পে পার ডাউনলোড: ফাইল ডাউনলোড করে আয় করার নির্ভরযোগ্য একটি ওয়েবসাইট

পে পার ডাউনলোড কী?

পিপিডি বা পে পার ডাউনলোড এফিলিয়েট মার্কেটিং-এ খুব টপ একটি বিষয়। যারা এফিলিয়েট নিয়ে কাজ করেন তাদের পছন্দের তালিকার শীর্ষে থাকে এটা যখন কাজ শুরু করেন। অর্থাৎ যারা এফিলিয়েট নিয়ে মাত্র কাজ শুরু করতে চাচ্ছেন বা যাচ্ছেন তাদের জন্য পিপিডি চমৎকার একটি পদ্ধতি। কারণ এখানে সফল হওয়ার সম্ভাবনা ১০০% এবং খুব সহজেই কাজ করা যায়। কোনোরকম পূর্ব অভিজ্ঞতা বা কাজ না জানলেও পিপিডি নিয়ে কাজ করতে পারবেন আপনি।

কীভাবে কাজ করে পিপিডি?

আপনার পছন্দের কিছু ফাইল আপলোড করবেন। তারপর সেই ফাইলের লিংকটা অনলাইন জগতে ছড়িয়ে দেবেন আগ্রহীদের কাছে। এই লিংক থেকে আপনার ফাইলটা যতোবার ডাউনলোড হবে আপনি ততবার টাকা পাবেন। তাই জন্যই এই পদ্ধতির নাম পে পার ডাউনলোড বা পিপিডি। অর্থাৎ প্রতি ডাউনলোডের জন্যই আপনি টাকা পাবেন।

কীভাবে শুরু করবো?

যেকোনো একটি পে পার ডাউনলোড সাইটের এফিলিয়েট মেম্বার হোন। তারপর সেখানে আপনার প্রোফাইল ফুল ফিল করে আপনার পছন্দের ফাইল আপলোড করুন। আপলোড করার পর ঐ ফাইলের লিংকটা ছড়িয়ে দিন আপনার ফেসবুক, টুইটার, গুগল প্লাসসহ নানান স্থানে। এভাবে এক সপ্তাহ কাজ করুন। তারপর ফলাফলের জন্য অপেক্ষা করুন। দেখবেন প্রয়োজনীয় ফাইলটা ডাউনলোড করছে অনেকেই। আর প্রতি ডাউনলোডের জন্যই আপনি টাকা পাবেন। সুতরাং যতো বেশি লিংকটা ছড়াবেন ততই লাভ আপনার।

কোথায় শুরু করবো?

পিপিডি’র অনেক বিখ্যাত সাইট আছে। সেরাদের মধ্যে একটা হলো: শেয়ার ক্যাশ। এটা আমার পছন্দের তালিকায় সেরা। কেন? কারণ এটাতে আমি কাজ করি। এবং এরা নিশ্চিত টাকা দেয় সেটা আমি জানি। পেমেন্ট নিয়ে কোনো গড়মিল করেনি এরা। শেয়ার ক্যাশ-এর প্রতিটি ডাউনলোড-এর জন্য আপনি পাবেন ১ ডলার থেকে ২০ ডলার পর্যন্ত।

কীভাবে টাকা পাবো?

একাধিক মাধ্যমে শেয়ার ক্যাশ টাকা দিয়ে থাকে। আমি পেওনিয়ার ব্যবহার করি। মাত্র ২০ ডলার হলেই আপনি পেওনিয়ার দিয়ে টাকা উইথড্র করতে পারবেন। ওরা প্রতি ১৫ দিন পর পর পেমেন্ট দেয়।

আর কোনো তথ্য?

কোনো ধরণের পর্নোগ্রাফি বা এডাল্ট বা কপিরাইটেড কিছু আপলোড করা যাবে না। তাহলে আপনার একাউন্ট ব্যান হয়ে যাবে। নিজের ফাইল নিজে ডাউনলোড করা যাবে না। তাহলেও আপনি সমস্যায় পড়বেন।
নিজের কাছে নিজে সৎ থেকে কাজ করুন। প্রতিদিন ১৫-২৫ ডলার ইনকাম করা সম্ভব এই সাইটের মাধ্যমে। শুধু একাগ্রভাবে ১৫ দিন যদি কাজ করেন তাহলেই দেখবেন পরবর্তী ৬ মাস বসে বসে খেতে পারবেন।

সবাইকে ধন্যবাদ কষ্ট করে টিউনটি পড়ার জন্য। আরও কোনো হেল্প লাগলে নি:সঙ্কোচে প্রশ্ন করুন। আমার জানার মধ্যে থাকলে ইনশাল্লাহ জানাবো। সবাই ভালো থাুকন।

Level 0

আমি ideabaj.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তি ভালোবাসি। প্রযুক্তির সাথে চলতে ভালো লাগে। মূলত একজন ওয়েব প্রোগ্রামার। কিন্তু এফিলিয়েট মার্কেটিং-এ কাজ করতে ভালো লাগে বলে এদিকেই বিচরণ আপাতত।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এখানে ১ দিনে ১৫-২০ডলার আয় করা সম্ভব? আমার তো বিস্বাস ই হচ্ছে না। আচ্ছা একটা একাউন্ট খুলে শেয়ার করি দেখি কি দাড়ায়। শেয়ার করার জন্য ধন্যবাদ

”আচ্ছা একটা একাউন্ট খুলে শেয়ার করি দেখি কি দাড়ায়?” ব্যাপারটা এভাবে না ভাবাই ভালো। কারণ টাকা ইনকাম করতে কষ্ট করে, এটা মনে রাখবেন ভাই। আপনি যদি ভাবেন একাউন্ট খোলার সাথে সাথেই আপনার টাকা আসতে থাকবে তাহলে সেটা ভুল… নিজেই নিজের ফাইল ডাউনলোড করলে আপনার একাউন্ট ব্যান হবে, নিশ্চিত, তা যতো চালাকিই আপনি করেন না কেন আপনার চালাকি ধরা পড়বেই।
ধন্যবাদ।

ভাই সত্যি কি আয় করা যায়। আপনি কয় দিন ধরে কাজ করছেন। আর আমরা বেশির ভাগই ছোট ও লিমিটেড প্যাকেজ ব্যবহার করি ফাইল আপলোড করে বেশি ইউসেস নষ্ট করার পর যদি ইনকাম করা না যায় তবে পুরাটাই লস। আর ইনকাম করা গেলে আনলিমিটেড প্যাক ব্যবহার করব।
উত্তর জানালে উপকৃত হব।

    @মোঃ মমিনুল ইসলাম খান: ভাই আমি যখন নিয়মিত কাজ করেছি তখন এর চেয়েও বেশি ইনকাম করেছি। কিন্তু আমি একন এফিলিয়েট সিপিএ নিয়ে কাজ করি। তাই এদিকে মনোযোগ দেয়ার সময় পাচ্ছি না। আগের ফাইলগুলো এখনো ডাউনলোড হয়। এতে করে কাজ না করেই দৈনিক ২-৫ ডলার আসে।

    আর ভাই, আমি আপনাকে কোনো গ্যারান্টি দিতে পারছি না যে আপনি পারবেনই। তবে হ্যাঁ, যদি নিয়ম মেনে কাজ করেন তাহলে অবশ্যই পারবেন। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করেছি। আপনি কোনো কাজ ভালো পারেন মানে এই না যে, আমিও ভালো পারবো। তবে এটা ঠিক, চেষ্টা করলে ভালো না পারলেও মোটামুটিতো পারবো, তাই না? আবার অনেকে আছেন গুরুর চেয়েও বেশি পারেন। এই হলো ব্যাপার। সুতরাং চেষ্টা করে দেখতে পারেন।

    আমার মনে হয় এফিলিয়েট সেক্টরে নতুনদের জন্য পিপিডি একটা বড় সমাধান। বেস্ট অব লাক ভাই।

Level 0

bhi bhalo tune try kora dekhi

    @iwtbah007: ভাই সিরিয়াসলি দেখেন… ইনশাল্লাহ সাকসেস পাবেন। ধন্যবাদ।

Level 2

ভাই,আমার তো পেওনিয়ার কাড্ নাই, তাহলে কি পেপাল ব্যবহার করা যাবে ?

    @Firoz: শেয়ার ক্যাশ পেপাল এখনো সাপোর্ট করে না। তবে শিগগিরই করবে। আপনি এখান থেকে সহজেই একটা পেওনিয়ার মাস্টারকার্ড ফ্রি পেতে পারেন: http://ideabaj.com/payoneer/ আর সাথে ২৫ ডলারও বোনাসও পাবেন যখন আপনার কার্ডে ১০০ ডলার লোড হবে। ধন্যবাদ।

Level 0

কপিরাইটেড(crack software) upload na korle ki upload korbo j-onno-ra download korbe?

ধন্যবাদ শেয়ার করার জন্য

Level 2

Vai Onek aga try korasi.But card painai. I want to contact with u.can u help me? my contact number
01673199573.

Level 2

Sorry.01613199573

Level 2

Ideabaj ভাই,আমি একটা ফাইল আপলোড করেছি, ডাউনলোড করতে গেলে এমন টা েদখায়।
http://jafiles.net/file/04O98w ডাউনলোড কি ভাবে হবে.Please janaben.

লিংক কৈ?

লিংক?

    @bloggingtalk.com: শেয়ার ক্যাশ সাইন আপ

    @bloggingtalk.com: লিঙক ছিলো কিন্তু টেকটিউন্স মুছে দিয়েছে কারন ওটা রেফারেল লিঙক ছিলো

শেয়ার ক্যাশ সাইন আপ করতে এখানে ক্লিক করুন: http://ideabaj.com/sharecash

Level 0

কিন্তু সাইটার নাম কি…। লিংক কই…..

Level 0

Vai survey korte bole. kono offer complete korte gele error ashe….

    সৃজন ভাই, একটা ব্যাপার ভাবেন, কেন তারা আপনাকে ডাউনলোডের বদলে পেমেন্ট করবে? পেমেন্ট করবে এই কারণে যে, এতে করে যে ডাউনলোড করবে সে একটা কাজ (যেমন সার্ভে) করে দিবে। আর যেহেতু আপনার মাধ্যমে ডাউনলোডকারী কাজটা করছে তাই আপনি পেমেন্ট পাবেন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ।