আমরা অনেকেই বিভিন্ন মার্কেট প্লেস এ কাজ করি অনেকে আবার লোকাল কাজ করি । আমরা যাই করি না কেন তার একটা কারন থাকে সেটা হল নিজের চলার মত কিছু অর্থ উপার্জন । যাই হোক আমি আজ কিছু কথা শেয়ার করবো আপনাদের সাথে , এ কথা গুলো আমার নিজের অভিজ্ঞতা থেকে বলা । আমরা অনেকেই ফ্রিলাঞ্চে , অডেস্ক , ইলাঞ্চে কাজ করি । দেখা যায় অনেক দিন থেকে আপ্লাই করেও কাজ পাচ্ছি না এমন হয় । এটা স্বাভাবিক , আপনার দিক থেকেই ভাবুন , আপনি যদি একটা কাজ করাতে চান তাহলে আপনি কেমন লোক এর সাহায্যে কাজটা করাতে চাবেন ? ঠিক তেমনি একজন client একি কাজ টা করে , মানে ভালো লোক খুঝে । যাই হোক আমি কয়েকটা টিপস দিচ্ছি একটু চেষ্টা করে দেখতে পারেন কাজ হলেও হতে পারে ।
প্রথমে আপনি যে কাজ করবেন সেটা ঠিক করে নেবেন । তার পর সেই কাজের উপর ভিত্তি করে কিছু এক্সামপল তৈরি করুন । আর সেইগুলো আপনার প্রটফুলিও তে ব্যাবহার করুন । এর পর জা করবেন তা হল জব এ অ্যাপ্লাই করার আগে ভালো করে পরুন যে client কি চাঁচ্ছে ? অ্যান্ড ভাবুন আপনি সেটা করতে পারবেন কি না ? যদি পারেন একটা সুন্দর করে অ্যাপ্লিকেশন লেটার লিখে সাবমিট করুন । আশা করি আপনার কাজ পেতে বেশি দেরি হবে না । আর একটা কথা মনে রখবেন , client এর সাথে সরাসরি কথা বলবেন মানে গুরায় পেচায় কথা বলবেন না । আর কম রেট এ কোন কাজ এ বিড করবেন না এতে আপনার এবং দেশের সুনাম খুন্ন হয় । ভালো থাকবেন দেখা হবে আবার কোন একটা পোস্ট এ , ততদিন পর্যন্ত Techtunes এর সাথেই থাকুন ।
আমার সাইট এ একবার গুরে আসতে পারেন আমার সাইট এ যেতে এখানে ক্লিক করুন
আমি rony_ahmedd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই এই ভাবে ওই ভাবে সব ভাবেই অ্যাপ্লাই করতে করতে পিঠ বাঁকা হয়ে গেছে … কোন ট্রিক্স কাজে লাগে না… যা যা করতে হয় সব করেছি কিন্তু ফলাফল শূন্য