নিজে নিজে বা অনলাইন থেকে প্রোগ্রামিং শিখাটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার । একটি প্রোগ্রামিং ভাষা যদি আপনি শিখতে চান তাহলে শেখা থেকে শুরু করে তাতে প্রফেশনালি দক্ষ হতে অনেক সময় লেগে যেতে পারে । হতে পারে সেটা বছর খানিক । অন্য দিকে আপনি যদি ওয়েব সাইট ডিজাইন শিখেন তাহলে সময় অনেক কম লাগবে আর এটা প্রোগ্রামিং এর মত সময় সাপেক্ষ ব্যাপারও না । আপনি যদি খুব ভাল করে শিখেন তাহলে হয়ত আপনার ৩-৬ মাস সময় লাগবে যেটা প্রোগ্রামিং এর সময় এর থেকে ৬ মাস কম । উপার্জন এর দিক থেকে আপনি যদি চিন্তা করেন তাহলে ওয়েব প্রোগ্রামিং এর পরেই এর অবস্থান । আর ওয়েব ডিজাইন এর ও ব্যাপক সম্ভবনা রয়েছে । ওয়েব সাইট ডিজাইন শিখার জন্য অনেক অনেক প্রতিষ্ঠান রয়েছে । আর আপনি যদি এটি ঘরে বসে শিখতে চান তাহলে তাও পারবেন । ইন্টারনেটে ওয়েব ডিজাইন শিখার জন্য প্রচুর পরিমাণ টিউটোরিয়াল রয়েছে । এতে করে আপনি ঘরে বসে নিজের চেষ্টাতেই ওয়েব ডিজাইন শিখতে পারবেন । তবে প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে হাতে কলমে শিখলে অনেক দ্রুত শিখা যায় এবং অনেক ভাল হয় ।
ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট যেহেতু ব্যাপক একটি বিষয়, তাই কিছুটা সময় নিয়ে চিন্তা ভাবনা করে আগানো উচিত । আমাদের দেশে অনেক সফল ফ্রীলান্সারা তাদের কাজের ফাঁকে ফাঁকে অন্যদেরকে শিখিয়ে থাকেন । যেহেতু প্রত্যেকটা জিনিসই নিজস্ব সাধনার বিষয়, কোন এক ট্রেনিং সেন্টার থেকে ২-৩ মাসের কোর্স আপনি একজন দক্ষ ওয়েব ডিজাইনার হয়ে গেছেন তা কিন্তু নয় । বেসিক জিনিস গুলু শিখার পর তার উপর বিভিন্ন প্রোজেক্ট নিয়ে অনুশীলন করার মাধ্যমেই আপনি প্রফেশনালি দক্ষ হতে পারবেন । এছাড়া অনলাইনে বিভিন্ন ওয়েব সাইট দেখে সেই রকম সাইট করার চেষ্টা করতে হবে । আর আরও প্রফেশনালি দক্ষ হতে হলে আপনাকে প্রচুর পরিমাণ ওয়েব ডিজাইন সম্পর্কিত ব্লগ টিউন গুলু পড়তে হবে । বিশেষ করে ইংলিশ ব্লগ গুলু ফলো করতে পারেন । আর একটা কথা অনুশীলন কখনও থামানো যাবে না । প্রচুর পরিমাণ অনুশীলন আপনার মেধার বিকাশ ঘটাবে ।
ওয়েব ডিজাইন এবং প্রোগ্রামিং সম্পর্কিত কোন প্রশ্ন বা আপনার কিছু জানার থাকলে আমাকে ফেসবুকে নক করতে পারেন । থ্যাংকস
আমি মাহমুদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শেয়ার করার জন্য ধন্যবাদ ।