ডাউনলোডের সাইট বানিয়ে ২৫,০০০ টাকা আয় করলাম এক মাস ৩ দিনে। (নিজস্ব প্রতিবেদন)

সালাম

মনে আছে আমার এই টিউন? ডাউনলোডের সাইট বানিয়ে টাকা ইনকাম করবি না ক্যারে??!!!! আমি অনেক ক্লায়েন্টদের ডাউনলোডের সাইট বানিয়ে দিয়েছিলাম, কিন্তু কখনো নিজের জন্য বানাই নি, তাই ১.৫ মাস আগে ডোমেইন কিনে দেখলাম ইনকাম করা যায় নাকি। শাওন ভাইয়ের ইনকাম দেখে ভেবেছিলাম আসলেই করা যায়। তাই কিছু না বুঝে টিউনটি করেছিলাম কিন্তু কখনো নিজে এপ্লাই করি নাই। তারপর নিজে এপ্লাই করলাম। প্রথম দিকে ভিজিটর দেখে হতাশ হয়েছিলাম, কিন্তু সামান্য SEO করেই ব্যপারটা ঘটল। কয়েকদিন  ৯৫০-১৫০০ ছিল, কিন্তু ২৫ দিন ধরে ৮০০০-১০,০০০+, আমার ২০ জিবি ব্যান্ড কভার দিতে পারছিল না, শেষ পর্যন্ত ক্লাউডে যেতেই হল।

মাঝখান দিয়ে বিড এবং এড ক্যাশ থেকে এড দেখানো শুরু করলাম। বিড দিল ২০০ ডলার। এড-ক্যাশ দিল ১১২.৫ ডলার। প্রুফ সহ দিলাম।

Bidvertiser

Adcash proof:

দেখলাম ইন্ডিয়ান ভিজিটর এবং বাংলাদেশি ভিজিটর দেখলে কেও টাকা দিতে চাই না। তাই দিনের একটি সময় ব্যয় করলাম US থেকে ভিজিটর আনার জন্য। সফল হলাম। ৬০% আসত স্যাশাল সাইট থেকে । ৪০% অর্গানিক সার্চ থেকে। কিছুদিন ধরে আমার অর্গানিক সার্চ বেড়ে যায়।

আমিই আমার সাইটে কিছু ব্ল্যাক হ্যাট SEO ব্যবহার করেছি সাময়িকের জন্য যার জন্য আমার সাইটের র‍্যাঙ্কিং বেড়ে গিয়েছিল।

আমার আমার ইসলামি ব্যাঙ্কের ভিসা কার্ডের মাধ্যমে টাকা গুলো দেশে আনি। কিন্তু ব্যাংক আমাকে যেই কনভার্ট টাকা দিচ্ছিল তা খুবই কম । তাই ডলার গুলো দেশি ব্রোকার দিয়ে ভানগিয়ে টাকা বানাই। লাভ ভালোই হল।

আমার এই টিউনটী সম্পূর্ন নিজস্ব এক্সপেরিয়েন্স ভিত্তিক। তাই কেও খারাপ কমেন্ট করবেন না আশা করি।

ইউজারদের অনুরোধে সাইটের লিঙ্ক 69download.com (ভাইরালিং করা আছে। )

আমার সাইটের বৈশিষ্ট্যঃ
১)সম্পূর্ন রোবটের সাহায্য চলে।

২) বাইশটা সাইটের কন্টেন্ট অটো আমার সাইটে পাব্লিশ করে।

৩) অটো স্যাশাল শ্যারিং হয়।

৪) এর পেছনে ভাইরালিং স্ক্রিপ্ট আছে।

আমি যেই ব্ল্যাক হ্যাট SEO ব্যবহার করেছি।

১)SENUKE XCR

2)GSA Search Engine Ranker

3)Facebook LED

আশা করি আপনারা উপকৃত হয়েছেন। ধন্যবাদ।

Level 0

আমি ইফতেখার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যে কোন বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন ০১৫৫৪৫২১১৬৩


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার সাইট সম্পর্ক্যে এটু বিস্তারিত বললে ভালো হতো । আর আপনার সাইট এর লিংক টা দিলে ভালো হতো আমরাও বুঝতাম কি প্রকার সাইট থেকে ইনকাম তরা সম্ভব।যাই হোক দেথে ভালো লাগলো ।ধন্যবাদ সেয়ার করার জন্য।

    updated

      @ইফতেখার: ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য ভাই চালাইয়ে যান আমরা আছি আপনার সাথে…….

Level 0

আপনার সাইট সম্পর্ক্যে এটু বিস্তারিত বললে ভালো হতো ……..ধন্যবাদ ।

Level New

Vi black hat seo korle dhora khaoar somvabona kemon?

Level 0

ভাই আপনার টা কি ধরনের ডাউনলোড সাইট? ? লিংক টা দেন

সবার জন্য উপযুক্ত নয় বিদায় হয়তোবা সাইট টি ঠিকানা দিতে চান নাই। এমন সাইটে ভিসিটর সব চাইতে বেশি হয়। যাই হোক দেশী মানুষ ইনকাম করলে শুনলে ভাল লাগে। আমার লিংক আমাকে দিন আমি প্রতিদিন না হয় ইউ এস আইপি দিয়ে ক্লিক ২০ পিজ দিব। জেনুইন আইপি কোন বল্ক খাবার আশংকা নেই।

site er link koi?

    updated

      @ইফতেখার: আমি আপনার সাইট না দেখে কমেন্ট করার জন্য আন্তরিক দু:ক্ষিত । আমার উপরোক্ত কথা মনে ব্যাথা না নিয়ে আপনার আন্তরিক ভাবে দেখার জন্য অনুরোধ করা হল। আমার কিছু কথা আপনাকে।
      আপনার সাইট হোস্টি দেখলাম। এবং ডোমাইন কিনেছেন কোন কোম্পানি এবঙ আপনার ডিটাইলস দেখে আমার মনে হল আপনি অনেক শ্রম দিয়েছেন সাইট ডেপলাপের পিছিনে। আপনি আশা করি সামনে আরে অগ্রসর হবেন এই আশা রাখি। সত্য কথা বলতে আমার একাইন্ট মাত্র ৮০ ডলার জমা হয়েছে। সাইট ডেপলাপ করতে ফ্রি হোস্টিং জামেলা ১২৮ কেবি র‌্যাম ইত্যাদি ইত্যাদি হোস্টি ব্যান। খেয়ে কাজ করতে মন চায় না। আপনার সাইটে আপলোড করেন যে ফাইল গুলো তা কি ফ্রি আপলোড করেন? মানে ৬০০ মেগা একটা ফাইল আপলোড করেন এত সময় দেন যে যারা বুজবে তারাই আপনাকে ধন্যবাদ দিবে। ভালো থাকুন

        @www.bangladesh.usa.cc: আপনার কথা খুব একটা ক্লিয়ার ছিল না। তবে যা বুঝলাম তার উৎর হল আমার সাইট লিঙ্ক ইন্ডেক্স করে। এই লিঙ্ক গুলো সরাসরি র ফাইলের। তাই ভিজিটররা সরাসরি এপ ডাউনলোড করে

Level 0

FaceBook group:
Blog or Website’s Ad Click Exchange । এই গ্রুপের মেম্বারদের কাজ হলো প্রত্যেকে প্রত্যেকের ব্লগ/ওয়েবসাইটে প্রতিদিন এড এ ২টা ক্লিক আর ১টা কমেন্ট পোষ্ট করতেহবে । যার মাধ্যমে আমরা যার যার ব্লগ অথবা ওয়েবসাইট থেকে আরো অতিরিক্ত ইনকাম শুরু করতে পারব আর ভিজিটর এবং ইমপ্রেসন ও বাড়বে।

Level 0

বাইশটা সাইটের কন্টেন্ট
অটো আপনার সাইটে কিভাবে পাব্লিশ হয়, একটু বলবেন প্লিজ !!?

    @CBZ: রোবট দিয়ে

      Level 0

      vai…@ইফতেখার: আচ্ছা ভাই তাহলে আমি যদি আমার সাইটটি আপনার মত রোবট দিয়ে চালাতে চাই তাহলে করব কিভাবে? মানে এই রোবট টা ইউজ করব কিভাবে আর এটা পাব কোথায় ? জানালে উপকৃত হব

        এটা কিনতে হবে। আমাকে কল করতে পারেন @০১৫৫৪৫২১১৬৩ এ । আমি কিনতে আপনাকে সাহায্য করতে পারি

          Level 0

          @ইফতেখার: oh.. thanks … if i need then i will call u …

          আচ্ছা কত টাকা লাগবে ভাইয়া ?

Level 0

@ ইফতেখার :

ভাই, আপনার ওখানে দেখলাম টিভি সিরিয়াল নামের একটা অপশন রয়েছে।
ওখানে আপনি ইংরেজি আর হিন্দি সিরিয়াল রেখেছেন বলে মনে হচ্ছে।

যদি আপনার পক্ষ সম্ভব হয়, তবে “সনি আট বাংলা” চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল যেমনঃ আদালত, সি আই ডি, ভৌতিক সিরিয়ার বা নাটক বা মুভি এগুলো যদি দেন, তবে মনে হয় আপনার সাইটে বাংলাদেশী ভিজিটর আরো বেড়ে যাবে।

এছাড়া ডিসকোভারীর বাংলা ডাবিং করা কিছু জনপ্রিয় শো রাখতে পারেন। তাহলে যখন খুশি পছন্দ মত অনুষ্ঠান ডাউনলোড করে দেখা যাবে এবং টিভিতে মিস করে গেলেও কোন সমস্যা থাকবে না।

অবশ্য আমি জানি না আমার অনুরোধগুলো রাখা সম্ভব কিনা।

তবে বিষয়টা একটু বিবেচনা করে দেখবেন বলে আশা করি।

জটিল তো ভাইয়া। একটা সাইট দেখলাম এ ধরনের রোবট না কি জানি বললেন, তা অন্য কয়েকটা সাইট থেকে ফাইলের লিঙ্ক সাপ্লাই করে নিজে থেকে। জাস্ট সিম্পল কোশ্চেন। Phn Curl দিয়ে করা সম্ভব কি ?

জটিল তো ভাইয়া। একটা সাইট দেখলাম এ ধরনের রোবট না কি জানি বললেন, তা অন্য কয়েকটা সাইট থেকে ফাইলের লিঙ্ক সাপ্লাই করে নিজে থেকে। জাস্ট সিম্পল কোশ্চেন। Php Curl দিয়ে করা সম্ভব কি ?

    @শাহরিয়ার শিমুল: php curl তো জাস্ট একটা ইন্সট্রাকশান।

    @jaksonlink: জিনিস্টাকে আর কিভাবে ক্লিয়ার করব বলেন?!

Level 0

চমৎকার

Level 0

আপনার কথা শুনে বুঝলাম যে, এক্সপার্ট ছাড়া এতো টাকা ইনকাম করা সম্ভব না। অনেকেই দেখেছি ওয়েবসাইট খোলে টাকাড় পেছনে ছুটছে কিন্তু সাইটে কোন কন্টেন্ট নাই 😛

    @Sohag: কই ভাই আমি শুধু মাথা খাটাইছি আর সময় দিছি

ভাইরালিং মানে ? আপনার সাইটের লিংক কোথায় ?

    @rabiul islam: ভিডিও দেখার মাধ্যমে আমার সাইটে প্রবেশ করতে পারবেন।

Level 0

চমৎকার !

Level 0

ভাই আপনার সাইট থেকে Android nfshotpursuit game টা ডাওনলোড করছি কিন্তু ছলছেনা আমি Walton H3 use করি. plz help me. r game data file ta ami sd/android/data past korsi kintu run hoyna

হুম্মম ভাই, আজকে ধন্যবাদ দিলাম। গুগলে একটু সময় দিয়ে বের করে ফেলেছি একটা প্লাগিন। সিকিউরড আর অনেক সহজে।
আপনার সাইটে কোন কোন সাইট থেকে ডাটা নেন সেটার rss feed এর একটা লিস্ট দিলে উপকার পাইতাম। গেট মিডিয়া ফায়ার , এপস এপিকে টা অলরেডী পায়া গেছি। 🙂 আপনার থেকে আইডিয়া নিছি, সো এগেইন থ্যাঙ্কস

    @শাহরিয়ার শিমুল: ভাই কিছু মনে করবেন না। পাইরেটেড যাই চালান না কেন সাইট পেনাল্টি খাইলে আপনার টাকা ইনকাম হবে না।

আমি কোন বিদেশী এ্যাড সার্ভার ব্যাবহার করি ই না ভাই 😛 😛 যা করুম দেশের মানুষের জন্য। আমার http://www.fajlami.com এ আপনি আমন্ত্রিত 🙂 লিস্ট দিবেন না ?

বাই দা ওয়ে ভাই, আপনার এ্যালেক্সা র‌্যাঙ্ক দেখে আমি হতাস

    @শাহরিয়ার শিমুল: আমার ১ মাসের এলেক্সা রেঙ্ক। এলেক্সা রেঙ্কে অবশ্য কিছু যায় আসে না।

Vai apner moto site bantae and black hat seo korte koto cost hobe aktu bolben. othoba cont num.

Level 0

ভাই ব্লাক হ্যাট এসইও ব্যবহার করলে সাইট ব্লক হয়ে যাবে কি?

2 bocor jabot vabteci online a earn korbo! bt kicui sikhte parlam na, then earn o korte parlam na… best of luck..

এইসব দেখলে জীবন টা ফালা হয়া যায় 🙂

Good

ভাই, আমি ফিউশনবিডি.কম এর মত ডাউনলোড সাইড বানাতে চাই কিন্তু কিচ্ছু বুঝতেছিনা কিভাবে বানাতে হয়।হেল্প করলে খুব উপকৃত হতাম। ধন্যবাদ