ইমেল মার্কেটিং লিড কালেক্ট করবেন কিভাবে? এফিলিয়েট মার্কেটিং এর প্রথম পর্ব

এটা আমার প্রথম পোষ্ট। এফিলিয়েট মার্কেটিং নিয়ে ধারাবাহিক টিউন করব আশা করি।

এফিলিয়েট মার্কেটিং কি? কিভাবে এফিলিয়েট শুরু করবেন এই বিষয়ে অনলাইন এফিলিয়েট এর উপর অনেক পোষ্ট পাবেন। আজকে আলোচনা করব কিভাবে আপনার  কাষ্টমার সংগ্রহ করবেন।  আমরা বিভিন্ন ভাবে আমাদের লিড কালেক্ট করতে পারি। আসলে লিড এর প্রয়োজনীতা কি? এটা আমরা যারা এফিলিয়েট মার্কেটিং করি তাদের প্রতেক্যের জানা। লিড বলতে গ্রাহকের ইমেল আইডি বুজায়। আপনি একবার লিড কালেন্ট করলে আপনার কাষ্টমার থেকে বিভিন্ন মার্কেটিং করতে হয়। এজন্য আমাদের লিড খুবই গুরত্বপূর্ন।অনলাইনে আমরা খূব সহজেই লিড (লিড) কালেক্ট করতে পারি।  কিন্তু একটা লিড থেকে একজন কাষ্টমার তৈরী করতে আপনাকে আগে সম্পর্ক ভাল করতে হবে।  এর এই সর্ম্পক তৈরীর কাজটি করে থাকে অটোরেসপন্ডার। এটি মূলত অটোমেটিক মেইল পাঠানোর একটি সফটওয়্যার। আপনার লিড ক্যাপচার পেইজে থেকে লিড আসার সাথে সাথে আপনার গ্রাহকের অটোমেটেক মেইল যাবে। আপনার গ্রাহকে কখন মেইল পাঠাবেন তা আপনি ঠিক করে দিতে পারবেন এবং আপনা সিডিউল অনুযায়ী মেইল যাবে।

লিড ক্যাপনার পেইজ দেখার জন্য নিচের লিংক দেখতে পারেন।

http://www.affiliatetsc.com/

আর অটোরেসপন্ডার কিভাবে কাজ করে দেখার জন্য নিচের ফর্মটি পূরন করুন।  আপনি পাবেন এফিলিয়েট এর উপর ফ্রি দারুন বই।

Your First Name:
Your Last Name:
Email:
Phone No::
Location::


Level 0

আমি affilaite। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মো: রুবেল খান। আমার পড়াশুনার পচ্ছন্ধের বিষয় ওয়েবের সবকিছু। ওয়েব ডিজাইন এবং ডেভলপ করতে ভালবাসি।টেকনোলজি আমাকে খুব বেশী টানে। স্বাধিন ভাবে কাজ করতে ভাল বাসি। তাই ২০০৯ সাল থেকে Freelancing কার করি odesk.com । ওডেস্ক কাজ এর আমার আগ্রহ বেশী অনলাইন বিজনেসে। আমার ডোমেইন এবং হোস্টিং ব্যবসা আছে। এস...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল হয়ছে, কিন্তু লিড সম্পর্কে এটা যথেষ্ট নয়। আরো আলোচনা দরকার ছিল। পরবর্তী টিউনে বিশদ আলোচনা হবে আশা করছি।

Level 0

হা ঠিক বলেছেন। লিড নিয়ে আলাদা একটা টিউন করব।

Level 0

উপকারী টিউন ,কিন্তু নতুনরা কিছুই বুঝতে পারবে না ,সহজ ভাবেে পূর্ণ বিবরন থাকাা প্রয়োজন।

Level 0

ভাই আমিতো কিছুই বুজলাম না।একটু বিশদ ভাবে আলোচনা হবে কি??

Level 0

aro beshi details dile valo hoito….

Level 0

vai aro tunes cai