সালাম
মনে আছে আমার এই টিউন? ডাউনলোডের সাইট বানিয়ে টাকা ইনকাম করবি না ক্যারে??!!!! আমি অনেক ক্লায়েন্টদের ডাউনলোডের সাইট বানিয়ে দিয়েছিলাম, কিন্তু কখনো নিজের জন্য বানাই নি, তাই ১.৫ মাস আগে ডোমেইন কিনে দেখলাম ইনকাম করা যায় নাকি। শাওন ভাইয়ের ইনকাম দেখে ভেবেছিলাম আসলেই করা যায়। তাই কিছু না বুঝে টিউনটি করেছিলাম কিন্তু কখনো নিজে এপ্লাই করি নাই। তারপর নিজে এপ্লাই করলাম। প্রথম দিকে ভিজিটর দেখে হতাশ হয়েছিলাম, কিন্তু সামান্য SEO করেই ব্যপারটা ঘটল। কয়েকদিন ৯৫০-১৫০০ ছিল, কিন্তু ২৫ দিন ধরে ৮০০০-১০,০০০+, আমার ২০ জিবি ব্যান্ড কভার দিতে পারছিল না, শেষ পর্যন্ত ক্লাউডে যেতেই হল।
মাঝখান দিয়ে বিড এবং এড ক্যাশ থেকে এড দেখানো শুরু করলাম। বিড দিল ২০০ ডলার। এড-ক্যাশ দিল ১১২.৫ ডলার। প্রুফ সহ দিলাম।
Bidvertiser
Adcash proof:
দেখলাম ইন্ডিয়ান ভিজিটর এবং বাংলাদেশি ভিজিটর দেখলে কেও টাকা দিতে চাই না। তাই দিনের একটি সময় ব্যয় করলাম US থেকে ভিজিটর আনার জন্য। সফল হলাম। ৬০% আসত স্যাশাল সাইট থেকে । ৪০% অর্গানিক সার্চ থেকে। কিছুদিন ধরে আমার অর্গানিক সার্চ বেড়ে যায়।
আমিই আমার সাইটে কিছু ব্ল্যাক হ্যাট SEO ব্যবহার করেছি সাময়িকের জন্য যার জন্য আমার সাইটের র্যাঙ্কিং বেড়ে গিয়েছিল।
আমার আমার ইসলামি ব্যাঙ্কের ভিসা কার্ডের মাধ্যমে টাকা গুলো দেশে আনি। কিন্তু ব্যাংক আমাকে যেই কনভার্ট টাকা দিচ্ছিল তা খুবই কম । তাই ডলার গুলো দেশি ব্রোকার দিয়ে ভানগিয়ে টাকা বানাই। লাভ ভালোই হল।
আমার এই টিউনটী সম্পূর্ন নিজস্ব এক্সপেরিয়েন্স ভিত্তিক। তাই কেও খারাপ কমেন্ট করবেন না আশা করি।
ইউজারদের অনুরোধে সাইটের লিঙ্ক 69download.com (ভাইরালিং করা আছে। )
আমার সাইটের বৈশিষ্ট্যঃ
১)সম্পূর্ন রোবটের সাহায্য চলে।
২) বাইশটা সাইটের কন্টেন্ট অটো আমার সাইটে পাব্লিশ করে।
৩) অটো স্যাশাল শ্যারিং হয়।
৪) এর পেছনে ভাইরালিং স্ক্রিপ্ট আছে।
আমি যেই ব্ল্যাক হ্যাট SEO ব্যবহার করেছি।
১)SENUKE XCR
2)GSA Search Engine Ranker
3)Facebook LED
আশা করি আপনারা উপকৃত হয়েছেন। ধন্যবাদ।
আমি ইফতেখার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যে কোন বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন ০১৫৫৪৫২১১৬৩
আপনার সাইট সম্পর্ক্যে এটু বিস্তারিত বললে ভালো হতো । আর আপনার সাইট এর লিংক টা দিলে ভালো হতো আমরাও বুঝতাম কি প্রকার সাইট থেকে ইনকাম তরা সম্ভব।যাই হোক দেথে ভালো লাগলো ।ধন্যবাদ সেয়ার করার জন্য।