==========================
কুমিল্লার ফ্রিলান্সারদের নিয়ে মত বিনিময় সভা এবং ফ্রিলান্সার এসোসিয়েশন (ঋঅ) এর কুমিল্লা জেলার সভাপতি ও সাধারন সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয় ।। উত্সব মুখর পরিবেশে “কুমিল্লা বার্ড সংলগ্ন ঝাল রেস্তোরাতে শনিবার(২৬/০৭/২০১৪) বিকেল ৪.০০টায়” তিব্র প্রতিদন্ধীতার মধ্য দিয়ে নির্বাচনি প্রকৃয়া সম্পন্য হয় ।
সভাপতি পদে গোলাম মাহবুব ছোবহানী (রুবেল) (৫০% ভোট পেয়ে) বেসরকারী ভাবে নির্বাচিত হন । তার নিকটতম প্রতিদন্ধী রুবেল মোল্লা (৩১% ভোট) এবং জাকির হোসেন (১৯% ভোটে) ৩য় স্থান অর্জন করেন ।।
অপর দিকে সাধারন সম্পাদক পদে নাদিউল হাসান ৩৭.৫০% ভোটে বেসরকারী ভাবে নির্বাচিত হন । তার নিকটতম প্রতিদন্ধি মোঃ মহিউদ্দিন (২৬.২৫% ভোট) এবং আরিফ হোসেন(২৬.২৫% ভোট) যৌথ ভাবে ২য় স্থান অর্জন করেন ।।
উক্ত অনুষ্ঠানে ছিলেন:-
প্রধান উপদেষ্টা:
জনাব, নজরুল ইসলাম খাঁন(সচিব, ডাক টেলিযোগাযোগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনায় )
প্রধান অতিথীঃ
জনাব, ড. মোঃ আবুল হাসান (উপ -সচিব, ডাক টেলিযোগাযোগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনায় )
বিশেষ অতিথীঃ জনাব, এইচ এম আলমগীর সিদ্দিকী (সদস্য কেন্দ্রিয় ফ্রিলান্সিং এসোসিয়েশন)
বিশেষ অতিথীঃ জনাব, রইসুল ইসলাম খাঁন –রইস (সদস্য কেন্দ্রিয় ফ্রিলান্সিং এসোসিয়েশন)
বিশেষ অতিথীঃ জনাব, মোঃ ইমরান মাহমুদ চৌধুরী (সদস্য কেন্দ্রিয় ফ্রিলান্সিং এসোসিয়েশন)
বিশেষ অতিথীঃ জনাব, মোঃ সাদিকুল আলম পাভেল (সদস্য কেন্দ্রিয় ফ্রিলান্সিং এসোসিয়েশন)
আমি sharif। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমিও প্রোগ্রামে ছিলাম। ধন্যবাদ শেয়ার করার জন্য!