Forex এ আমি আমার নিজের বস, আপনিও হউন আপনার বস !!

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ভালই আছিআবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন কিছু নিয়ে এবার আসুন শুরু করি…

আপনি কেন Forex Trading করেন? এর কারন হতে পারে কয়েকটি। ১ম কারণ, আপনি ঘরে বসে স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করেন। ২য় কারণ, অন্যান্য অনলাইন বা অফলাইন জবের থেকে Forex Tradingয়ে ভাল করতে পারলে ইনকাম করার সুযোগ অনেক বেশি, ঝুকিপূর্ণও বটে। ৩য় কারণ, আপনার করার মত কোন কাজ নেই। আপনি অনলাইন থেকে কিছু আয় করতে চান। তাই চেষ্টা করে দেখছেন Forex Trading করে কিছু কামানো যায় কিনা। এরকম আরও অনেক কারণ থাকতে পারে, তবে এগুলোই প্রধান কারণ।

আপাতদৃষ্টিতে Forex Trading করে আয়ের সম্ভাবনা অনেক বেশি। আপনি কম ক্যাপিটাল দিয়েই অনেক বেশি আয়ের সম্ভাবনা দেখছেন এখানে। হাই রিস্ক নিয়ে গ্যাম্বলিং করলে ১ সপ্তাহ যা কামানো সম্ভব, চাকরি করে ১ বছরে তা আয় করাও অনেকের জন্য দুঃসাধ্য। Forex মার্কেটে এসে অনেকেই ভাল প্রফিট করতে পারছেন কিংবা আপনার পরিচিতদেরকে দেখছেন ভাল প্রফিট করছে। যে কিনা নোকিয়া ১১০০ ব্যবহার করতো, সেও এখন হয়তো কিছু প্রফিট করে স্যামসাং গালাক্সি এস৪ কিনে ফেলেছে। তাই স্বভাবতই চিন্তা আসা স্বাভাবিক, আমি কি Forexকে আমার পেশা হিসেবে নিতে পারি?

পেশা হিসেবে Forex Trading

যেকোনো পেশাই অনেক কষ্টের। যে কিনা সারা শিক্ষাজীবন কখনো সকাল সকাল উঠে সময়মত ক্লাস ধরতে পারেনি, তাকেও ঠিকই সকাল ৭ টায় উঠে ফিটফাট তৈরি হয়ে অফিসে যেতে হয়। কেউবা আবার সবসময় ঢিলেঢালা হিপহপ জিন্স আর টি-শার্ট পরে অভ্যস্ত, তারও সবসময় চকচকে জুতা পরে, ইন করে অফিসে যেতে ভাল লাগার কথা না। Forex Tradingয়ের প্রতি মানুষের আগ্রহের অন্যতম আরেকটি প্রধান কারন ঘরে বসে কাজ করবো। I am my own boss here. প্রেসার দেয়ার কেউ নেই। ফ্রি থাকলে ট্রেড করলাম, কাজ থাকলে ব্রেক নিলাম বা ঘুরতে গেলাম। সবচেয়ে আসল কথা সারাদিন বসে থাকার তো আর প্রয়োজন নেই। আর ভাল প্রফিট করতে পারলে অ্যামাউন্টটাও আকর্ষণীয় বটে। যদিও তা ক্যাপিটালের ওপর নির্ভর করে এবং সবাই তা করতে পারেও না। বেশিরভাগ Forex ট্রেডার Trading করতে এসে কিছুদিনের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলে আমাকে এটাই করতে হবে। এর জন্যই তো আমি জীবনভর অপেক্ষা করছিলাম। কিন্তু কয়েক মাস পেরোলে দেখা যায় তাদের মধ্যে খুব কম ট্রেডারই টিকে থাকতে পেরেছে বা এখনও Forex Trading চালিয়ে যেতে পারছে। অনেকে হাল ছেড়ে দেয়, অনেকের বা ইচ্ছা থাকে, কিন্তু সামর্থ্যে বা সময়ে কুলায় না।

       স্টুডেন্টদের জন্য Forex Trading

Forex Trading শেখার জন্য সময়ের প্রয়োজন। বেসিক জিনিসতা হয়তো আপনি সহজেই কিছুদিনের মধ্যে শিখে যাবেন। কিন্তু মার্কেটে টিকে থাকতে হলে আপনার মধ্যে কিছু Trading সেন্টিমেন্ট গড়ে তুলতে হবে। যা কিনা সময়সাপেক্ষ। লস হলে কিভাবে রিকভার করবেন, কিভাবে সময়গুলো মোকাবেলা করবেন এরকম অনেক সিদ্ধান্তই কেউ কাউকে শিখিয়ে দিতে পারেনা। হাজার গুরুর দীক্ষা নিন, মনের গুরুই বড় গুরু। স্টুডেন্টদের জন্য জিনিসটা তুলনামুলকভাবে সহজ। ভার্সিটিতে পড়াশোনার সময় তাদের হাতে পারিপার্শ্বিক কাজ করার জন্য অনেক সময় থাকে। ফ্যামিলিকে চালানোর দায়িত্বটাও সবার ওপরে থাকে না। তাই আপনি যদি Forex নিয়ে গবেষনায় কয়েক বছরও ব্যয় করেন, এবং পরে যদি আপনার মনে হয় ইহা আমার কম্ম নয়, খুব যে ক্ষতি হবে তা কিন্তু নয়। কিন্তু হ্যাঁ, এই অবস্থায় বেশিরভাগ স্টুডেন্টদের কাছে টাকা থাকে না। তাই বড় ধরনের ডিপোজিট করে যে নিজেকে যাচাই করে নিবে তাও সবসময় সম্ভব হয়না। এই পর্যায়ের ট্রেডারদের জন্য সাজেশন অল্প ডিপোজিট করে, কিন্তু সঠিক মানি ম্যানেজমেন্ট করে এগিয়ে যাওয়া। লেখাপড়া শেষ হবার পর যদি ভাল প্রফিট করতে পারেন, এমনিতেই হাতে কিছু টাকা চলে আসবে। তখন পরের ধাপটি অনুসরন করুন।

     পেশাজীবীদের জন্য ফরেক্স ট্রেডিং

ধরুন আপনি জব করছেন, কিংবা ব্যবসা করছেন। অথবা কিছুই করছেন না, বেকার বসে আছেন। ফরেক্স নিয়ে পড়াশোনা করে ভাবছেন ফরেক্স ট্রেডিংকেই পেশা হিসেবে বেছে নিবেন কিনা। এই সিদ্ধান্তটি নেয়া এই পর্যায়ের মানুষগুলোর জন্য কঠিন।

ফরেক্স ট্রেডিং সবসময় ঝুকিপূর্ণ। আপনি যতই ভাল ওস্তাদ ট্রেডার হন না কেন, লস আপনি এড়িয়ে চলতে পারবেন না। ফরেক্সে সবসময় লাভ হবে এমন কোন কথা নেই। একজন ভাল ট্রেডাররেরও খারাপ সময় যেতে পারে এবং সেটা খুব স্বাভাবিক। বরং সবসময় যদি লাভই করে যায় সেটাই অস্বাভাবিক। যদি আপনি ফরেক্সকেই মূল পেশা হিসেবে বেছে নেন, আর কোন কাজ করা বন্ধ করে দিয়ে থাকেন, তবে লসের সময়টাতে আপনি কি করবেন? ধরুন কোন কারণে আপনি টানা ৩ মাস লসে। ফ্যামিলি চালাবেন কি দিয়ে? তখন টেনশনে পরে যাবেন। মনে হবে লস যত দ্রুত সম্ভব রিকভার করতেই হবে। এই প্রেসারে দিয়ে বসবেন আরও বড় লটে রিস্কি ট্রেড। ফলাফল হয় লস রিকভার বা আর বেশি লস বা অ্যাকাউন্ট জিরো।

    তবে কি ফরেক্সকে পেশা হিসেবে নেবো না

ফরেক্স ট্রেডিংকে যদি আমরা প্রথমেই পেশা হিসেবে নিয়ে নেই তবে এরকম ঘটনা ঘটতেই পারে। তবে কি আমরা ফরেক্সকে পেশা হিসেবে নেবো না? হ্যাঁ। তবে যদি আমরা সিরিয়াসলি ফরেক্সকে পেশা হিসেবে নিতে চাই, তার সাথে আমাদের আরেকটি ব্যাকআপ জব বা বিজনেস থাকা উচিত। যাতে লস হলেও আমাদের টেনশনে পড়তে না হয়। আপনি আপনার ব্যাকআপ কাজের আয় দিয়ে আপাতত খরচ চালিয়ে যেতে পারেন। সর্বোপরি আপনি যদি ভাল মানসিক অবস্থা বজায় রেখে ট্রেড করে যেতে চান, তবে আপনার ব্যাকআপ জব/বিজনেস থাকা জরুরি। ফরেক্স ট্রেডিংকে এমন ভাবেই চালিয়ে যাওয়া উচিত যে আপনি এর ওপর সরাসরি নির্ভরশীল নন। কিন্তু ফরেক্স থেকে প্রফিট আপনার লাইফস্টাইলকে উন্নত করবে। অবশ্য হ্যাঁ যদি আপনি ভাল পরিমান প্রফিট করেই বসেন, তখন সেটাই আপনার ব্যাকআপ হিসেবে থাকবে। আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখতে পারেন তখন অথবা ব্যবসায়ে অংশীদার হতে পারেন। তখন আপনি ফরেক্সকে পুরোপুরি প্রফেশন হিসেবে নিয়ে নিতে পারেন। তবে তা কয়েক বছরের মধ্যে নয় অবশ্যই।

     সামাজিক মর্যাদা

আমাদের সমাজে সামাজিক মর্যাদা বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। কেউ যখন আপনাকে প্রশ্ন করবে আপনি কি করেন? আপনি কি উত্তর দিবেন? ফরেক্স ট্রেডিং করেন? ফরেক্স কি? কারা করে? আজকাল ফরেক্সে কেমন লাভ হচ্ছে, পড়বেন হাজারটা প্রশ্নের মুখে। কেউ কেউ বুঝবে, আর কেউ তো কিছুই বুঝবে না, ভাববে নিশ্চয়ই ডুল্যান্সার টাইপ কিছু করেন অনলাইনে। তাই সোস্যাল স্ট্যাটাসের প্রয়োজন রয়েছে। তাই সবাই যখন দেখবে আপনি একটি ভাল কোন কাজে রয়েছেন, তখন পাশাপাশি আপনার ফরেক্স পেশার মূল্যায়নও হবে কারন যে ভাল জব বা বিজনেস করছে, ষে নিশ্চয়ই খারাপ কোন কাজে নেই।

আপনি ভাবতেই পারেন মানুষ কি ভাবলো তাতে কি? মানুষ আমাকে খাওয়ায় না পড়ায়? তবুও সবসময় একদম অনলাইন নির্ভর হওয়া ঠিক নয়। অফলাইন জগতেও নিজের অস্তিত্ব রাখা জরুরী।

      ফরেক্স ট্রেডিংকে পেশা হিসেবে নিতে ইচ্ছুক

যদি আপনার ইচ্ছা এরকমই হয়, তবে ফরেক্স নিয়ে স্টাডি করতে থাকুন। প্র্যাকটিস করুন। শুধু সাময়িক লাভই নয়, চেষ্টা করুন লং টার্ম টিকে থাকার। তাহলে আপনিই ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে পারবেন আপনি টিকে থাকার জন্য কতটুকু উপযুক্ত। মনে রাখবেন শুধু রাশিরাশি অ্যানালাইসিস করতে পারলেই সবসময় লাভবান হওয়া যায়না। নিজের ওপর কনট্রোল আর সঠিক সিদ্ধান্ত নেয়াটাই জরুরী। ইন্টারনেটে অসংখ্য রিসোর্স রয়েছে। কেউ কাউকে বড়লোক হওয়া শিখিয়ে দিতে পারেনা। তবে এগিয়ে যাওয়ার পথ দেখিয়ে দিতে পারে। শেখার ইচ্ছা থাকলে নিজেই এগিয়ে যেতে পারবেন।

Source: Bdpips

ধন্যবাদ সবাইকে কষ্ট করে টিউনটি পড়ার জন্য ।

ফরেক্স করে কোটি আয় করতে যান কিন্তু পারছেন না । ভাবছেন কোথায় থেকে শিখবেন আপনার জন্য নিয়ে এলাম আমাদের সর্ব চেষ্টার এই বাংলা ফরেক্স সাইট ভিজিট করুন এখানে

ফেসবুকে আমি এখানে

Level 0

আমি Habibur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 213 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

জানতে চাই, জানাতে চাই এ আমার পত্যাশা । সবাই দোয়া করবেন ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ টিউনের জন্য।