বাংলাদেশে সহজেই ফেইসবুক থেকে টাকা উপার্জন করুন। টাকা তুলুন বিকাশে বা মোবাইলে… গ্যারান্টি ও ওয়ারেন্টিসহ

“ফেইসবুক” সোশ্যাল মিডিয়া এখন আমাদের জীবনের একটা বড় অংশে মিশে গেছে। বন্ধুদের সাথে আড্ডা, গান, ছবি, ভিডিও, পড়াশুনা থেকে শুরু করে নিত্য নতুন বিষয়ের জানা-অজানা খোঁজ আমরা এখন ফেইসবুক এ করি। আমাদের এই সব সার্ভিস দিতে দিতে ফেইসবুক নিজে প্রতিদিন মিলিওন মিলিওন ডলার আয় করে। আসুন বাংলাদেশে বসে ফেইসবুক থেকে আমরাও কিছু টাকা আয় করি।

ফেইসবুক থেকে বাংলাদেশে টাকা আয় করার সবচেয়ে সহজ ও নিরাপদ উপায় এফিলিয়েট মার্কেটিং। আমার মতে এফিলিয়েট মার্কেটিং অনলাইন থেকে টাকা উপার্জন এর সবচেয়ে কার্যকরী পন্থা। এটা মূলত পন্য বা সেবা বিক্রি করে কমিশন ভিত্তিক টাকা উপার্জন। আপনি দিনে ১০০ ডলার এর বেশিও আয় করতে পারেন ফেইসবুক এ এফিলিয়েট মার্কেটিং করে। এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে টাকা উপার্জনের জন্য আপনি যে পন্য বা সেবা এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে বিক্রি করবেন, তার জন্য নির্দিষ্ট ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করে আপনার এফিলিয়েট লিঙ্ক বা এড কোড সংগ্রহ করবেন। এর পর ফেইসবুক এ টিউন বা চ্যাট করার সময় আপনার এফিলিয়েট লিঙ্কটি বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন।

কিভাবে ফেইসবুক এ আপনার এফিলিয়েট লিঙ্ক ছড়িয়ে দিয়ে আপনি ডলার উপার্জন করবেন তার কিছু টিপস আমি এখানে তুলে ধরার চেস্টা করছিঃ

  • ১. ফেইসবুক স্ট্যাটাসঃ আমরা প্রায় প্রতিদিনই আমাদের ফেইসবুক স্ট্যাটাস পরিবর্তন করে বন্ধুদের জানিয়ে দিই। আপনি আপনার এফিলিয়েট লিঙ্কটি যদি ফেইসবুক স্ট্যাটাস এ টিউন করেন তবে আপনার বন্ধুরা আপনার এফিলিয়েট লিঙ্কটিকে গুরুত্তের সাথে নিবে। এবং এফিলিয়েট লিঙ্কটিতে ক্লিক করে পন্য কিনতে আগ্রহী হবে। আর বুঝতেই পারছেন, এফিলিয়েট পন্য বিক্রি হলেই আপনার একাউন্টে কমিশন পৌঁছে যাবে। এফিলিয়েট লিঙ্ক টিউন করার সময় পন্য বা সেবা সম্পর্কিত প্রাসঙ্গিক কিছু লিখলে ভালো ফল পাওয়া যায়।
  • ২. “লাইক” ব্যাটনঃ ফেইসবুক এর “লাইক” ব্যাটন এফিলিয়েট মার্কেটিং এর জন্য একটি যুগান্তকারী সমাধান। আপনার এফিলিয়েট লিঙ্ক যুক্ত কোনো টিউন, ছবি বা ভিডিওতে যদি আপনি “লাইক” ক্লিক করেন, তবে তা আপনার সমস্ত বন্ধুদের কাছে ছড়িয়ে যাবে। আর আপনার বন্ধুরাও যদি তাতে “লাইক” দেয় তবে আপনার এফিলিয়েট লিঙ্ক আরো বেশি মানুষের কাছে ছড়িয়ে যাবে। তাহলে একটি টিউনে “লাইক” দিয়ে আপনি হাজার হাজার টাকা বা ডলার আয় করতে পারেন।
  • ৩. পন্যের ছবি বা ভিডিওঃ আপনার এফিলিয়েট পন্যের ছবি বা ভিডিও ফেইসবুকে টিউন করে আপনি এফিলিয়েট মার্কেটিং করতে পারেন। সাথে আপনার এফিলিয়েট লিঙ্কটি দিতে ভুলবেন না।
  • ৪. গ্রুপ, ফ্যান পেইজ, কমিউনিটিঃ আপনার এফিলিয়েট পন্য সম্পর্কিত পেইজ, গ্রুপ, ফ্যান পেইজ ও কমিউনিটি খুঁজে বের করে সেখানে আপনার এফিলিয়েট লিঙ্কটি টিউন করে দিন। দেখবেন ১ দিনেই আপনি অনেক পন্য বিক্রির কমিশন পেয়ে যাবেন।
  • ৫. টিউমেন্টঃ বিভিন্ন বড় বড় গ্রুপ, ফ্যান পেইজ ও কমিউনিটিতে টিউমেন্ট এর মাধ্যমে আপনি আপনার এফিলিয়েট লিঙ্ক ছড়িয়ে দিতে পারেন।
  • ৬. শেয়ার ব্যাটনঃ আপনি আপনার এফিলিয়েট লিঙ্কটি ফেইসবুক শেয়ার ব্যাটন এর মাধ্যমে বিভিন্ন গ্রুপ ও বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারেন।
  • ৭. ফেইসবুক পেইজঃ আপনি নিয়মিত এফিলিয়েট কমিশন পাওয়ার জন্য, আপনার এফিলিয়েট পন্যের একটি ফেইসবুক পেইজ তৈরি করে তাতে আপনার লিঙ্ক ও পন্যের বিবরন দিতে পারেন। দীর্ঘমেয়েদি এফিলিয়েট মার্কেটিং এর জন্য এটি অত্যন্ত কার্যকরী।
  • ৮. ফেইসবুক এডঃ ধ্রুত অধিক এফিলিয়েট কমিশন আয় করার জন্য, আপনি আপনার এফিলিয়েট লিঙ্কটিকে ফেইসবুক এড এর মাধ্যমে বিজ্ঞাপন করে প্রচার করতে পারেন। ১০০% কাজ হবে। বস্তুত এটা সবচেয়ে কার্যকরী পন্থা।

আমরা বাংলাদেশীদের জন্য ফেইসবুকে এফিলিয়েট মার্কেটিং একটা সুবর্ণ সুযোগ। বাংলাদেশি অনেক প্রতিষ্ঠান এফিলিয়েট মার্কেটারদের কে পন্য বা সেবা বিক্রির জন্য নগদ টাকা দেয়। তাদের অনেকে বিকাশ বা মোবাইল এর মাধ্যমে টাকা তোলার সুযোগ দেয়।

আজকের টিউন সম্পরকে যে কন মতামতের আপেক্ষায় থাকলাম। আমার আজকের টিউন তা যদি ভাল লাগে তবে আমার এই ওয়েবসাইট থেকে ও ঘুরে আসতে পারেন। আশা করি ভাল লাগবে।

Level 0

আমি ভাস্কর বনিক বনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি বিগত পাঁচ বছর যাবত এসইও এবং ওয়েব ডেভোলাপমেন্ট এর বিভিন্ন কাজ করেছি। টেকটিউনস একটি অসাধারন প্লাটফরম নিত্য নতুন কিছু জানার ও শিখার। আমি টেকটিউনস অনেক ভালবাসি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ki vahbe kaj suru korbo?