ফ্রিল্যান্সিং শিখুন অনলাইনে সম্পূর্ণ ফ্রী। ইদানিং কিছু নাম সর্বস্ব প্রতিষ্ঠান ফ্রীলেঞ্চিং সেখানোর নাম করে মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। তাদের এসব আপক্রমের জবাব দিতে আমার এই ছোট্ট প্রয়াস, আশা করি আপনারা আমার সাথে থাকলে এই উদ্দেশ্য সফল হবে। ফ্রীলেঞ্চিংয়ের সকল বিষয়ে সহজ ভাষায় বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। প্রয়োজনে চিত্র/ভিডিও ব্যবহার করা হবে। ফ্রীলেঞ্চিং শুরু করার আগে ভালো একটি প্রতিষ্ঠান থেকে আপনার পসন্দের যেকোনো একটি বিষয়ে প্রশিক্ষণ নিয়ে নিজেকে ওই কাজে সম্পূর্ণ দক্ষ করে গড়ে তুলুন, তাহলে আপনাকে আর কখনই পিছনে ফিরে তাকাতে হবে না। আসুন তাহলে শুরু করা যাক।
ফ্রীলেঞ্চিং নিয়ে আমার লেখা ধারাবাহিক টিউটোরিয়ালের এটি প্রথম পর্ব। আমি পর্যায় ক্রমে ফ্রীলেঞ্চিং এর সব বিষয় নিয়ে আলোচনা করবো।
ফ্রীলেঞ্চিং শব্দটির বাংলা আভিধানিক অর্থ “মুক্ত পেশাজীবী”। ফ্রীলেঞ্চিং শব্দটির প্রথমেই “ফ্রী” কথাটি আছে যার মানে হল এটি পুরোপুরি স্বাধীন একটি পেশা। ফ্রীলেঞ্চিং মানে স্থায়ীভাবে কোন কম্পানি বা কোন বাক্তির অধীন না থেকে নিজের পছন্দের কাজ, নিজের পছন্দের কৌশলে, নিজের সুবিধামত সময়ে (শর্ত প্রযোজ্য) করা। এখানে আপনি যেকোনো একটি কাজের বিষয়ে দক্ষ হলে সেই একই কাজটি আলাদাভাবে বিভিন্ন বাক্তির কাছে বিক্রি করে ইনকাম করতে পারবেন। যেমন আপনি যদি ওয়েব ডিজাইনার হন, আপনি একটি ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন করে সেটি বার বার বিক্রি করে আয় করতে পারবেন।
আউটসোর্সিং মানে হচ্ছে নিজের ঘরে থেকে অনলাইনে আপনি আপনার দেশের/শহরের বাইরে থেকে আয় করবেন। সেই অর্থে সব ফ্রীলেঞ্চিং কাজ আউটসোর্সিং ের মধ্যে পরে, যেহেতু সব দেশেই পর্যাপ্ত সংখ্যক ক্লাইন্ট (ফ্রীলেঞ্চিং এ ক্লাইন্ট মানে যে আপনাকে কাজ দিবে) থাকে না এবং বেশির ভাগ ফ্রীলেঞ্চার বিদেশি ক্লাইন্টের সাথে কাজ করে। তবে এই দুইতির পার্থক্য হল আপনি অনলাইনে কাজ করে আপনার পাশের বাসার লোকটির কাছ থেকেও আয় করতে পারেন, তাহলে সেটি ফ্রীলেঞ্চিং হবে কিন্তু আউটসোরচিং হবে না।
১. ফ্রীলেঞ্চিং এর প্রথম এবং প্রধান শর্ত অবশ্যই আপনাকে ইংরেজি ভাষার সঠিক ব্যবহার জানতে হবে। অনেকেই মনে করতে পারেন ইংরেজি তো আমি কথায় কথায় বলি। কিন্তু জনাব, কথায় কথায় ইংরেজি বলা আর একজন বিদেশির সাথে ইংরেজিতে তথ্য আদান প্রদান করা এক কথা নয়। বাংলিশ (বাংলা + ইংলিশ) ভাষা দিয়ে আর যাই হোক ফ্রীলেঞ্চিং হয় না।
আবার অনেকেই ইংরেজি জানেন কিন্তু সেটার সঠিক ব্যবহার জানেন না। ফ্রীলেঞ্চিং এ সফল হতে হলে অবশ্যই ইংরেজিতে পুরোপুরি দক্ষ হতে হবে, এর কোন বিকল্প নাই। এবার আসুন সঠিক ব্যবহার না হলে ভাষার মানে কি দাঁড়ায় সেটার উপর একটা ভিডিও দেখে আসি। সবাই চোখ, কান (বাকি যা যা আছে সবকিছু) খোলা রেখে দেখবেন।
২. ফ্রীলেঞ্চিং করতে হলে অবশ্যই কঠোর পরিস্রম করার মানসিকতা থাকতে হবে। যেসব বাবু সাহেবরা চিন্তা করতেছেন খাবো, ঘুমাবো, বন্ধুদের সাথে আড্ডা মারব তারপরও মাসে হাজার হাজার ডলার আয় হবে, তাদের বলি কঠোর পরিস্রম ছাড়া কোন সফল ফ্রীলেঞ্চার আজ পর্যন্ত তৈরি হয়নি এবং ভবিষ্যতেও হবে না, ১০০% গারান্টি।
৩. আপনাকে প্রচণ্ড ধৈর্যশীল হতে হবে কারন প্রথম জবটা পাওয়া কিছুটা হলেও কষ্টকর। তবে আপনি সত্যিকার অর্থে একটি কাজে দক্ষ হলে এই সময়টা খুব বেশি না। চেষ্টা চালিয়ে যেতে হবে যতক্ষণ না সফল হন। আর যেকোনো সাহায্যের জন্য আমরা ত আছিই।
৪. আপনাকে সৎ হতে হবে, অসৎ কেউ অন্য যাই করুক ফ্রীলেঞ্চিংয়ে সফল হতে পারবে না। আপনি ২ ঘণ্টার কাজ ৫ ঘণ্টায় করলে হয়ত পেমেন্ট পাবেন কিন্তু বায়ার (ক্লাইন্ট) আপনাকে একটা খারাপ ফিডব্যাক দিলে সেটা আপনার পুরো ফ্রীলেঞ্চিং ক্যারিয়ার ধ্বংসের কারন হয়ে উঠতে পারে।
৫. জব করার সময় আপনি এমন কিছু প্রবলেম এ পড়বেন যা থেকে কিভাবে উদ্ধার পেতে হবে সেটা আপনার নিজেরই খুজে বের করতে হবে, দুনিয়ার কোন ট্রেনিং সেন্টার আপনাকে এগুলি শিখাতে পারবে না । (আপনার মাথায় ১.৫ কেজি ওজনের একটা মগজ দিছে, আর আপনি সেটা কাজে লাগাইবেন না এইটা কোনো কথা…!)
৬. যত বিপদেই পড়েন মাথা গরম করবেন না, যে কোন পরিস্থিতিতে ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নিবেন। (কাজ করতে বসার সময় আইস ব্যাগ মাথায় লাগাইয়া রাখতে পারেন)
৭. নিজের উপর বিশ্বাস রাখেন যে আপনি পারবেন, আপনি পারেন, যদি নিজেই মনে করেন যে আপনি পারবেন না তাহলে আপনি জীবনেও পারবেন না ।
৮. সর্বশেষ এবং সবচেয়ে গুরুপ্তপূর্ণ পরামর্শ; মার্কেটপ্লেচ কাজ শেখার জায়গা না, কাজ করার জায়গা। যদি ভাবেন “কাজ করতে করতে সওওব শিখা ফালামু” তাহলে আপনি ভুল ভাবছেন। যদিও কিছু কিছু ক্লাইন্ট কাজ শুরুর আগে সব শিখাইয়া দেয়, কিন্তু পরের ভরসায় চরে যাওয়া কি ঠিক??
অনলাইন ফ্রীলাঞ্চিং কোর্সের প্রথম পরব এখানেই শেষ করছি। কোর্স সম্পর্কিত যেকোনো প্রশ্ন করতে এবং আমাদের পরবর্তী টিউন সম্পর্কে আপডেট পেতে যোগ দিন আমাদের ফেসবুক গ্রুপে। এই টিউটরিয়ালটি প্রথম প্রকাশিত হয়েছে ইংরেজিতে এইখানে। এই টিউটরিয়ালটি সম্পূর্ণ বাংলায় পিডিএফ ফাইলে ডাউনলোড করুন এইখানে।
আমি Tuner's Hat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল হয়েছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ।