Upwork এ কাজ করতে চান, তবে আর দেরি করছেন কেন? শুরু করে দিন এখন থেকেই।

ভাইয়া আমি তো স্টুডেন্ট, পড়াশুনার পাশাপাশি যদি ফ্রিলান্স করে কিছু টাকা আয় করতে পারতাম,তো খুব উপকারে লাগতো।আমায় শিখাবেন প্লিজ?

ভাইয়াঃ সর্বনাশ বল কি? তুমি কি মনে কর টাকা আয় করা এতই সোজা, অনেক দিন পরিশ্রম করতে হবে/ ভাল ট্রেনিং করতে হবে/নিজে প্রাকটিস করতে হবে...ইত্যাদি....ইত্যাদি...

শেষ, মোটামুটি ভাবে ছোট ভাই এর উদ্দম নিভু নিভু প্রদীপ অবস্থানে চলে যায়, আর এরপর দোমনা এবং এক প্রকার অনিশ্চয়তার ভেতর হলেও, ভুল-ভাল তথ্য এবং বেজায় রকমের দৃষ্টিকটু একটা প্রোফাইল সে দাড় করিয়ে ফেলে। কিন্তু এরপর যখন সে কাজের কাজ তথা মার্কেট-পেলেস এ কঠিন প্রতিদ্বন্দ্বিতার স্বীকার হয়, তখন তার মনে দুট প্রশ্ন জাগেঃ-

১। এইসব করে কোন টাকা পয়সা ইনকাম করা সম্ভব না, এইগুলা সব ভুয়া (এই আইডিয়া আসে চোখের সামনে দেখা এমএলএম/ডুলান্সার থেকে-যাদের ব্যাপারে আমি বলব যে অনেকেই যেমন এসব এ টাকা ধরা খেয়েছে ঠিক তেমনি যারা চেয়েছিল তারা ঠিকই নিজেদের পকেট এ টাকা ভরেছে)

২। দ্বিতিয় বার মনে হয় যে হয়তোবা নিজের ভেতর ততোটা মেধা নেই যার মাধ্যমে অনলাইন এ টাকা উপার্জন সম্ভব।(ব্যক্তিগত অনুভব)

এইসব এর ফলে যা হয়, তা হচ্ছে উদ্যমী একজনের অনলাইন ক্যারিয়ার বিকশিত হওয়ার আগেই সমাপ্ত হয়ে যায়, যা মোটেও কাঙ্ক্ষিত নয়।

নিভু নিভু প্রদীপ টা একেবারেই নিভে যায়।

আমি তাদেরকে আগ্রহী করতে চাই, যারা আহামরি কোন সফটওয়্যার এর অভিজ্ঞ হয়ে বসেননি, যারা ওয়েব ডেভলপিং এর গুরুমন্ত্রে দীক্ষিত হননি, যারা আজকে প্রোফাইল তৈরি করে কালকেই ২৫ ডলার/ঘণ্টা কাজ করতে হবে এমন দৃঢ় অভিসন্ধি লালন করেন না নিজের ভেতর। যারা নতুন কিন্তু নিজের এবং কাজের প্রতি আন্তরিক, তাদের উচিত প্রথমে সুন্দর করে নিজের প্রফাইল টা সম্পূর্ণ করে নেয়া। আর এই প্রফাইল করার সময় কখনই চাকরিজিবির দৃষ্টিতে না দেখে চাকরিদাতার দৃষ্টিতে দেখা। অনেকেই দেখি বলেন প্রথম চাকরি পাওয়াটা মস্ত কঠিন ব্যাপার, আমি বলব কঠিন না-ঘোরার ডিম, বুঝে শুনে বায়ার কে চিঠি লিখুন। সকল বায়ার কে যে বুঝতে পারবেন তা নয়, তো যাদের অফার লেটার আপনার বোধগম্য নয়,সেগুলো এড়িয়ে চলুন। আর যেই কাজ দেখে আপনার মনে হবে যে আপনি বেশ ভালভাবে এই কাজ টা করতে পারবেন, সেক্ষেত্রে কি কি কারণে আপনাকে বায়ার এর হায়ার করা উচিৎ সে সম্পর্কে তাকে জানিয়ে আবেদন পত্র পাঠান। একটু খেয়াল করুন আমি কাজ ভালভাবে করার কথা  বলেছি, কারন আপনাকে কোয়ালিটি সম্পন্ন কাজের মাধমেই নিজের অবস্থান পোক্ত করতে হবে,এতে কোন সন্দেহ নেই।হয়তোবা দু একজন বায়ার কে বেকায়দায় ফেলে মানসম্পন্নহীন আওয়ারলি জব প্রভাইড করলেন, এতে তাদের কাছ থেকে পাওয়া প্রথম কাজটি আপনার শেষ কাজ এ পরিণত হবে। যাতে আপনার অনলাইন ক্যারিয়ার নষ্ট হওয়ার পাশাপাশি এটাও আপনি প্রমাণ করবেন যে আপনি শুধু মাত্র নিজের সময় অপচয় করার জন্য এই সাইট এ সময় ব্যয় করেছেন। সিদ্ধান্ত এখন আপনার...নষ্ট করার মত সময় আছে কি আপনার হাতে? নিশ্চয় নেই, তাই না?

তো এখনই বসে পরুন, নিজের সম্পূর্ণ মানুষটাকে নিয়ে-অর্থাৎ পরিপূর্ণ মনোযোগ সহকারে, আর একাগ্রচিত্তে কাজ করতে থাকুন। এমনটা যেন আবার না হয় যে আপনি শরীর টা রয়েছে কম্পিউটার এর সামনে আর মনটা গিয়ে ঘুরছে ধানমন্ডি কলাবাগান লেকের ধারে...সেদিন দুজনে দুলেছিনু বনে, ফুলডোরে বাঁধা দুজনায়...সব সময় মাথায় রাখবেন অনলাইন অথবা অফলাইন কাজ, যেখানে আপনার কাজ এর বিনিময়ে আপনি পারিশ্রমিক দাবী করবেন, সেখানে অবশ্যই আপনাকে আপনার পুরোটা ঢেলে দিতে হবে, পেশাদারী মনোভাব যেখানে বজায় রাখতে হবে কাজের একদম শুরু থেকে শেষ পর্যন্ত।

ধন্যবাদ।

Suvashis Sarkar Suvo

Level 0

আমি এস কে সরকার (শুভ)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks for nice post.

vinno kichu likhar jonno thanks

thanks dear. very nice post for all upcoming freelance.