে হবে সেইটা হল সুন্দর সুন্দর ভিডিও বানাতে হবে ইউটিউব এন।আপলোড করার জন্য। ভিডিও হবে পারে যেকোনো বিষয়ের উপর তবে adult হলে হবে না। নিচের ভিডিও টি দেখে নিন কিভাবে কি করতে হবে তার জন্য।

ভিডিও এর লিঙ্ক এখানে

অনলাইন আরও কি কি ভাবে আয় করা যায় জানার জন্য টেকটিউন এ আমার সাথেই থাকুন এবং ফেসবুক এ এই গ্রুপ এ যোগ দিন

ধন্যবাদ।

Level 0

আমি এইচ জে নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর পোস্ট!!! সামনে আরও ভালো কিছু আশা করছি 🙂

Level 0

many many thanks. ভাইয়া আমাকে atomic email studio full version এর লিংক দিতে পারবেন
যেকোন সহজ লিংক ,মিডিয়া ফায়ার , ডাটা ফাইল হোষ্ট এরকম, জানালে কৃতজ্ঞ থাকবো ।

“একাটা ব্র্যান্ড নিউ gmail অ্যাকাউন্ট পুরান হলেই চলবে ”
একটু ক্লিয়ার করে বলুন পুরনো অ্যাকাউন্ট থেকে হবে কিনা ? আমার একটি ৫-৬ মাস পুরনো অ্যাকাউন্ট আছে , ওতে ৩-৪ ভিডিও আপলোড করা আছে । হবে এটায় ?

    @নীলোৎপল বেদী: আশলে ব্র্যান্ড নিউ gmail অ্যাকাউন্ট বলতে উনি Google Adsence এ ব্যবহার হয়নি এমন gmail অ্যাকাউন্ট বুজিয়েছেন, মনে হয় …

    @নীলোৎপল বেদী: যেকোনো টা হলেই হবে । আপনার টা দিয়েও হবে আপনি যদি আগে অ্যাডসেন্স এ অ্যাপলাই করে ব্যান না খেয়ে থাকেন।