ইতিমধ্যে বাংলাদেশের অনেক মেধাবী ও প্রতিভাবান শিক্ষিত তরুন যুবক যুবতীরা ফ্রীল্যান্সিং করার জন্য বিশ্বের নামকরা ফ্রিল্যান্সিং সাইটগুলাতে ভীড় জমাচ্ছেন। কেউ কেউ সেক্ষেত্রে অনেকে আশাতীত সাফল্য পেয়েছেন আবার অনেকে পেয়েছেন সফলতার কিঞ্চিত সুর্যালোকের সন্ধান। আবার অনেকে সেই সুর্যালোকের সন্ধানে অন্ধকার ঘরে দিনের পর দিন সন্ধান করে যাচ্ছেন। আজ আপনাদের এই সন্ধান প্রক্রিয়া কিছুটা সহজতর করার জন্য কিছু কথা বলব।
বেশির ভাগ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে ফ্রিল্যান্সিং এর ধাপ শুরু হয় যোগ্য ফ্রিল্যান্সার নির্বাচনের মাধ্যমে। একজন ক্লায়েন্ট যখন তার কাজের জন্য একজন ফ্রিল্যান্সার নির্বাচন করতে যান তখন তিনি প্রথমেই নিশ্চিত হয়ে নিতে চান – তিনি যেই ফ্রিল্যান্সার তার কাজটি দক্ষতার আর নির্ভুলতার সাথে সঠিক সময়ে সম্পন্ন করে দিতে পারবেন কিনা। সেক্ষেত্রে তিনি বা ক্লায়েন্ট প্রথমেই দেখেন ফ্রিল্যান্সার এর প্রোফাইল যে ঐ ফ্রিল্যান্সার এর ক্লায়েন্টের কাজের বিষয়ে দক্ষতা এবং অভিজ্ঞতা কত টুকু আছে। আর যখন কাজ দেয়া হয় ফ্রিল্যান্সার.কম অথবা ওডেক্সের মত বিশ্ব-বিখ্যাত সাইটে তখন ক্লায়েন্ট সবার আগে লক্ষ্য রাখেন তিনি ঐ ধরনের কাজে কোন টেস্ট দিয়েছেন কিনা।
এক্ষেত্রে ক্লায়েন্টের প্রথম পছন্দ তিনি যে ধরনের কাজ দিতে চান সেই ধরনের কাজের টেস্ট দেয়া ব্যক্তিদের তালিকায় প্রথম ১০% এ যারা থাকেন। এ সম্পর্কে ফ্রিল্যান্সিং বিশ্লেষক Bjarne Viken বলেনঃ
“From a client perspective I have always given the tests a lot of value. If I received an application from someone with a lot of top 10% test results I would almost take it for granted that the person was qualified in the areas they listed. Well, it turns out that there are a few giant loopholes in that theory. So we will investigate some of them and give you a brutal breakdown of how you can get great test results. Hopefully someone at oDesk is reading this so they can improve their testing system.”
সুতরাং একথা খুব সহজেই অনুধাবন করা যায় যে ফ্রিল্যান্সিং জগতে একটি নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন আর সেই দক্ষতার পরিমাপক হিসাবে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলো থেকে প্রদত্ত টেস্ট গুলোর গুরুত্ব কতটুকু। তাই সবসময় যেমন বলি এবং সবাই যেমন বলে “কোন কিছু করতে চাইলে সবসময় সেইকাজের সেরাটুকুই করতে হবে আর তারজন্যই তোমাকে তৈরী হতে হবে।“
ফ্রিল্যান্সিং সহ আনুষঙ্গিক বিষয়ে জ্ঞান অর্জন করতে চাইলে শুধু আপনার দরকার প্রবল ইচ্ছাশক্তি। আর আপনার পাশে রয়েছে গুগল সহ আপনি যে বিষয়ে জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে চাইছেন তাদের অফিসিয়াল সাইট। আর একই সাথে আপনাদের পাশে থাকার জন্য আমরা নিরলসভাবে কাজ করছি ফ্রিল্যান্সার গোল সাইটে । যেখানে আপনি পাবেন আপনার পছন্দের বিষয়ে জ্ঞান অর্জন করার পাশাপাশি ফ্রিল্যান্সিং এর সঠিক এবং সর্বশেষ খবর।
আমি অনুভূতি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কিছু করতে চাই,কিন্তু কিছুই হয় না ।মাঝে মাঝে নিরুপায় হয়ে বসে থাকি, করার কিছু নেই। মনের বিরুদ্ধে কথা বলতে হয়, অন্যরা মুখ বাঁকিয়ে নেই। আপন জন দূরে যায়, চার পাশ শূন্য মুরুভুমি । নিজেকে অসহায় মনে হয়, তবু বাঁচার আমরণ চেষ্টা।