ফ্রিলান্সিং এ হাতেখড়ি – Beginner To Pro

ছবিঃ ইন্টারনেট

আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা সবাই কম বেশি ইন্টারনেট থেকে আয় করি বা করতে চাই কিন্তু সঠিক নিয়ম না জানার কারনে করতে পারি না। অথবা শুরু করার কিছুদিন পরেই আশানুরূপ ফল না পাওয়ায় ধর্য্যহারা হয়ে আবার নতুন কিছু শুরু করি। এভাবে করেই যাচ্ছি কিন্তু কোন ভাবেই সফল হতে পারছি না। আপনি যদি প্রতিষ্ঠিত কোন ফ্রিলান্সার এর কাছে জান তাহলে দেখবেন তিনিও সবকিছু আগে থেকে জেনেই শুরু করেছিলেন এমন নয়। তিনিও আস্তে আস্তে শিখেছেন এবং প্রচণ্ড ইচ্ছাশক্তির কারনেই আজ প্রতিষ্ঠিত হয়েছেন।

আমরা বেশিরভাগ সময় যেটা করি। কোন বন্ধু বা বড় ভাইয়ের ফ্রিলান্সিং এ সফলতা দেখে প্রচণ্ড ভাবে অনুপ্রেরিত হই এবং সে কিভাবে কাজ করে, তার কত দিন লেগেছে এতদূর আসতে সেই বিষয়টি খেয়াল করি না। অনেক উত্তেজিত হয়ে কাজ শুরু করি কিন্তু কিছুদিন যাওয়ার পরেই মনে হয় ধুরর আমাকে দিয়ে এইসব সম্ভব নয়। আবার নতুন কোন আয়ের উপায় খুঁজতে বসে যাই। আসলে শেষ পর্যন্ত দেখা যায় ফলাফল শূন্য।

ফ্রিলান্সিং শুরু করতে হলে আপনার ভিতরে ৩টি জিনিস থাকতে হবে।

  1. প্রচণ্ড ইচ্ছাশক্তি
  2. অধ্যবসায়
  3. রুটিন করে কাজ করা।

এই তিনটি জিনিস যদি আপনার ভিতর থাকে তাহলে আপনার সফলতার গ্যারান্টি আমি দিবো।

আপনি কিভাবে ফ্রিলান্সিং শুরু করবেন?

আমার মতে, প্রথমেই বড় কোন প্ল্যাটফর্ম এ না গিয়ে ছোট কোন প্ল্যাটফর্ম বেছে নিন। যেমন, আপনি micro job, mini job, PTC ইত্যাদিতে কাজ করুন। প্রতিদিন ১০-৩০ মিনিট নিয়মিত সময় দিন এবং আপনার দৈনন্দিন কাজ চালিয়ে যান। দিন অথবা রাতের নির্দিষ্ট একটি সময় বেছে নিন। যেই সময়টুকু আপনি ফ্রিলান্সিং এর কাজে ব্যয় করবেন। যেই কাজ শুরু করেছেন সেটি ঠিক ভাবে করুন।

এক্ষেত্রে আপনাকে একটি সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হল। আপনি কাজ করার সময় অনেক সাইট এ লোভনীয় বিজ্ঞাপন দেখবেন যেখানে আপনাকে অনেক ভাল আয়ের কথা বলবে। কিন্তু সাবধান কোন ভাবেই ভুল পথে পা দিবেন না। আপনি যেখানে শুরু করেছেন শুধু মাত্র সেটাতেই কাজ করে যান।

আপনি কোন ভাবেই রাতারাতি বড়লোক হয়ে যাবেন না। কিন্তু বড় হওয়ার প্রচণ্ড ইচ্ছাই আপনাকে একদিন বড় করে তুলবে।

মনে করুন আপনি একটি PTC সাইট এ কাজ শুরু করলেন।  এক্ষেত্রে আপনাকে ভাল একটি PTC সাইট খুজে বের করতে হবে।

কিভাবে একটি ভাল PTC সাইট খুজে বের করবেন?

ভাল PTC সাইট খুজে পেতে আপনি আপনার পরিচিত বড় ভাই যারা PTC থেকে ভাল আয় করে বা অনেক দিন PTC তে কাজ করেন তাদের কাছে সাহায্য নিতে পারেন। আবার গুগলকেও ব্যবহার করতে পারেন। সাইট টি সম্পর্কে ভাল ভাবে জানুন। অনলাইন এ রিভিউ দেখুন। ডোমেইন কত সালে রেজিস্ট্রেশন হয়েছে সেটি দেখুন। তাদের নিজেস্ব ফোরাম ভিজিট করুন। তাহলে তাদের পেমেন্ট নিয়ে কোন সমস্যা আছে কিনা টা আপনি বুঝতে পারবেন। এর মধ্যে সবথেকে ভাল উপায় হল অন্য কারো থেকে সাইট সম্পর্কে বিস্তারিত জানা যিনি ঐ সাইট এ কাজ করেছেন।

আপনি যদি আমাকে বলেন একটি ভাল PTC সাইট এর সন্ধান দিতে তাহলে আমি বলবো Neobux এর কথা কারন আমি প্রথম এই সাইট এই কাজ শুরু করেছিলাম। এবং এখনো করে যাচ্ছি।

Neobux কি?
Neobux হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এবং সম্ভবত সেরা PTC সাইট. প্রতিদিন হাজার হাজার লোক এখানে Join করছে। আপনি যদি এখনো NeoBux এ অ্যাকাউন্ট না করে থাকেন। তাহলে আর ১০ মিনিট অপেক্ষা করুন। লেখাটি সম্পূর্ণ পরে তারপর Signup করুন।


কিভাবে আমি NeoBux থেকে আয় করতে পারি?
২ বছর আগে আমি প্রথম NeoBux সম্পর্কে জানি, প্রথমে আমিও ভাবতাম শুধুমাত্র ক্লিক করে টাকা আয় করা সম্পূর্ণ অসম্ভব। তখন আমি NeoBux সম্পর্কে তেমন জ্ঞান বা কিভাবে এর থেকে ভাল আয় করতে হয় এগুল কিছুই জানতাম না। তাই কিছুদিন পরে কাজ করা বন্ধ করে দেই। যাইহোক, কিছুদিন পরে আমি অনলাইন এ একটি লেখা পড়ি “কিভাবে NeoBux সঠিক ভাবে আয় করা যায়”

আপনি গুগল এ সার্চ করলে NeoBux সম্পর্কে অনেক লেখা পাবেন। অনেক রিভিউ পাবেন। তবে NeoBux এ কাজ করে টাকা আয় করতে হলে আপনাকে অবশ্যই একটি গাইড লাইন মেনে কাজ করতে হবে। নির্দিষ্ট লক্ষ নিয়ে কাজ করতে হবে।

ধাপ ১: শুরু করা।

কিভাবে আপনি NeoBux থেকে টাকা আয় করবেন?

NeoBux থেকে আয়ের তিনটি পদ্ধতি আছে:
১. আপনার ব্যক্তিগত কাজ viewing ads, doing mini-jobs, etc) থেকে আয়
২. RRS(Rented Referrals)থেকে আপনাকে দেওয়া কমিশন – ধাপ 3 এ পরে ব্যাখ্যা করব.
৩. DRS(Rented Referrals)থেকে আপনাকে দেওয়া কমিশন ধাপ 3 এ পরে ব্যাখ্যা করব.

আপনি কি পরিমান টাকা আয় করতে পারবেন?
নিয়ম মেনে কাজ করলে এবং লক্ষ নিয়ে কাজ করলে আপনি প্রতিদিন ৩০ মিনিট করে সময় বায় করে প্রতি মাসে কমপক্ষে ৩০০-৪০০ ডলার আয় করতে পারবেন। অবশ্যই এটি রাতারাতি হবে না। এর জন্য অনেক ধর্য্যের প্রয়োজন।

ধাপ ২: প্রথম দুই সপ্তাহ (একটি টার্গেট পুরন করতে হবে)
আমার মতে, প্রথম দুই সপ্তাহ হল সবথেকে গুরুত্বপূর্ণ সময়। সঠিক নিয়ম জানার অভাবে এই সময়ের মধ্যে অনেকেই কাজ ছেড়ে দিবে। কিন্তু আপনি যদি কাজ চালিয়ে জান তবে আমি আপনাকে ১০০% নিশ্চয়তা দিতে পারি আপনি সফল হবেন-ই।

প্রথম ১৫ দিনে, আপনি RRS কিনতে পারবেন না, তাই আপনার লক্ষ থাকবেঃ
প্রতিদিন একই সময় Ads গুলো Click করা। এবং
আপনার প্রথম $ 0.60 আয় করা। যাতে আপনি এই টাকা দিয়ে RRS কিনতে পারেন।

আপনি প্রথম ২ সপ্তাহেই অনেক টাকা আয় করতে পারবেন না।
15 days * approx. $0.04 / day = $0.60. $0.60 আয় করাই আমাদের প্রথম লক্ষ

১ম লক্ষ - $ 0.60 উপার্জন করুন।
আপনি mini job করে এক বা দুই দিনের মধ্যে ১ম লক্ষে পৌঁছতে পারবেন। কিন্তু RRs কিনতে আপনাকে ১৫ দিন অপেক্ষা করতে হবে এবং কমপক্ষে ১০০টি Ads View করতে হবে।

আপনি চাইলে অল্প পরিমান ইনভেস্ট করতে পারেন। কিন্তু আপনাকে NeoBux এর আসল মজা নিতে ১৫ দিন অপেক্ষা করতেই হবে।

ধাপ ৩: প্রথম RRS(Rented Referrals) কেনা (৩টি টার্গেট পুরন করতে হবে)

অভিনন্দন, আপনি এখন কিন্ডারগার্টেন থেকে প্রাথমিক এ উত্তীর্ণ হয়েছেন! হ্যাঁ অবশ্যই এটি বেশ ধর্য্যের ব্যাপার। অনেক মানুষ এই ১৫ দিনের আগেই নিরাশ হয়ে ফিরে যায়। কিন্তু আসল মজা এখন শুরু। চিন্তা করবেন না আপনি খুব ভাল ভাবেই আগাচ্ছেন।

একটু থামুন।

শর্তাবলী: “ফ্রী মেম্বার হিসেবে আপনাকে সব থেকে নিচের হলুদ রঙের ৪টি অ্যাড অবশ্যই প্রতিদিন ক্লিক করতে হবে অন্যথায় আপনার RRs থেকে কমিশন পাবেন না।”

Goal #2 - Rent 3 referrals by clicking the "Referrals" button on your account home page. 
Goal #3 - Turn on "AutoPay" within the Referrals->Rented menu.

(আমি যেই গাইড দেখে শুরু করছিলাম সেখানে লেখা ছিল)
"Referrals cost 0.30 a month to maintain. Instead of paying for the referral, they will pay themselves as long as autopay is on. You get one penny less from each referral, but they will be your referral as long as they are active. As a standard, you receive 0.005 per click from each RR."

আপনি যদি Autopay চালু রাখেন তাহলে আপনাকে আপনার RRs গুলো রিনিউ নিয়ে চিন্তা করতে হবে না।

তাছাড়া Autopay চালু রাখলে Neobux এর নিয়ম অনুযায়ী আপনি RRs রিনিউ এর উপর নির্দিষ্ট পরিমান ডিস্কাউন্ট পাবেন।

যদি আপনার RRs গুলো নিয়মিত কাজ করে তাহলে আপনি পাবেন।
3 RR * 4 RR-clicks at $0.005 each = $0.06 / day
Clicking ads assigned to you, still approx $0.04 / day
For a total of $0.10 / day.

আরো এক সপ্তাহের মধ্যে আপনি আরো ৩টি রেফারেল কিনতে পারবেন, এবং তখন আপনার প্রতিদিন আয় দাঁড়াবে $ 0.16
পরের সপ্তাহে আপনি আরো ৫টি রেফারেল কিনতে পারবেন এবং আয় দাঁড়াবে $ 0.26 প্রতিদিন (এখন আপনার ১১ RRS রয়েছে)
এক সপ্তাহ পরে আপনি আরো ১০টি রেফারেল কিনতে পারবেন এবং আয় দাঁড়াবে $ 0.46 প্রতিদিন (এখন আপনার ২১ RRS রয়েছে)
এবং ৪র্থ সপ্তাহ শেষে আপনার আরও ১৯ জন RRs কেনার মত Balance আপনার অ্যাকাউন্ট এ থাকবে। এখন আপনার মোট RRs থাকবে ৪০টি এবং প্রতিদিন আয় হবে $ 0.84
এভাবে চলতে থাকবে ...

আপনি প্রতিদিন আপনাকে দেওয়া অ্যাড গুলো ভিউ করেন যাতে পরের দিন আপনি আপনার ক্রয় করা রেফারেল থেকে টাকা আয় করতে পারেন।

টার্গেট # ৪ – ৩০০জন RRs না হওয়া পর্যন্ত এভাবে চালিয়ে যান।

হ্যাঁ এটা একটু সময় সাপেক্ষ কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি একটি নতুন ব্যবসা শুরু করেছেন তবে শূন্য মূলধন দিয়ে। আবার আপনি যতো রেফারেল কিনছেন আপনার উপার্জন ততো তারাতারি বাড়ছে। আপনি চাইলেই যেকোনো সময় আপনার টাকা Withdraw করতে পারেন তবে আমার মতে লক্ষ পুরন না হওয়া পর্যন্ত টাকা না উত্তলন করাই ভাল।

লক্ষ করুন, এখন আপনার আয় 300 RRs * 4 RR-clicks at $0.005 per click = $6/day

টার্গেট-৫ -- $90 আয় করা।

৩০০টি RRs হওয়ার পর আপনি রেফারেল কেনা বন্ধ করুন এবং টাকা জমাতে থাকুন। যখন আপনার ৩০০টি RRS রয়েছে তখন আপনার $90 করতে সময় লাগবে মাত্র ২ সপ্তাহ।

ধাপ ৪: "গোল্ড মেম্বার হওয়া!" (২টি target সম্পন্ন করতে হবে)

এখন আপনি, আপনি এখন রেফারেল ক্রয় বন্ধ করে গোল্ড মেম্বার হওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।
কেন গোল্ড মেম্বার হবেন?
কারন, গোল্ড মেম্বার হলে আপনার সব ধরনের আয় দ্বিগুণ হয়ে যাবে।

ধাপ ৫ – গোল্ড মেম্বারে অ্যাকাউন্ট আপগ্রেড

লক্ষ করুন
Here is your income before Golden:
300 RRs * 4 RR-clicks at $0.005 per click = $6.00 per day (plus DR-clicks and your personal clicks)

Here is your income after you go Golden:
300 RRs * 4 RR-clicks at $0.01 per click = $12.00 per day (plus DR-clicks and your personal clicks)

  • শেষ কথা

আপনি যদি আপনার সাফল্যের বাপারে প্রতিশ্রুতিবদ্ধ থাকেন তবে আপনি অবশ্যই সাফল্য অর্জন করতে পারবেন। এই গাইড টি যদি আপনার জীবনে সামান্য উপকার হয়। তাহলে আমার লেখা সার্থক। আমার জন্য দোয়া করবেন। বর্তমানে আমি একটি জাতীয় পত্রিকায় কাজ করছি পাশাপাশি আমার নিজের গড়া ব্যবসা চালিয়ে যাচ্ছি।
কারো কিছু জানার থাকলে আমাকে ফোন করতে পারেন।
মোবাইলঃ ০১৭৩৭১৬৪৮৩৮।
Skype: mahedi9393
আর যেকোনো সময় আমার সাথে দেখা করতে চাইলে ঢাকা শ্যামলীতে এসে ফোন দিলেই হবে। ইনশাল্লাহ আর কিছু না হোক এক কাপ চা খাওয়াতে পারবো।

Click here To Signup Under me

 

ফ্রিলান্সিং এ হাতেখড়ি – Beginner To Pro [পর্ব-২]

Level 0

আমি মেহেদী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এরপর microworkers dot com সম্পর্কে জানতে চাই।

    @biplob roy: ইনশাল্লাহ পর্যায়ক্রমে ছোট থেকে বড় সবগুলো নিয়েই আলোচনা করব।

Level 4

মাসে কমপক্ষে ৩০০-৪০০ ডলার আয় করতে কত সময় লেগেছে ভাই?

    @monzur: উপরোক্ত নিয়মে কাজ করলে কমপক্ষে ৪ থেকে ৫ মাস সময় লাগবে, যদি কাজ হয় আরকি।

      @জুবায়ের আহমেদ: 😀 আপনি যদি নিয়মিত কাজ করেন তাহলে আরও আগেই Target Achieve করতে পারবেন। আর যদি টিম হয়ে কাজ করেন তাহলে আরও সুবিধা।

      @জুবায়ের আহমেদ: আর আপনার যদি রেন্টাল ব্যাল্যান্স না থাকে তাহলে আপনার মেইন ব্যাল্যান্স থেকে টাকা কাটবে। এই ক্ষেত্রে আরও মজা হল, আপনি প্রতিটি অ্যাড ক্লিক করলে ১টি করে নিও পয়েন্ট পাবেন এই পয়েন্ট দিয়েও আপনি আপনার রেফারাল রিনিউ করতে পারবেন।

    @monzur: আমার লেগেছে প্রায় ২ বছর। কারন আমি এই ধরনের গাইড পেয়েছি অনেক পরে। তবে গাইড পাওয়ার পরে মাত্র ৩ মাসের মত সময় লেগেছিল।

      @মেহেদী: ভাই আমি ক্লিক করার পর বলে যে আমার আইপি দিয়ে অলরেডি কেউ ভিউ করসে। এমন টা হওয়ার কারন কি??

        @জুবায়ের আহমেদ: বাংলাদেশের আইপি এর অবস্থা ত জানেন-ই। আপনি কোন একটা VPN সফটওয়্যার ব্যবহার করতে পারেন। আমার মতে Cyberghost best.

          @মেহেদী: ভাই ডাউনলোড লিঙ্ক টা দিবেন? আমি ব্রডব্যান্ড ইউজার।

        @জুবায়ের আহমেদ: http://www.cyberghostvpn.com/en_us/download/windows

          @মেহেদী: ডাউনলোড করলাম।
          আর একটা বিষয় জানার ছিল যে রেন্টাল রেফার রিনিউ করতে মাসে কত খরচ পরবে আর ডলার কি রেন্টাল রেফার ফান্ডে এড করে দিতে হবে নাকি অটো মেইন ব্যালেন্স থেকে কেটে নিবে।

        @জুবায়ের আহমেদ: রেন্টাল রেফারেল রিনিউ করতে আপনার মাসে 0.30$ খরচ হবে। তবে আপনি যদি অটো রিনিউ চালু রাখেন তাহলে রেন্টাল রেফারেল রিনিউ নিয়ে ভাবতে হবে না। তারা নিজেদের বিল নিজেরাই পরিশোধ করবে। মানে আগে আপনি তাদের থেকে প্রতিদিন 0.06$ করে আয় করতেন আর অটো রিনিউ চালু রাখলে পাবেন 0.05$। আর এক্ষেত্রে সুবিধা হল তারা যদি একদিন ক্লিক না করে তাহলে আপনি যেমন তাদের থেকে টাকা আয় করবেন না ঠিক তেমন ভাবে তাদের জন্য ঐদিন আপানার থেকে কোন টাকাও নেওয়া হবে না।:D

          @মেহেদী: ভাই । 0.30$ এটাকি প্রতি রেফারেল এর জন্য কাটবে নাকি নাকি আমি যদি ১০ টা রেফারেল নেই সেই ১০ টা রেফারেল এর জন্য 0.30$ কাটবে?

        @জুবায়ের আহমেদ: আর আপনার যদি রেন্টাল ব্যাল্যান্স না থাকে তাহলে আপনার মেইন ব্যাল্যান্স থেকে টাকা কাটবে। এই ক্ষেত্রে আরও মজা হল, আপনি প্রতিটি অ্যাড ক্লিক করলে ১টি করে নিও পয়েন্ট পাবেন এই পয়েন্ট দিয়েও আপনি আপনার রেফারাল রিনিউ করতে পারবেন।

        @জুবায়ের আহমেদ: @জুবায়ের আহমেদ: আপনার ৩টি রেফারেল কিনতে খরচ পরবে 0.60$
        ৫টি রেফারেল কিনতে পরবে 1$
        ১০টি রেফারেল কিনতে পরবে 2$
        আর প্রতিটি রেফারেল রিনিউ করতে খরচ পরবে 0.30$
        আপনি যদি নিও পয়েন্ট দিয়ে রিনিউ করেন তাহলে কোন খরচ পরবে না।
        আপনি যদি অটো রিনিউ চালু রাখেন তাহলে হয়ত ৩ মাসে একবার রিনিউ করতে হবে।

          @মেহেদী: ধন্যবাদ ভাই এটাই জানতে চাচ্ছিলাম।

          @মেহেদী: ভাই নিও পয়েন্ট দিয়ে রিনিউ করবো কিভাবে? আর এর জন্য কি অটো অপশন চালু রাখতে হবে

          @মেহেদী: নিও পয়েন্ট দিয়ে রিনিউ এর সিস্টেম টা একটু ভিন্ন। আমার হিসাব মতে আপনার যদি কমপক্ষে ২০০০ নিও পয়েন্ট না থাকে তাহলে Auto Renew চালু রাখেন। আপনার যখন ২০০০ নিও পয়েন্ট হবে তখন আপনি অটো রিনিউ বন্ধ করে দিন এবং নিও পয়েন্ট দিয়ে রিনিউ করতে থাকুন। নাহলে আপনার ডলার লস হবে।

          @মেহেদী: ভাই নিও পয়েন্ট কত হইসে এইটা বুঝবো কিভাবে??

এমন কতগুলো টিউনের কারনেই টেকটিউন্স আমার সবচেয়ে ভালো লাগে।

    @মেহেদী হাসান আকাশ: সহমত। অনেক দিন পর গোছানো একটা টিউন পেলাম।

earn korar por taka withdraw korar system ta janate parle upokrito hotam…..

    @হারুনুর রশিদ: আর ডলার কে টাকায় রূপান্তরের জন্য তো আমি আছি-ই।

টাকা আয় করার পরে আপনি আপনার Paypal অথবা Payza Account এ টাকা উত্তোলন করতে পারবেন।

    @মেহেদী</a আপনার মেইল আইডিটা কী দেওয়া যাবে…? পিটিসি বিশ্বাস হয়না, তবে আপনার টিউন দেখে লগিন করলাম।এই বিষয়ে আপনার সাহায্য দরকার।

      @মাহমুদ কলি।: আপনি আমার সাথে Skype এ যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ সাধ্য মত চেষ্টা করব।

ভাই আইপি টা ঝামেলা করতাসে আর সাইবার ঘোস্ট ও কাজ করতাসে না

    @জুবায়ের আহমেদ: যদি মডেম হয় তাহলে Disconnect করে আবার connect করুন।IP পরিবর্তন হয়ে যাবে।

Level 0

মেহেদি ভাই , অনে——————————-ক ধন্যবাদ , আমি NeoBux এর একজন নতুন সদস্য , প্রচন্ড আগ্রহ নিয়ে কাজ শুরু করেছি । ভাল দিক গাইডলাইনের অপেক্ষাই ছিলাম । অবশেষে পেলাম । অসংখ্য ধন্যবাদ। মাঝেমাঝে জালাতন করব । যদি বিরক্ত না হন । ……………………………… রাশেদ, জামালপুর

    @rashed879: আমাকে একটু জ্বালাতন করে যদি আপানার বড় কোন উপকার হয় তাহলে জ্বালাতনই ভাল। 😀

ভাই সত্য বলতে অনেক পিটিসি সাইতে কাজ করসি কিন্তু আজ পর্যন্ত পাই নাই কিন্তু আপনার টিউন দেখে আবার উৎসাহিত হয়ে আপনার রেফারেই কাজ শুরু করসি। ভাই মাঝে মধ্যে কন সমস্যা হলে আপনাকে বিরক্ত করবো।
ভাই ৩০০ RRs এ মাসে আয় হবে প্রায় ১৮০$ আর রিনিউ করতে তো অর্ধেক ই কেটে নিবে তাই না।
যদি ও ৩০ ডলার মাসে বিশাল ব্যপার।

    @জুবায়ের আহমেদ: আপনি অটো রিনিউ চালু রাখলে আপনার Balance থেকে কোন টাকা কাটবে না। মানে আপনার রেফারেল নিজেরাই তাদের বিল পরিশোধ করবে। আবার যেদিন তারা ক্লিক করবে না সেদিন Neobux আপনার থেকে কোন টাকা কাটবে না। এগুলো সবই হবে যদি আপনি অটো রিনিউ চালু রাখেন।তাই অটো রিনিউ অবশ্যই চালু রাখতে হবে।

      @মেহেদী: ওকে ভাই দেখি কাজ করে টাকা পাইলেই হয়। আমার নেটলারের একাউন্ট ও কার্ড আছে তাই আমার জন্য সুবিধা হবে।

        @জুবায়ের আহমেদ: শুরু করেন ভাই। ইনশাল্লাহ সফল হবেন। আর কোন সমস্যা হলে বলবেন আমি সাধ্য মত চেষ্টা করব আপনাদের সাহায্য করার।

Level 0

ধন্যবাদ চমৎকার একটা টিউন এর জন্য । আমি গুগল সার্চ করে দেখলাম যে এই সাইটটি আদৌ স্ক্যাম কিনা। ওইখানে একটা জিনিষ খেয়াল করলাম । রেন্টাল রেফারেল এ খুব একটা ইনকাম করা যায় না। এটা তারা অটো বুট ইউস করে । যার জন্য রেন্টাল রেফারেল দিয়ে তেমন কেও ইনকাম করতে পারে নি । আপনি একটু বলবেন আপনার রেন্টাল রেফারেল গুলো ঠিক মতো কাজ করে???? ধন্যবাদ

    @rifatsmile: ধন্যবাদ আপনার টিউমেন্টস এর জন্য। আপনার সার্চ থেকে পাওয়া কিছু তথ্য এখানে উপস্থাপন করলে আরও খুশি হতাম। যাই হোক আমি ব্যক্তিগত ভাবে যেটা মনে করি সেটা হল Neobux থেকে ভাল আয় করতে হলে অবশ্যই আপনাকে রেফারেল রেন্ট করতে হবে। কারন যেকোনো পিটিসি সাইট থেকে আয়ের প্রধান উৎস আপনার Downline. কিন্তু এই Downline তৈরি করা বেশ সময় এবং কষ্টসাধ্য। তবে Neobux এর সবথেকে মজার ব্যাপার হল আপনি আপনার Downline ভাড়া নিতে পারবেন। এবং যারা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার রেফারাল হিসেবে কাজ করবে। আর রেন্টাল রেফারাল এর যে ব্যাপার টা সেটা হচ্ছে এখানে কিছু নিয়ম জানা প্রয়োজন এবং হিসাব করা প্রয়োজন। যেমন সব রেফারাল সব সময় একটিভ থাকে না। তাই তাদেরকে ম্যানুয়ালি রিসাইকেল করতে হয়। এই বিষয় নিয়ে আমি খুব শীঘ্রই একটি টিউন করব ইনশাল্লাহ।

ভাই TOR ইউস করলে কি আইপির সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে ?? নিও বাক্সে অনেকদিন আগে একাউন্ট খুলেছিলাম , কিছুদিন কাজও করেছি , কিন্তু পরে আর করি নাই ! এটা প্রায় ২ বছর আগের কাহিনী ! তো আগের আইডি দিয়ে কি কাজ চালানো যাবে ??

    @Ashikur Rahman Tomal: TOR ব্রাউজার ব্যবহার করে Neobux এ কাজ করা সম্ভব নয়। কারন TOR বেশ কিছু জিনিস সাপোর্ট করেন না। প্রথমেই যেটা বলবো সেটা হল ফ্ল্যাশ। ফ্ল্যাশ না কাজ করলে আপনি Neobux এ কাজ করতে পারবেন না। আইপি এর সমস্যা এড়াতে আপনি যেকোনো VPN সফটওয়্যার ব্যবহার করতে পারেন। আর আপনার অ্যাকাউন্ট নিয়মিত একটিভ থাকলে Neobux আপনার আইপি ফিল্টার বন্ধ করে দিবে মানে তখন আর আইপি এ সমস্যা থাকবে না। আর পুরাতন অ্যাকাউন্ট এ অবশ্যই কাজ করা যাবে যদি সেটি সাসপেন্ড না হয়। Neobux এর নিয়ম অনুযায়ী কোন অ্যাকাউন্ট এ একটানা ৬০ দিন লগিন না হলে সেটি তারা পার্মানেন্ট ভাবে সাসপেন্ড করে। তখন আর ওই অ্যাকাউন্ট এর কোন অস্তিত্ব থাকে না।

      @মেহেদী: ভাই আজকে নিও বাক্স এ ৫ ডলার ইনভেস্ট করলাম আর ১ ডলার দিয়ে ৫ টা RRf কিনলাম ও অটো পে চালু করসি। কিন্তু অখানে অটো রিনিউ একটা অপ্সহন দেখলাম সেতা কি চালু করে দিতে হবে এক্তু জানালে খুশী হতাম

        @জুবায়ের আহমেদ: এটা সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার। দুইটি অপশন এর দুই ধরণের সুবিধা রয়েছে। আমার মতে যাদের RRs 600 এর নিচে তাদের অটো রিনিউ চালু না রাখাই ভাল। তবে অটো পে সবার জন্য চালু রাখাই ভাল। আর বাকী ৪ ডলার কি করলেন ভাই?

          @মেহেদী: ভাই একটা জিনিস বুঝলাম না ১ ডলার দিয়ে কেনার পর ৪ ডলার থাকার কথা কিন্তু আমার আছে $3.994, কারন টা বুঝতে পারলাম না।
          বাকিটা এখান থেকে আর ১ ডলার দিয়ে ৫ টা রেফারেল কিনবো আর বাকি টা রেখে দিবো রিনিউ করবার জন্য।

        @জুবায়ের আহমেদ: আমি তো কখনো সরাসরি ইনভেস্ট করিনি ভাই। আবার কখনো রেন্টাল ব্যালেন্স এও ডলার ট্রান্সফার করিনি।হয়ত ভুলে এমনটা হয়েছে। যাইহোক আপনি যদি মনে করেন আপনার ক্ষতি হয়েছে তাহলে একটা Support Ticket খুলতে পারেন।অথবা লাইভ চ্যাট করে তাদের সাথে আলাপ করে দেখতে পারেন। আর আপনি যদি অটো পে চালু রাখেন তাহলে রিনিউ নিয়ে চিন্তা করতে হবে না। শুধু আপনার রেফারাল গুলো ঠিকভাবে Maintain করুন তাদের বিল তারা নিজেরাই পে করে দিবে :D।

          @মেহেদী: ভাই একটা সমস্যা হচ্ছে আমি প্রতিদিন এড ক্লিক করতেসি কিন্তু তারা বার বার এটা বলতেসে
          আর আজকে আমি কোন রেন্টাল ব্যালেন্স ও পাই নাই
          You haven’t viewed any advertisements today.
          You must view advertisements if you wish to receive from your referrals tomorrow.
          For more information, consult point 3.7 of our terms of service.

        @জুবায়ের আহমেদ: আপনি হয়ত একটা ব্যাপার ভুলে গিয়েছেন। সেটা হল প্রতিদিন আপনাকে হলুদ রঙের ৪টি অ্যাড অবশ্যই অবশ্যই অবশ্যই ভিউ করতে হবে। নয়তো আপনি আপনার DRs এবং RRs দের থেকে কোন প্রফিট করতে পারবেন না।আপনি যখন হলুদ ৪টি অ্যাড ভিউ করবেন তখন “You haven’t viewed any advertisements today.
        You must view advertisements if you wish to receive from your referrals tomorrow.
        For more information, consult point 3.7 of our terms of service.” এই লেখাটি আর থাকবে না।

ভাই আমি হলুদ রঙ এর ৪ টা এড প্রতিদিন সবার আগে ক্লিক করি তারপর ও এটা দেখাচ্ছে কিছুই বুঝতে পারতেসি না। আর আমি প্রতিদিন সকাল ৯ টা থেকে ১০ টার মধ্যে ক্লিক করি।

    @জুবায়ের আহমেদ: আপনি কি আপনার current server time এবং ad reset time টা আমকে একটু বলবেন!

      @মেহেদী: ভাই
      Your advertisement clicks reset at 05:40
      The current server time is 2014/11/18 01:06
      এইটা

        @জুবায়ের আহমেদ: হুম যেকোনো একদিন আপনাকে দুইবার হলুদ অ্যাড ক্লিক করতে হবে। নয়তো একদিন কোন ক্লিক করা যাবে না।আপনার অ্যাড রিসেট হবে ভোর ৬ টা বাজে। এখন কি করবে আপনার ব্যাপার। 😀

        @জুবায়ের আহমেদ: কষ্ট থেকে যদি দারুন কিছু হয় তবে কষ্টই ভাল। 😀

mini job ki?

    @লিমন: মিনি জব হল Neobux এর আরেকটি Earning Opportunity যেখানে আপনি ছোট ছোট survey করে আয় করতে পারবেন।

      @মেহেদী: ভাই ক্লিক তো করলাম এড মাত্র একবার ই আসে পরে উনাদের সাথে যোগাযোগ করলাম মেইল করলাম তারা এই মেইল টা দিসে Please follow the instructions below:
      1. View only 2 orange advertisements from 05:40 AM (Wednesday) to 10:59 AM (Wednesday) at your local time.
      2. View the other 2 orange advertisements from 11:00 AM (Wednesday) to 4:59 AM (Thursday) at your local time.
      3. Now start and keep viewing the 4 orange advertisements every day ONLY from 11:00 AM to 4:59 AM at your local time.
      ভাই এটার কিছুই বুঝি নাই একটু বুঝায়া বলবেন??

        @জুবায়ের আহমেদ: কিছুই করতে হবে না ভাই। আপনি আগামীকাল সকাল ১১ টার আগে কোন হলুদ অ্যাড ক্লিক করবেন না তাহলেই হবে।যদি আজকে অলরেডি ক্লিক করে থাকেন। তাহলে এই কাজটি শুক্রবার দিন করবেন।মানে একদিন কোন ক্লিক করা যাবে না।

          @মেহেদী: ভাই ঠিক হইলো না তো এটা এখন ও দেখাইতাসে
          You haven’t viewed any advertisements today.
          You must view advertisements if you wish to receive from your referrals tomorrow.
          For more information, consult point 3.7 of our terms of service.

        @জুবায়ের আহমেদ: hmmm এখন ঠিক আছে। এখন হলুদ অ্যাড আসা পর্যন্ত অপেক্ষা করুন। হলুদ ৪টি অ্যাড এ ক্লিক করলেই ওই লেখা চলে যাবে।

          @মেহেদী: ভাই এখন ও কাজ হইতেসে না। কিছু মনে না করলে আপনাকে এখন কল দিতে পারি ভাই

        @জুবায়ের আহমেদ: দিন।

@মেহেদী:

Level 0

Click reset at 23:34
current server time 12:00
Ami kokhon click korbo vai ?

@মেহেদী: IP সমস্যার কি কোন স্থায়ী সমাধান আছে । বার বার মডেম না খুলে । Cyberghost ডাউনলোড করেছি কিন্তু এটা কিভাবে ইউজ করতে হয় একটু বলবেন প্লিজ । আমি ইন্সটল করেছি কিন্তু ইউজ করতে পারছি না । আর আপনার ইমেল এড্রেসটি কি দেয়া যাবে ???

@Tufan Hossain: IP সমস্যার স্থায়ী সমাধান করতে হলে আপনাকে Dedicated Internet Line ব্যবহার করতে হবে। আর দয়া করে Neobux এ কোন ধরনের Proxy/VPN ব্যবহার করবেন না। বর্তমানে Cyberghost neobux system Detect করে ফেলছে তাই সাবধান। ইমেইল এ যোগাযোগ না করে Skype এ যোগাযোগ করলে সবথেকে বেশি খুশি হব। sykpe name= mahedi9393। চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন। facebook.com/beafreelancer

ভাইয়া কিভা‌বে RRS ভাড়া কর‌বো