মনে করুন আপনি ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবে নিতে চান । তারপর ইউটিউব এবং গুগোল এর সাহায্য নিয়ে কোন একটি কাজ শিখলেন । এরপর ওডেস্ক সহ বিভিন্ন মার্কেটপ্লেসে একাউন্ট করে বিড করা শুরু করে দিলেন । এক মাস গেলো, দুই মাস গেলো কাজ পাচ্ছেন না । তখন কি করবেন ?
কেন এমন হচ্ছে
=============================
১। প্রথম কারন হতে পারে আপনার ওডেস্ক অথবা মার্কেটপ্লেস এর প্রোফাইলে প্রফেশনাল কোন তথ্য নেই যা দেখে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে । প্রথমত আপনার নিজের অরিজিনাল একটি হাস্যোজ্জল ছবি প্রোফাইলে এড করুন । এতে ক্লায়েন্ট আপনার উপর ভরষা করতে পারবে । তারপর আপনার প্রোফাইলের সুন্দর একটি টাইটেল দিন । তা হতে পারে, WordPress Theme Developer । এরকম সোজা সাপ্টা একটি টাইটেল দিন। অনেকেই অনেক বড় সড়ো টাইটেল এড করেন । এটা আমার মতে মোটেও ঠিক না । এরপর যেসব কাজ আপনি আসলেই ভালো পারেন ঐ কাজ গুলো স্কিল হিসেবে এড করুন এবং সবগুলোর টেস্ট দেয়ার চেষ্টা করুন ।
আপনার প্রফাইলে অবশ্যই আপনার আগের কাজ করা কিছু পোর্টফোলিও থাকতে হবে ।
২। দ্বিতীয় এবং প্রধান কারণ হলো আপনি খুব বিশাল বা বড়সড় কভার লেটার লিখেন ।
বড় কভার লেটার মোটেও লেখা যাবেনা। চেষ্টা করবেন ৫-৬ লাইন এর মধ্যে ক্লায়েন্ট যা চেয়েছে তা কিভাবে করবেন বুঝিয়ে দিতে ।
৩। কভার লেটার এর শেষে অবশ্যই যেই কাজে বিড করছেন ঐ কাজ এর মতো আপনি আগে যে কাজ করেছেন তার লিঙ্ক বা ডকুমেন্ট দিয়ে দিবেন । নইলে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক কম ।
৪। আরেকটা কথা হলো অনেকেই মনে করেন ওডেস্কে সপ্তাহে ২৫ টির বেশি বিড করা যাবেনা । এটা ওডেস্ক এর নিয়ম অনুযায়ী ঠিক আছে । কিন্তু আমার পরামর্শ হলো প্রতিদিন মিনিমাম ১০ টি করে বিড করুন । পরদিন সকালে উঠে চেক করুন কোন কাজ গুলোতে অন্য কাউকে হায়ার করে ফেলেছে বা অন্য কারো ইন্টারভিউ নিয়েছে কিন্তু আপনার নেয়নি ঐ কাজ উইথ ড্র করে ফেলুন । তাহলে ১২ ঘন্টার মধ্যে ঐ জব কোটা গুলো আবার ফিরে আসবে । এভাবে সপ্তাহে ৩০-৪০ টি কাজে অনায়াসে বিড করা যায় । যদি উপর এর নিয়ম অনুযায়ী বিড করেন, তাহলে অবশ্যই ইন্টারভিউ পাবেন , ঐ ইন্টারভিউ গুলোর উত্তর দেয়ার জন্য প্রথম দিকে প্রফেশনাল ফ্রীল্যান্সারদের সাহায্য নিতে পারেন ।
মনে করুন ক্লায়েন্ট এর কভার লেটার পড়ে বুঝতে পারলেন সে তার সাইট নতুন করে রিডিজাইন করাতে চায়, তাহলে আমার মতে একটি ভালো কভার লেটার হতে পারেঃ
Dear Hiring Manager,
I will redesign your site and the design will be clean, professional and responsive.
Please check my redesigned responsive works:
http:// .com
http:/ .com
http:// .com
http:/ .com
Thanks,
(Your Name)
কারো কোন প্রশ্ন থাকলে বা কিছু জানতে ইচ্ছা হলে বলতে পারেন । চেষ্টা করবো সমস্যার সমাধান দিতে ।
সবাই ভালো থাকবেন ।
সমস্যা সমাধানে ফেসবুকে আমারাঃ https://www.facebook.com/softtechitinstitute/posts/310642689084063
আমি সফটটেক আইটি ইনস্টিটিউট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সফটটেক-আইটির অঙ্গপ্রতিষ্ঠান "সফটটেক-আইটি ইনস্টিটিউট"। সফটটেক-আইটি ইনস্টিটিউট উত্তরায় দক্ষ প্রশিক্ষক দ্বারা হাতে কলমে ফ্রিল্যান্সিং সম্পর্কিত বিভিন্ন ধরণের স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট এর উপর প্রশিক্ষণ দিচ্ছে। বিস্তারিত-http://www.institute.softtech-it.com , https://www.facebook.com/softtechitinstitute/ * সার্টিফাইড প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট, * রেসপনসিভ ওয়েব ডিজাইন, * এডভান্সড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, * সার্টিফাইড প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, * প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, *...
hmmmmmmmmmm খুব ভাল লিখছেন