আমাদের আজকের ব্রোকার FXOtimax. এই ব্রোকারটি আমাদেরকে দিচ্ছে $10 ফ্রি নো ডিপোজিট বোনাস।
বোনাসের শর্তঃ
একজন শুধুমাত্র একবারই বোনাস পাবেন।
বোনাস এবং প্রফিট তুলতে ২ স্ট্যান্ডার্ড লট ট্রেড করতে হবে।
FIXED SPREAD Micro 4-digits Account
Non Swap free.
সর্বচ্চো ১:৫০০ লিভারেজ সুবিধা।
এখন আসি আমরা কিভাবে এই বোনাস পেতে পারি।
রেজিস্ট্রেশন ফর্ম পুরন করে রেজিস্টার বাটনে ক্লিক করার আগে অবশ্যই আকাউন্ট টাইপ, প্রমোশনাল কোড দেখে নিবেন। নিচের ছবিতে দেখানো হল।
বোনাস পেতে আপনাকে আকাউন্ট ভেরিফাই করাতে হবে। আপনার MyFXOptimax Personal Area লগ ইন করুন। বাম পাশে Verification এ ক্লিক করে আপনার ডকুমেন্ট আপলোড করুন। আকাউন্ট ভেরিফাই হয়ে গেলেই আপনি আপনার ১০ ডলার পেয়ে যাবেন।
এবার নিশ্চিন্তে ট্রেড করতে থাকুন এবং ২ লট হয়ে গেলেই প্রফিট তুলতে পারবেন। ২ লট ট্রেডের আগেও প্রফিট তুলতে পারবেন। সেক্ষেত্রে $20 one-time fee দিতে হবে।
সবার জন্য শুভ কামনা। কোন সমস্যা হলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করুন।
ফরেক্স ট্রেড করুন NO DEPOSIT BONUS দিয়ে (পর্ব – ০১)