কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ,আসলে একটা কথা লেখার শুরুতে বলে রাখা ভালো আর তা হলও আপনি অনলাইন বা অফ লাইন যেখানে যা কিছু করেন না কেন পরিশ্রম এর বিকল্প কিছু নাই ,তাই এটা মনে করা ঠিক হবে না যে সাইট করলাম আর ডলার আশা শুরু ।এখানে “কি “ “কেনও “ “কিভাবে “ বিস্ারিত বলা হবে আশা করি আপনাদের কাজে লাগবে ।আরও একটা ব্যাপার দরকারি তা হলও “এস ই ও “ আর ব্লগ বা সাইট যা বলি না কেনও “এস ই ও “ আপনাকে করতে ই হবে ,আপনি সজীব রহমানএর এই টিউনটিপরে দেখেন তাহলে ভালো ধারনা পাবেন।
প্রথমে জানার চেষ্টা করি রিভিও সাইট আসলে কি ?
রিভিও সাইট হলও একটা ব্লগ সাইট যেখানে আপনি আপনার পছন্দের বিষয় নিয়ে লিখবেন ,সেটা যেকোনো বিষয় হতে পারে বা যেকোনো প্রোডাক্টও হতে পারে এটা আপনার পছন্দের
উপর ।আসলে রিভিও সাইট এর একটা বেসিক ব্যাপার আছে ,সেটা হলও আপনি এমন একটা সাইট করবেন যেখানে সাইট এর ব্যাবহার কারিদের জন্য একটা উপযুক্ত ও ভালো মানের
রিভিও থাকবে (প্রোডাক্ট এর) আর রিভিও টা একজন সাইট ব্যাবহার কারির জন্য তার প্রোডাক্ট ক্রয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে,বায়ার আপনার সাইট থেকে রিভিও পরে পণ্য কেনার জন্য
আপনার সাইট এ থাকা লিংক (পণ্যের মূল সাইট) এর মাধ্যমে পণ্য কিনবে,আর যখন বায়ার আপনার লিংক এর মাধ্যমে পণ্য কিনবে তখন আপনি তার থেকে কিছু অংশ পাবেন কমিশন হিসাবে।
আসলে ব্যাপারটা এতো সহজ মনে হলেও তেমন কিন্তু সহজ না ,কারন আপনার লেখার উপর ভিত্তি করেই বায়ার পণ্য কিনবে ।
আজ এই পর্যন্ত কাল আবার দেখা হবে বাকি লেখাটা কয়েকটা ভাগ করে লিখতে হবে ,কিছু টা বিস্তারিত তাই ,আপনাদের কারো কোনও প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।
আমি mdmilon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তি ভালোবাসি তাই প্রযুক্তি নিয়ে ই থাকি ...............
ধন্যবাদ আপনার টিউনের জন্য