সবাইকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানিয়ে টেকটিউনসে আমার প্রথম টিউন করলাম। আশাকরি নতুন বছরে সবাই ভাল আছেন আর পুরোনো বছরের সব গ্লানি ভুলে সফলতার জন্য নতুন করে তৈরী করতে ব্যস্ত হয়ে পড়তে চাইছেন।
আপনাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে আরো গতিশীল আর মসৃন করে তোলার জন্য আপনাদের সামনে নিয়ে এলাম এমন একটি সাইট এর ঠিকানা যেখানে আপনি পাবেন টেকদুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সব ধরনের ততঃয়। মোট কথা টেকবিশ্বের প্রায় সব ধরনের জ্ঞানের ভান্ডারের সাথে পরিচিত হতে পারবেন এক ক্লিকের মাধ্যমেই। সাইটের প্রতিটি ফিচার, বিভাগ, উপবিভাগ আর কলাম সাজানো হয়েছে শিক্ষানবীশ থেকে শুরু করে এক্সপার্ট সকলের কথা মাথায় রেখে।
বর্তমানে বাংলাদেশের একটি উল্লেখযোগ্য অংশ বিশ্বের নামকরা ফ্রিল্যান্সিং সাইট গুলোতে অত্যন্ত সুনামের সাথে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে যেমন তাদের জীবিকা নির্বাহ করছি। ঠিক তার পাশা পাশি বাংলা দেশের ভাবমূর্তি এবং সম্মানকে নিয়ে যাচ্ছে এক অনন্য উচ্চতায়। তার পাশাপাশি হাজার হাজার শিক্ষিত তরুন-তরুনী তাদের অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাচ্ছেন এসব ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলাতে নিজেদের জায়গা করে নিতে ।
এই সকল ফ্রিল্যান্সিং সাইটে নিজেদের শক্ত অবস্থান করে নিতে আর নিজের জন্য একটা সহজ অথচ নিরাপদ ক্যারিয়ার গড়তে হলে আপনাকে আগে জানতে হবে মার্কেটপ্লেস সম্পর্কে। সেই সাথে জানতে হবে মার্কেটপ্লেস এর ধরন, সেখানের কাজের ধরন , ক্লায়েন্টের বিবরন সহ ফ্রিল্যান্সিং জগতের খুটিনাটি। আর একথা ভুলে গেলে চলবে না এসব মার্কেটপ্লেস এ যেমন অফুরন্ত/অপার কাজের সুযোগ সৃষ্টি করেছে সেই সাথে তৈরী করে দিয়েছে বিশ্বমানের প্রতিযোগিতার। কারন আপনি যেই কাজে বিড করবেন এমনও হতে পারে সেখানে আপনার প্রতিযোগী হিসাবে বিড করেছে অক্সফোর্ড বা ক্যামব্রীজ বিশ্ববিদ্যালয়ের কোন এক প্রফেসর। সুতরাং ফ্রিল্যান্সিং জগতে আপনার জ্ঞান এবং প্রস্তুতি থাকতে হবে অন্তত বিশ্বমানের। আর তারজন্যই আপনাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস।
নিজেকে এক্সপার্টদের কাতারে নিয়ে আসতে পাবেন অনেক অনেক কনটেন্ট, যা আপনি হইতো মনে মনে খুজতেছেন। সময় নষ্ট না করে, এক বারের জন্য দেখেই আসুনঃ ফ্রিল্যান্সার গোল আর সব থেকে বড় কথা তারা মাঝে মাঝে প্রিমিয়াম কনটেন্ট এবং বিভিন্ন কুপোন কোড ও শেয়ার করে, যা পাওয়া যাবে বোনাস হিসাবে।
সবাইকে ধন্যবাদ কষ্ট করে আমার লেখা পড়ার জন্য, আবার দেখা হবে নতুন কোন কিছু নিয়ে।
আমি অনুভূতি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কিছু করতে চাই,কিন্তু কিছুই হয় না ।মাঝে মাঝে নিরুপায় হয়ে বসে থাকি, করার কিছু নেই। মনের বিরুদ্ধে কথা বলতে হয়, অন্যরা মুখ বাঁকিয়ে নেই। আপন জন দূরে যায়, চার পাশ শূন্য মুরুভুমি । নিজেকে অসহায় মনে হয়, তবু বাঁচার আমরণ চেষ্টা।
তাই?