আজ আমি এমন কিছু মাধ্যমে অনলাইনে আয় করার কথা জানাবো, যে মাধ্যম সবচেয়ে সহজ ও ইন্টারনেট চালানোর সামন্য অভিজ্ঞতা থাকলেও সামন্য কিছু সময় দিয়ে অনায়াশে আপনি মাসে একটা ভাল এমাউন্ট পেতে পারেন , যা দিয়ে আপনি আপনার পকেট খরচ ও মোবাইল খরচ চালাতে পারবেন।
আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হল । সোসাল মিডিয়া মার্কেটিং এ আপনি অনায়াসে আয় করতে পারেন। এর জন্য আপনাকে কোন কিছু ক্রয় বিক্রয় করতে হবে না। আমি আজ একটি সাইট এর সাথে পরিচয় করে দিবো যা থেকে আপনি সোসাল মিডিয়া মার্কেটিং এ কাজ করতে পারবেন। সাইট টি থেকে কি ভাবে আয় করা যায় এবার আমি সেই কথায় বলছি।
প্রথমে আপনাকে ফ্রীতে একাউন্ট খুলে নিতে হবে এবং আপনি আপনার একাউন্ট এ “ রেফারেল এর মতো লিঙ্ক” পাবেন যেটা আপনি শেয়ার করবেন।
১. আপনার মাধমে কত ভিসিটর আসলো তা আপনি দেখতে পারবেন।
২. কোন সার্ভিস সেল হলো এবং কত ডলার তাও আপনি নিজেই দেখেত পারবেন এবং সরাসরি ১০% আপনার একাউন্ট এ চলে আসবে।
৩. আপনি মনিবকার্স অথবা বিকাশ, ডাচ বাংলা মোবাইল বাংক এর মাধ্যমে টাকা তুলতে পারবেন।
১. আপনার লিঙ্ক ফেইসবুকে শেয়ার করতে করে।
২. বিভিন্ন ব্লগে পোস্ট করে, পোস্ট এ আপনার লিঙ্ক পাবলিশ করে।
৩. বিভিন্ন জায়গায় কমেন্ট করে, কমেন্ট এ আপনার লিঙ্ক শেয়ার করে।
এছারাও আপনার ব্লগ থাকলে আপনি আপনার ব্লগ এ ব্যানার এড দিয়েও এই কাজ করতে পারেন। ফ্রী রেজিস্ট্রেশন করুন এখানে , সবাই ভালো থাকবেন।
আমি নেট সাগর। CEO, Best Social Plan, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 696 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন অজানা পথের পথিক। সারাদিন ইন্টারনেটের মধ্যেই ডুবে থাকি। আমার ওয়েবসাইট: https://bestsocialplan.com/
@indronile: valo!