LionCoders এর ট্রেনিং প্রোগ্রামটি শুরু করার পর থেকে অনেকের বিভিন্ন প্রশ্ন দেখে চিন্তা করছিলাম ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং নিয়ে কিছু লিখব।
ধরেন আপনি শুক্রবারে খুব আরাম করে ঘুমাচ্ছেন। হঠাৎ মনে পড়ল আজ আপনার বাজারে যাওয়ার কথা। কিন্তু বিছানা ছেড়েতো উঠতেই ইচ্ছে করছেনা আপনার (মহা আলসে আরকি!)। তাই আপনার ছোটভাইকে খুব আদর করে ডেকে বাজারে যেতে বললেন। কিন্তু আপনারই তো ছোটভাই, সে তো আর আপনার আদরে গলেনা। সে বলে তাকে এই কাজের জন্য টাকা দিতে হবে। আপনি তার চাহিদামত টাকা দিয়ে বাজারে পাঠালেন। অর্থাৎ আপনি তাকে কাজটি আউটসোর্স করে দিলেন। এক্ষেত্রে আপনি হচ্ছেন ক্লায়েন্ট, আপনার ছোটভাই হচ্ছেন ফ্রিল্যান্সার।
অনেকেই বলে তারা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং শিখতে চায়। আসলে আপনাকে জানতে হবে আপনি কোন কাজটি ভালো পারেন বা কোন কাজটি শিখতে চান। কেউ হয়ত ভালো প্রোগ্রামিং পারে, কেউ হয়ত ভালো আর্টিকেল লিখতে পারে, কেউ হয়ত ভালো এসইও পারে, ব্লা ব্লা। তা দিয়েই আপনাকে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করতে হবে। যে কাজটিতে আপনি বেশি আগ্রহী, সেটি বেছে নিলেই ভালো। কারণ তাতে সফলতার সম্ভাবনা বেশি।
অনেকেই প্রশ্ন করে মাসে কত টাকা ইনকাম করতে পারবে। এটা অনেকটা গাছে কাঁঠাল গোঁফে তেল এর অবস্থা। আপনাকে তো আগে কাজে নামতে হবে এবং সেটা পারতে হবে। তারপর আপনার কাজের কোয়ালিটি কেমন, সে অনুযায়ী ইনকাম হবে। আর এটা একটি চলমান প্রক্রিয়া। ধীরে ধীরে আপনার কাজের কোয়ালিটি যত বাড়বে, আপনার কাজ পাওয়ার সম্ভাবনা তত বাড়বে।
সেদিন আমাদের কাছে কোর্সরত একজন বলল ভাইয়া আপনারা তো এডভার্টাইজমেন্ট এ বলতে পারেন যে বিনা ইনভেস্টমেন্টে ঘরে বসে মাসে ৩০-৪০ হাজার টাকা ইনকাম করুন। এইরকম এড তো অনেকেই দিচ্ছে। বুঝতে পারলাম এই সেক্টরটি অনেকটা আমাদের দেশের পাবলিক পরীক্ষার এ+ এর মত হয়ে গেছে। সবার স্বপ্নটি বাস্তবতায় না থেকে অবাস্তবের পথে হাঁটছে। কেন এই কথা বললাম?
আমি বলছিনা স্বপ্ন দেখা যাবেনা। কিন্তু আপনাকে সেজন্য যথাযথ শ্রম দিতে হবে। টাকা বা ডলার ইনকাম করা যদি এতই সোজা হত, তাহলে বাংলাদেশে কাউকে ভিক্ষা করতে হতনা। আপনি শুধু ৩০-৪০ হাজার কেন এর চেয়ে বেশি ইনকাম করতে পারবেন। কিন্তু আপনাকে সময় দিতে হবে এর পিছনে। ব্যাপারটি এমন নয় যে ফ্রিল্যান্সিং সাইটে একাউন্ট খুললাম, বীড করলাম, কাজ পেয়ে গেলাম আর ডলারের বৃষ্টি শুরু হল। উন্নতির কোন শর্টকাট রাস্তা থাকেনা।
আবার অনেকে বলে কাজতো পারি কিন্তু সাইটগুলো তে বীড করে কাজ পাচ্ছিনা। হয়ত আপনার প্রোফাইল, আপনার বীডিং প্রাইস, বা আপনার বীডিং স্টাইল, ক্লায়েন্ট এর ভালো লাগছেনা। সেক্ষেত্রে আপনি কোন অভিজ্ঞজন থেকে আইডিয়া নিতে পারেন। এরপরও যদি কাজ না পান তবে আপনাকে ধৈর্য্য ধরতে হবে।
আবার অনেকে কিছুদিন কাজ করার পর হতাশ হয়ে যান। কারণ আর কাজ পাননা। মনে রাখতে হবে এই সেক্টরে কাজ করতে হলে আপনাকে সবসময় আপডেটেড থাকতে হবে। ধরেন আপনি ওয়েব ডেভেলপমেন্ট এ কাজ করেন। বর্তমানে ওয়েবসাইটের ট্রেন্ড হচ্ছে মিনিমাল, রেসপনসিভ, খুব হালকা টাইপের ডিজাইন। আপনাকে সবসময় লেটেস্ট ট্রেন্ড এর সাথে মানিয়ে নিতে হবে। তাহলে আপনার কাজ পাবার সম্ভাবনা বাড়বে।
আবার কেউ কেউ প্রশ্ন করে আপনাদের এখান থেকে কোর্স করার পর ফ্রিল্যান্সিং সাইটগুলো থেকে কি কাজ পাইয়ে দিবেন। তাদের থেকে জানলাম একটি ভয়ংকর তথ্য। কিছু প্রতিষ্ঠান নাকি ছাত্রদের থেকে টাকা নিয়ে ফ্রিল্যান্সিং সাইটে কাজ পোষ্ট করে। ছাত্ররা সেগুলো বীড করে এবং তাদেরকে কাজটি দেয়া হয়। তারা কোন কাজ না করেই সেগুলোতে ভাল রেটিং বা রিভিউ পায় অর্থাৎ প্রতিষ্ঠানগুলো দেয় আরকি। একটি জিনিস মনে রাখতে হবে আপনার প্রোফাইলে যতই ভাল রেটিংই থাকুক, শেষ পর্যন্ত কিন্তু আপনাকে কাজটি পারতে হবে। এইভাবে হয়ত আপনি কিছু ক্লায়েন্টকে বোকা বানিয়ে আপনার কাছে আনতে পারবেন। কিন্তু কাজ না পারলে আপনাকে কেউ টাকা দিবেনা, উল্টো খারাপ রেটিং আর রিভিউ পাবেন। এইসব প্রতিষ্ঠান থেকে যত দুরে থাকবেন ততই আপনার জন্য মঙ্গল।
আত্নবিশ্বাসী হোন। কাজটিকে ভালবাসুন। নিয়মিত আপডেটেড থাকুন। ইনশাল্লাহ সফলতা আসবেই। শুভ হোক আপনাদের সকলের ফ্রিল্যান্সিং।
আমি তারিক ইকবাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আপনার পোস্ট টি অনেক ভাল লাগসে। আমরা ১০-১৫ হাজার টাকা এর চাকুরি এর জন্য ১৬-১৮ বছর পড়াশুনা করি। কিন্তু ফ্রীলান্সিং করে আরও বেশী আয় করার স্বপ্ন দেখি ১ মাস কাজ না শিখে ই।
—–
“কিছু প্রতিষ্ঠান নাকি ছাত্রদের থেকে টাকা নিয়ে ফ্রিল্যান্সিং সাইটে কাজ পোষ্ট করে। ছাত্ররা সেগুলো বীড করে এবং তাদেরকে কাজটি দেয়া হয়। তারা কোন কাজ না করেই সেগুলোতে ভাল রেটিং বা রিভিউ পায় অর্থাৎ প্রতিষ্ঠানগুলো দেয় আরকি।”
—-
কথা টা ভয়ংকর ভাবে সত্য। আমার পাশের ফ্লাট এর ২/৩টা ছোট ভাই এই ভাবে রেটিং কিনসে। ৫.০০ সাথে ভালো কমেন্ট। তারা কি কাজ জানে সেটা না হয় না ই বললাম।