কি শিখবেন ? কেন শিখবেন ? হট টিউন ! মিস করবেন না ।

সবাই কে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের টিউন শুরু করছি । বর্তমানে আমকে অনেকেই ফেসবুকে প্রশ্ন করেন ভাইয়া আমি ফ্রীল্যান্সিং করতে চাই তো আমি কোন কাজটি শিখবো ? এই প্রশ্নের জবাবে আমি যা বলতে চাই তা হলঃ আপনাকে আগে চিন্তা করতে হবে আমি কি করতে চাই বা কি শিখতে চাই ! আমি একটা কথা আমার স্টুডেন্টদেরকে বলি যে তোমার মন যা চায় তুমি তাই কর । কেননা আপনার মন যেটা চায় না সেটা আপনি কখনোই ঠিক ভাবে করতে পারবেন না । আর যদি করেনও তাহলে সফল হতে পারবেন না ! প্রত্যেকটা মানুষ দুইটা জিনিস কে বেশী ভালবাসে আর তা হল এক তার পেশা দুই তার নেশা । আপনি হয়ত গান শুনতে পছন্দ করেন কিন্তু গাইতে নয় ! সেই রকম প্রত্যেকটা জিনিসই । গান শুনাটা হয়ত আপনার নেশা , পেশা নয় ! আপনাকে ডিসাইড করতে হবে কোনটা আপনার নেশা আর কোনটা আপনার পেশা । আপনার যদি গ্রাফিক্স ডিজাইন ভাল লাগে তার মানে এই না যে আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে ফ্রীল্যান্সিং করতে পারবেন ? একজন গ্রাফিক্স ডিজাইনার হতে হলে যে গুন গুলু আপনার মাজে থাকা দরকার সে গুলু আপনার মাজে আছে কিনা সেটা নিজেকে প্রশ্ন করতে হবে । আপনি কি ভাল আঁকা আকি করতে পারেন ?
আপনি কি ক্রিয়েটিভ জিনিস চিন্তা করতে পারেন ? কোন ডিজাইন নিয়ে চিন্তা করতে পারেন ? এই তিনটি প্রশ্ন নমুনা মাত্র । আপনি যদি এই সকল প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন । এখন কথা হল আপনি  গ্রাফিক্স ডিজাইনার এর ট্রেনিং করে ডিজাইনার  হলেন  এর  কিছু দিন পর দেখা গেল আপনার কাছে আর গ্রাফিক্স ডিজাইন টা ভাল লাগছে না তখন আপনি চাইছে ন ওয়েব ডিজাইন শিখবেন আর সেই ইচ্ছা নিয়ে ওয়েব ডিজাইন শিখা শুরু করলেন ! এই ভাবে কিন্তু আপনি সফল হতে পারবেন না । আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে কাজের শুরুতেই ভাবতে হবে । সবার আগে আপনার লক্ষটা কে নির্ধারণ করতে হবে । লক্ষ্য ছাড়া আপনি এগিয়ে যেতে পারবেন না , আর এগিয়ে গেলেও আপনি সফল হতে পারবেন না ! লক্ষ্য ছাড়া আপনার জীবনের সার্থকতা আসবে না ।

প্রতিটা কাজ করার আগে আপনাকে নিজের কাছে প্রশ্ন করতে হবে যেঃ

  • আমি কাজটি কেন করব ?
  • আমার কোন কাজটি সব থেকে বেশী ভাল লাগে ?
  • যেটা করব সেটা কি আমার নেশার জন্য করব নাকি পেশার জন্য করব ?
  • আমি কাজটি করতে পারব কিনা ?
  • কাজটি করার জন্য যেসকল গুনাবলি থাকা দরকার তা আমার আছে কিনা ?
  • আমার জন্য কাজটি উপযুক্ত কিনা ?
  • আমার ভবিষ্যৎ কি হবে ?
  • আমার উপার্জনের মাধ্যম কি এটাই হবে নাকি সাথে অন্য কিছুও করব ?

এই  প্রশ্নের গুলুর উত্তর যদি পেয়ে যান তাহলে আপনার সফলটা কেউ ঠেকাতে পারবে না ।

আপনি যদি ভাল লেখা লিখি করতে পারেন তাহলে আপনি লেখা লিখি কে ক্যারিয়ার হিসেবে নিতে পারেন । আপনার যদি প্রোগ্রামিং ভাল লাগে তাহলে আপনি ওয়েব ডিজাইন অথবা ওয়েব ডেভেলপমেন্টে ক্যারিয়ার গড়তে পারেন । অনেকেই মনে করেন যে ওয়েব ডিজাইন অথবা ওয়েব ডেভেলপমেন্টের কাজ শিখতে হলে সিএসসি এর স্টুডেন্ট হতে হয় এটা একদম ভুল ধারনা ! যারা ওয়েব ডিজাইন অথবা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে তারা সবাই কি স্টুডেন্ট? অবশ্যই নয় ! প্রায় ৭৫%  ই সিএসসি এর স্টুডেন্ট নয় । চাইলে আপনি ও  ওয়েব ডিজাইন অথবা ওয়েব ডেভেলপমেন্টে ক্যারিয়ার করতে পারবেন ।

আপনার যদি সার্চ ইঞ্জিন কে নিয়ে খেলা করতে ভালবাশেন তাহলে ইঞ্জিন সার্চ অপটিমাইজেশনে ক্যারিয়ার গড়তে পারেন ।

সর্বশেষ কথা হল যেটাই শিখুন না কেন ভালো করে না শিখলে কোন মূল্য নেই ।

লিখার মধ্যে ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন ।

আমাদের ফ্রীল্যান্সিং, ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কিত ফেসবুক হেল্প পেজে যেতে এখানে ক্লিক করুন । 

দেখা হবে আগামি টিউনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন ! আর আপনাদের সফলতার জন্য দুয়া করি ! অনেক দূর এগিয়ে যান ।

Level 0

আমি মাহমুদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

জাহিদ ভাই এর টিউন https://www.techtunes.io/help-ask/tune-id/282713#comment-514400

ভাই কম্পিউটার নাই। কিন্তু বিভিন্ন যায়গায় লেখা লেখি দেখে আমার ওয়েব ডিজাইন শেখার খুব ইচ্ছা কিভাবে শিখব। আমার একটা ওয়াল্টন ট্যাব আছে কম্পিউটার কেনার সামর্থ নাই। কি করা যায় বলুন তো।