অনলাইনে যে সাত ধরনের লোক আপনার ক্যারিয়ারের জন্য হুমকি সরূপ

আনলাইন আয়, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং ইত্যাদি শব্দগুলো সাধারন মানুষের কাছে খুব জনপ্রিয় । কেউ পেশা হিসেবে নেয়ার আশায় আবার কউ নিজের চাকুরী, পড়াশুনা, ব্যবসা ইত্যাদির পাশাপাশি বাড়তি কিছু আয় এর উৎস তৈরি করার জন্যই  অনেক  সপ্ন নিয়ে এই সেক্টরে আসে । বেশিরভাগক্ষেত্রেই বিভিন্নভাবে ঠকে  টাকা পয়সা খরচ করে তারপর বুঝতে পারে যে সঠিক পথ  আসলে কোনটি । মানুষের প্রথম পর্যায়ের এই না জানার দুর্বলতাকে কাজে লাগিয়ে একদল বিপথগামী  মানুষ নিজেদের স্বার্থ হাসিল  করে । এই ধরনের মানুষগুলো আপনার ক্যারিয়ারের জন্য হুমকি সরূপ । এই ধরনের মানুষগুলো আপনার সময়, অর্থ সবকিছুই নষ্ট করবে । এমনকি আপনার চলার পথেও বাধা সৃষ্টি করবে ।

১. যারা আপনাকে রাতারাতি লাক্ষ লাক্ষ টাকা উপার্জনের সপ্ন দেখাবে । আপনি  যদি কার কাছ থেকে টাকা উপার্যন করতে চান অবশ্যই মনে রাখবেন তাকে এর চেয়ে ডবল উপার্জনের সেবা দিতে  হবে । বাস্তব জীবনে লাক্ষ লাক্ষ টাকা  কামানো যত কঠিন ,  অনলাইনে তার চেয়েও বেশি কঠিন ।এর কারন  হচ্ছে এখানে আপনাকে প্রতিযোগীতা করতে হবে সারা বিশ্বের সাথে ।

২. যারা আপনাকে রাতারাতি কাজ শিখিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিবে । যেকোন কাজ শেখাটা অনেক সহজ কিন্তু সেই কাজে প্রফেশনাল হওয়া এত সহজ না । যেমন - আপনাকে আমি এক ঘন্টায় ওয়েবসাইট তৈরি করা শেখাতে পারি । কিন্তু এই বিষয়ে প্রফেশনাল হতে গেলে আপনাকে কমপক্ষে দুই বছর শিখতে হবে ।

৩. যারা নেতিবাচক  মানসিকতার ।  যেমন - সারাদিন বলতে  থাকে  এই কাজটা সম্ভব না , এইটা ভাল  না , ওইটা ভাল  না , ঐ লোকের এই সমস্যা  ।  এরকম নেতিবাচক মানুষিকতার লোক আপনাকে  কোনদিন সফল হতে  দেবে না । এরা সবসময় আপনার কাজের মনোবলকে কমিয়ে দিবে । ব্যক্তিগত জীবনেও এই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন । এরা খুটে খুটে  সব বিষয়ের খারাপ  দিকটাই বের করবে ভাল দিক গুলি এড়িয়ে যাবে  ।

৪. অকৃতজ্ঞ লোক । যারা উপকার  করার পরও আপনাকে ধন্যবাদ জানাতে ভুলে যায় । আবার প্রয়োজনের সময় ঠিকই হুজুর হুজুর করবে  । এই ধরনের লোক  এক সময় আপনার জন্য বিপদজনক হয়ে উঠবে । কারও ধন্যবাদ পাওয়ার আশায়  কেউ উপকার করে না,  কিন্তু যার এই সামান্য সৌজন্যবোধটুকু নেই , কোন কারনে  যদি  আপনি তার উপকার করতে না পারেন অথবা তার স্বার্থ শেষ হয়ে যায়  নিশ্চিত সে আপনার সম্বন্ধে উল্টা পাল্টা বলবে ।

৫.যারা নিজেরাই নিজেদের এক্সপার্ট বলে পরিচয় দেয় ।  সত্যিকারের এক্সপার্টরা কখনও নিজেদের এই বিষয়ে এক্সপার্ট  ঐ বিষয়ে এক্সপার্ট ইত্যাদি বলে বেড়ায়  না । যারা অতি উৎসাহী হয়ে নিজেদের এক্সপার্ট বলে দাবী করে মনে রাখবেন তাদের মধ্যে সমস্যা আছে । বাংলাদেশে অনেক বড় বড় এক্সপার্ট আছে যাদের আপনি  চিনেনও  না ।  যারা দিনে একবারও ফেসবুকে  আসার সময় পায় না । তারা  নীরবে তাদের কাজ করে যাচ্ছে ।

৬. যারা আপনাকে যা পাওয়ার কথা তার থেকে  অনেক বেশি দিতে চাইবে । এই বিষয়টা ভাল বুঝবেন হোস্টিং কোম্পানীর বিভিন্ন রকম অফার দেখলে । যেই সার্ভিসটা আপনার তিন হাজার টাকায় পাওয়ার কথা  সেই সার্ভিসটা একহাজার টাকায়ও অফার  করে । তার মানে হচ্ছে এখানে অন্য কোন বিষয় আছে ।দেখবেন যে পরে এমন বিপদে পড়ছেন যে এর তিনগুন  টাকাও দিতে হবে কষ্ট করবেন ফাউ । এইটা সব ক্ষেত্রেই সত্যি ।

৭.অস্থির টাইপের লোক ।  এরা যেকোন কাজে অতিরিক্ত  উৎসাহ দেখাবে , বাস্তবতা না বুঝেই দুনিয়া উ্ল্টাইয়া ফেলবে । আবার দুইদিন পরেই  সব শেষ। যারা যুক্তি দিয়ে বিচার বিবেচনা না করে, বাস্তবতা না বুঝে যেকোন কাজে বেশি  উৎসাহ দেখায়, দুদিন পর তারাই আবার বিভিন্ন রকম নেতিবাচক কথা বলা শুরু করে ।

অনলাইনে যারা দীর্ঘ দিন আছেন তারা এরকম অনেক লোকের সম্বন্ধে অভিজ্ঞতা আছে । যারা নতুন তাদের প্রতি পরামর্শ থাকবে এদের কে  যতটা সম্ভব এড়িয়ে চলার । ধন্যবাদ

বাংলাদেশে সবচেয়ে বড় ওয়েব রিসোর্স ওয়েবসোর্স এ আপনাকে স্বাগতম

Level 0

আমি Onno Vinno। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Always think different and do different


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thnx Bro for this tips

    Level 0

    @যুবাইর আহমাদ: wc । মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ

This is great tune. I like it very much. Thanks a lot for such kind of tune.