বর্তমান সময়ের একটি আলোচিত পেশা ফ্রীলান্সিং । আমরা অনেকেই মনে করি যে ৩-৪ মাসের একটি কোর্স করেই আমি একজন ফ্রীল্যান্সার হয়ে যাব তারপর অনেক টাকা আয় করব । আপনি যদি এমন টা মনে করে থাকেন তাহলে ভুল করবেন । কেননা ৩-৪ মাসের একটি কোর্স করেই ফ্রীল্যান্সার হওয়া যায় না । এখন অনেকেই বলতে পারেন যে, কেউ কেউ কোর্স করা অবস্থায়ও ফ্রীলান্সিং মার্কেট প্লেস গুলুতে কাজ পেয়ে যান তাহলে তারা কিভাবে কাজ গুলু পান ? হ্যাঁ এমন অনেকেই আছেন যারা কোর্স করা অবস্থায়ও কাজ পেয়ে যান আর এর কারন হচ্ছে তারা আগে থেকেই কিছু কাজ জানত এবং আরও কিছু কাজ জানার জন্য তারা কোর্স করতে আসেন । এছাড়াও আরও একটি বিষয় হচ্ছে যে তারা প্রচুর পরিমাণ চেষ্টা করেছেন এবং ধৈয্য সহকারে কাজ গুলু শিখেছেন । এমন অনেকেই আছেন যারা মনে করেন যে ফ্রীলান্সিং করে আয় করাটা খুব সহজ । আমি বলব, থামেন মিয়া ফ্রীলান্সিং করে আয় করা এত সহজ না । এখন আপনি হয়ত বলতে পারেন কেন সহজ নয় ! এর উত্তর আমি দিচ্ছি, আপনার লেখা পড়া শেষ করতে ২০-২৫ বৎসর সময় লেগেছে আর এখন হয়ত আপনি ভাল একটা চাকরি করতে পারবেন । তাহলে এই একটা ভাল একটা চাকরির জন্য আপনাকে ২০-২৫ বৎসর লিখা পড়া করতে হয়েছে আর এর পরেই আপনি একটা চাকরির ভাল একটা চাকরির আশা করতে পারছেন না হলে পারতেন না । আর এর জন্য আপনাকে প্রচুর পরিমাণ চেষ্টা এবং অনেক কষ্ট করতে হয়েছে । এখন আপনি যদি একটা চাকরিতে জয়েন করেন তাহলে আপনার বেতন কত হবে ? ধরুন ২০-৩০ হাজার আর একজন ফ্রীলান্সার এর আয় ধরুন ২০-৩০ হাজার টাকা । এখন মূল কথায় আসি, ২০-৩০ হাজার টাকা বেতন এর চাকরির জন্য আপনাকে ২০-২৫ বৎসর লিখা পড়া করতে হয়েছে আর সেখানে আপনি কিভাবে ভাবলেন যে ৩-৪ মাস এর একটি কোর্স করে ফ্রীলান্সার হয়ে টাকা আয় করবেন । আপনি যদি প্রফেশনাল মানের ফ্রীলান্সার হতে চান তাহলে আপনার কম পক্ষে ৬ মাস থেকে ১ বৎসর সময় লেগে যাবে । আর এর জন্য আপনাকে প্রচুর পরিমাণ চেষ্টা করতে হবে, প্রচুর পরিমাণ ধৈয্য ধারন করতে হবে এবং প্রচুর পরিমাণ মনবল রাখতে হবে । একটি কোর্স করে আপনি যা শিখবেন তা দিয়ে ফ্রীলান্সিং করতে পারবেন না । এর জন্য আপনাকে গুগল এর উপর নির্ভরশীল হতে হবে । কোর্সে আপনাকে যা শিখাবে তা নিয়ে প্রচুর পরিমাণ অনুশীলন করতে হবে এবং বিভিন্ন ব্লগ পরে অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে হবে । আর লেভেলের কাজ ভাল করে শিখার পর আপনি ফ্রীলান্সিং করতে পারবেন ।
ধন্যবাদ । ভাল থাকবেন সবাই ।
আমাকে ফেসবুকে পেতে এখানে ক্লিক করেন !
আমি মাহমুদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
@ Avox Team,
ভাই আপনি চরম সত্য কথা গুল বলেছেন। আধিকাংশ মানুষ মনে করে, ফ্রিলাঞ্চিং করা খুব সহজ কাজ, Just মাউস ধরলাম আর টাকা আসতে শুরু করবে। একটা পয়সা আয় করতে হলে, তার জন্য কষ্ট করতে হয় এবং ধৈয্য থাকতে হয়। আমি গত ৩ বছর ধরে কাজ করছি। আমি খুব ভাল জানি। আমি টানা ১৪:৩০ ঘণ্টা (বিকাল ৫:৩০ থেকে সকাল ৮ টা) কাজ করছি এক দিন। Client এর জরুরী কাজ ছিল। এটা শুধু একটা ঘটনা বললাম। হয়ত অনেকেরই এ ঘটনা আছে।