পোর্টফোলিও অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় একজন ফ্রীল্যান্সার এর জন্য। এটি একটি ভিত্তি যার উপর আপনি দাড়িয়ে থেকে ফ্রীল্যান্সার কেরিয়ার গড়ে তুলবেন।
পোর্টফোলিও হলো এক প্রকার সাম্পল বা আপনার কাজের নমুনা। যা হতে পারে আপনার পূর্বের কোনো শেষ করা কাজ।
আপনি যদি নিজেকে প্রফেশনাল ফ্রীল্যান্সার হিসাবে গড়ে তুলতে চান তাহলে আপনার একটা পোর্টফোলিও সাইট থাকেই হবে। যেনো আপনার ক্রেতা বা বায়ার সেটি দেখে আপনার প্রতি বা আপনার কাজের প্রতি ভালো একটা ধারণা নিতে পারে।
(১) আপনার প্রোফাইলে পোর্টফোলিও আড্ করা।
(২) একটা পোর্টফোলিও সাইট ও তৈরী করতে পারেন।
আপনি যত গুলো কাজ শেষ করবেন সব কাজ গুলো পোর্টফোলিও ওয়েবসাইটে পোস্ট করবেন/প্রোফাইলের পোর্টফোলিওতে আড্ করে দিবেন। আর যারা এখনো কাজ পাননি তারা তাদের আগের কিছু কাজ এর নমুনা পোর্টফোলিও ওয়েবসাইটে পোস্ট করবেন/প্রোফাইলের পোর্টফোলিওতে আড্ করে দিবেন।
যখন বিড করবেন তখন ওই কভার লেটার এ আপনার পোর্টফোলিও সাইট এর ঠিকানা দিয়ে দিবেন অথবা ইন্টারভিউতে পোর্টফোলিও এর ঠিকানা দিবেন। পোর্টফোলিও সাইট থাকলে ৮০% কাজ পাবার নিশ্চয়তা পাওয়া যায় । আপনি চাইলে খুবই কম মূল্যে HosT HuB থেকে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে পারেন।কারণ আমার সাইট আমি এখানে থেকে বানিয়েছি এবং অনেক ভালো আপ টাইম পাচ্ছি। বিশ্বাস না হলে চেক করেন এখানে
ভালো লাগলে দেখে আসুন আমার বানানো পোর্টফোলিও এবং ওয়েবসাইট
আমি নেট সাগর। CEO, Best Social Plan, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 696 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন অজানা পথের পথিক। সারাদিন ইন্টারনেটের মধ্যেই ডুবে থাকি। আমার ওয়েবসাইট: https://bestsocialplan.com/
ধন্যবাদ শেয়ার করার জন্য ।