কথা টি আমার না কথাটি বলেছেন মাইক্রোসফটের মালিক বিল গেটস। তার এই ছোট একটা কথার মধ্যে অনেক বড় একটা সত্য নিহিত আছে। যা আমি মনে প্রানে বিশ্বাস করি। আর এই বিশ্বাস থেকেই আজকের এই পোস্ট। প্রথমেই আপনাদের কাছে একটা প্রশ্ন।
বেচে থাকার জন্য মানুষের কোনটি সবচেয়ে বেশি প্রয়োজন?
১| টাকা
২| ভালবাসা
৩| বন্ধুত্ব
৪। শিক্ষা
এই প্রশ্ন টা একটা ফেসবুক জরিপে করা হয়ে ছিল। তখন অনেকে, অনেক মত দিয়েছে তার মধ্যে প্রথমে ছিল টাকা। যে যায়ই বলুন জীবনে টাকার প্রয়োজনীয়তা যে অনস্বীকার্য সে ব্যাপারে কারো কোন সন্দেহ নেই। এক এক জন এক এক ভাবে টাকা ইনকাম করে। যেহেতু আমি একজন ফ্রীলান্সার সেহেতু আমি অনলাইন ইনকাম সম্পর্কেই বলব।
আমরা জানি অনলাইনে আয় -এই ধারণাটি বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রায় প্রতিটি দেশেরই একটি উল্লেখযোগ্য অংশ- ছাত্রসমাজ, গৃহিণী এবং আর অনেকে যারা হয়তো কোন ফিক্সড চাকুরীতে নেই তারা বিশেষত সবসময়েই ঘরে বসে অনলাইনে আয়ের ব্যাপারে খুবই আগ্রহী। আজ আমি অনলাইন ইনকামের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বলব। তবে তার আগে আরেকটি কথা বলতে চাই। আপনি আগে নিজেকে জিজ্ঞাস করুন আপনি আসলেই ফ্রীলান্সার হতে চান কিনা? যদি আপনার ভিতর থেকে উত্তর আসে হ্যাঁ তবেই আপনি আগে বারুন। আর যদি উত্তর পেতে দেরি হয় বা উত্তর না হয় তবে এই টিউন তা আপনার আর পড়ার দরকার নেই। কারন আপনার চাওয়ার মধ্যেই সব। মনে রাখবেন.....
এরপর আসুন, এখন আপনি যদি অনলাইনে কাজ করার জন্য মানসিক ভাবে প্রস্তুত হয়ে থাকেন তাহলে একদিন আগে বা একদিন পরে আপনার জীবনে সফলতা আসতে বাধ্য।
অনলাইনে ইনকামের জন্য এবার আপনাকে দুটো কাজ করতে হবে। প্রথম টি হোল মনবল অর্জন করা। মনবল অর্জনের ব্যাপারে আপনাদের জন্য বিশেষ একটি টিউন আগামিতে দিব। আজ দ্বিতীয় বিষয় নিয়ে বিস্তারিত বলব। দ্বিতীয়টি হোল কাজ জানা, আপনি আসলে কি কাজ জানেন বা কি কাজে দক্ষ সে সম্পর্কে জানা। আপনি যদি কোন কাজ না জানেন তাহলে আপনি অনলাইনে কেন কোথাও ইনকাম করতে পারবেন না। তবে আপনার জন্য সু সসংবাদ হল আপনি যদি কম্পিউটারের ন্যূনতম কাজও জানেন তাহলেও আপনি ইনকাম করতে পারবেন। এবার ভাবুন আপনার কম্পিউটার এবং ইন্টারনেট সম্পর্কে সাভাবিক জ্ঞান আছে? আপনি কি শুধু টাইপিং করতে জানেন? আপনি যদি শুধু টাইপও করতে জানেন তাহলেও আপনার দ্বারা ইনকাম করা সম্ভব। প্রশ্ন হল কি ভাবে?
একটা ওয়ার্ড আপনারা অনেকেই শুনে থাকবেন বা এর সম্পর্কে জেনে থাকবেন ওয়ার্ড টি হচ্ছে SEO বা Search Engine Optimization এ যদি জেনে থাকেন তবে ভাল।
আর যদি না জেনে থাকেন তবে এই লিঙ্কে গিয়ে দেখে আসতে পারেন।
বিশেষ করে গুগলের পাণ্ডা অ্যান্ড পেঙ্গুইন আপডেটের পর SEO বা Search Engine Optimization তে আর্টিকেল রাইটিং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে । সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে একজন ভাল আর্টিকেল রাইটারের মূল্য অনেক। একজন আর্টিকেল রাইটার বিভিন্ন ব্লগ সাইট এ লেখালেখি করে ইনকাম করেন। একজন ভাল মানের আর্টিকেল রাইটার প্রতি মাসে গড়ে ১৫-৩০ হাজার টাকা ইঞ্চমে করতে পারে।
এখানে ব্লগার ও ফ্রিল্যান্স রাইটারদের জন্য সেরা ২০ ব্লগ সম্পর্কে জানানো হলোঃ
টিউনটি ভাললাগলে কমেন্ট করতে ভুলবেন।ধন্যবাদ।
আমার সাথেও যোগাযোগ করতে পারেন
https://www.facebook.com/sayal.rubel
আমার ব্লগ
http://cosmopolitanit.blogspot.com/
Sayal Rubel
আমি Sayal Rubel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Dhonyobad, Ami Apnar Sathe Achi BOSS.