অনেক তো স্যোসাল মিডিয়া মার্কেটিং জানলেন এবার জেনে নিন হাতে কলমে শিখবেন কোথায়…??

আগে একটু প্যাঁচাল পাইরা নেই... তারপর আসল বিষয় এ গেলে মনে হয় নতুনদের বুঝতে সুবিধা হবে........

স্যোসাল মিডিয়া মার্কেটিং :

স্যোসাল মিডিয়া মার্কেটিং হচ্ছে ব্যক্তিগত, ক্ষু্দ্র ব্যবসা, বৃহৎ ব্যবসা এবং অলাভজনক প্রতিষ্ঠানের সমন্বিত প্রচার মাধ্যম প্রক্রিয়া। সমন্বিত মার্কেটিং যোগাযোগ হচ্ছে একটি অসাধারন মাধ্যম যার মাধ্যমে খুব সহজেই কোন প্রতিষ্ঠানের টার্গেট মার্কেটে তাদের পন্য সম্পর্কে প্রচার করা যায়। সমন্বিত মার্কেটিং যোগাযোগের প্রধান উপাদান হচ্ছে এ্যাডভার্টাইজিং, ব্যক্তিগত বিক্রয়, পারস্পরিক সম্পর্কোন্নয়ন, প্রচার, সরাসরি মার্কেটিং এবং সেলস প্রমোশন।

স্যোসাল মিডিয়া মার্কেটিং প্রোগ্রাম সাধারনত পাঠক বা ব্যবহারকারীকে আকর্ষন বা উদ্বুত করে কোন তথ্য অন্যদের সাথে স্যোসাল মিডিয়ার মাধ্যমে জানাতে। একটি ব্যবসায়ীক বার্তা ব্যবহারকারী থেকে ব্যবহারকারীর কাছে পৌছে যায় এর দ্বারা। শুধু তাই নয়, এটি অন্য সকল এ্যাডভার্টাইজিং মাধ্যম থেকে অধিক কার্যকর। স্যোসাল মিডিয়া মার্কেটিংকে প্রকাশ করা হয় SMM(Social Media Marketing) বা SMO(Social Media Optimization) এর মাধ্যমে।

আয় সম্পর্কিত কথা (আসল কথা):

এতক্ষন আমরা জানতে পারলাম স্যোসাল মিডিয়া মার্কেটিং সম্পর্কিত বিভিন্ন তথ্য। এখন আমরা জানতে চাই এর মাধ্যমে কিভাবে টাকা আয় করা সম্ভব। আসলে স্যোসাল মিডিয়া যেমন অনেকগুলো এ্যাপ্লিকেশনের সমন্বিত মাধ্যম তেমনি এর মাধ্যমেও আপনি বিভিন্ন ভাবে আয় করতে পারেন। যেমন : আউটসোর্সিংয়ের মাধ্যমে আপনি আয় করতে পারেন, মাইক্রো জব সাইটগুলোর মাধ্যমে, ফিক্সড প্রাইস অফার সাইটগুলোর মাধ্যমে, শুধুমাত্র ফেসবুক পেজের মাধ্যমে, টুইটারের মাধ্যমে ইত্যাদি।

আউটসোর্সিংয়ের মাধ্যমে : আপনি ওডেস্ক, ফ্রিল্যান্সার ইত্যাদির মাধ্যমে বায়ারদের স্যোসাল মিডিয়ার কাজ করতে পারেন।

মাইক্রো জব সাইটগুলোর মাধ্যমে : মাইক্রোওয়ার্কার্স,জববয় ইত্যাদি ওয়েবসাইটের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র স্যোসাল নেটওয়ার্কিংয়ের কাজগুলো করতে পারেন।

ফিক্সড প্রাইস অফার সাইটগুলোর মাধ্যমে : আপনি ফিভারার, জিগবাক্স ইত্যাদির মাধ্যমে ৫ থেকে ৫০ ডলারের বিনিময়ে স্যোসাল মিডিয়া মার্কেটিং কাজ করতে পারেন।

ফেসবুক পেজের মাধ্যমে : আপনি আপনার তৈরী ফেসবুক পেজের মাধ্যমেও আয় করতে পারেন। তবে সেই পেজে সর্বনিম্ন ফ্যান থাকতে হবে ৫০০০+ এক্ষেত্রে সেই পেজে আপনি আপনার নিজস্ব পন্য বা এ্যাফিলিয়েট পন্যের (ইবে,এ্যামাজন,ক্লিকব্যাংক,সিজে ইত্যাদি) এ্যাড, থার্ড পার্টি কোম্পানীর ব্যানার এ্যাড প্রদর্শন, বিভিন্ন অফার প্রদানের মাধ্যমে আপনি huge  আয় করতে পারেন

টুইটারের মাধ্যমে : কিছু কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো শুধুমাত্র তাদের পন্যের গুনাগুন টুইট করার জন্য টাকা দিয়ে থাকে। সেক্ষেত্রে আপনার টুইটার একাউন্টে ৫০০+ ফলোয়ার থাকতে হবে। এরকম একটি সাইট হচ্ছে স্পন্সরডটুইটস।

অনেক তো থিউরিটিক্যাল জানলেন এবার প্র্যাক্টিক্যাল কোথায় শিখবেন SMM and SEO :

বাংলাদেশে অনেক সোসাল মিডিয়া মার্কেটিং টেনিং কোর্স দিয়ে থাকে যাদের লিস্ট নিচে দিলাম......

1) http://www.basis.org.bd/index.php/training/detail/124
2) http://advanceitcenter.com/courses/
3) http://mrfaruque.com/seo-training-in-bangladesh.php
4) http://skilledhome.com/outsourcing-training-in-bangladesh/
5) http://www.webartbd.com
6)http://www.nanoitworld.com/seo-course-content.php
7)http://fortunetech.com.bd/seo-course/
8) http://www.training.outsourcingwall.com/smm.php
9)ADCOM LTD
 10)UNITREND LTD (A MCCANN ERICKSON AFFILIATE)
11)Creative IT Institute Bd

এই তো মাথা খারাপ করে দিলেন ভাই, কোন টা চয়েস করি............

প্রতিটা লিঙ্ক এ গিয়ে দেখতে পারেন কি অবস্তা আর কি কি সুবিধা দিবে...

মনে হইছে বেসিস ভালো কিন্তু ক্রিয়েটিভ আপনার জন্য সব চেয়ে ভাল হবে কারন হিসাবে বলব এখানে ক্লাস নিবে...

Md Ekram—যাকে সবাই চিনেন তাই বিশেষণ দিলাম না...

Refat Rafi—………………………(জেনেসিস ব্লগ এর আলেক্সা রাঙ্কিং বাংলাদেশে ২১৯, যার জন্য...............)

Tanjin Akter—………………আরেক বস actually feminine Hobe kore niyen

Hbibur Rahman Dipu……….jee  email marketing ar SMM guru now in bd

ভাল শিখতে পারবেন মনে হয়.....................................................................

আর একটা কথা ক্রিয়েটিভ তে সম্ভবত এই বৃহস্পতি বার থেকে নতুন batch open হতে চলছে এবং কোর্স ফি আমার জানা মতে ১৫০০০ থেকে ১৩০০০ টাকা করা হয়েছে যদি ২ টা এক সাথে করেন (SEO & SMM)... আমি ওদের ওয়েবসাইট থেকে ফোন করে জানলাম সিট সংখ্যা সীমিত ...

Path Dekhalam  টাকা কামাবেন আপনি তা হলে আমি ক্যন জাইগা আছি  যাই ঘুমাই…………

So be serious and hurry up if learn SEO and SMM practically…….

je kono problem ae mail korte paren [email protected]

Level 0

আমি রুহান রুহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভালো লাগলো টিউনটা পড়ে। এসইও এর কাজ আমি ও করি। আজকাল অনেক কঠিন হয়ে গেছে এসইও। যারা সরাসরি এসইও করেন আশা করি বুঝতে পারবেন।

    @ভাস্কর বনিক
    SEO strategy is changing always that’s why we need to updated every time to time and watching carefully for hold better position to compete other.Thanks for your comment…….