ঢাকা ক্লিক সেন্টার এ স্বাগতম!!!

আসসালামু আলাইকুম। বছরের প্রায় শেষ প্রান্তিকে ফ্রীলান্সার দের প্রতি রইল উষ্ণ ভালবাসা। সম্প্রতি ফেসবুক এ একটি নিউজ দেখে পোস্ট করা প্রয়োজন মনে হল তাই লিখতে বসলাম। এখন মনে পড়ছে না নিউজ পেপার টার নাম, কিছু টা এমন যে ঢাকা এখন ক্লিক জোন বা ক্লিক নগরী। সেখানে ছোট ছোট এজেন্সি গুলো স্বল্প মুল্লে পণ্য সম্পর্কে ভাল মন্তব্য এবং ভুয়া লাইক দিয়ে নিম্ন মানের পণ্য গুলো প্রচারের এর  কাজ করে থাকে তাদের সোশ্যাল মিডিয়া পেজ গুলোতে। এবং প্রতি ১০০০ ভাল মন্তব্য এবং ভুয়া লাইক এর জন্য তারা ১০ USD থেকে শুরু করে ২০ ও ২৫ USD নিয়ে থাকে। ইন্টারনেট এর সুবাদে ধীরে ধীরে অনলাইন এ কেনা কাটা বাড়ছে। যেহেতু ভার্চুয়াল শপ, তাই ভিজিটর এর পণ্য বাছাই এ আগ্রহ থাকে অধিক সংখ্যক লাইক এবং ভাল মন্তব্য এর দিকে। আর অনলাইন মার্কেট প্লেস গুলোতে প্রচুর কাজ থাকে এই অনলাইন শপ গুলোকে সোশ্যাল মিডিয়া তে প্রচার করার। তবে এই ভাবে প্রতারণার মাধ্যমে নয়। আর নিম্ন মানের পণ্য গুলোর পেজ এ ভিজিটর গেলে ধোঁকার আশঙ্কা তো আছেই। আর এর ফল স্বরূপ আমাদের ঢাকা এর প্রোফাইল গুলোর উপর তীক্ষ্ণ নজরদারি বাড়িয়েছে খ্যাতনামা ফ্রীলাঞ্চিং সাইট গুলো। জানা মতে অনেক ফ্রীলাঞ্চার এর হাজার হাজার ঘণ্টার প্রোফাইল গুলো প্লেস ফ্ল্যাগ এবং সাসপেন্ড করে রাখা হয়েছে। রেডিও শো, রোমান্টিক, মিডিয়া আর্টিস্ট, নামী দামি ব্র্যান্ড এর নামে ভুয়া পেজ তো আছেই আর ইদানীং তো ফেসবুক এ আজীব সব পেজ এর ছড়া ছড়ি! এবং অদ্ভভুত সব নাম। লুঙ্গি দিবি কিনা বল! মরি সখি তোর বগলের গন্ধে! ইচ্ছা করে লাত্থি মাইরা সব কিছু উড়ায়া দেই! টিনের চালে কাক, আমিতো অবাক! চুদুরবুদুর চইলত ন! আমরা প্রেম করতে না পারলেও প্রেম করায় দিতে এক্সপার্ট! যত দিন পারমু সিঙ্গেল থাকমু! "যা বলার বাংলায় বলবি , হিন্দি কইলে থাপ্পর খাবি" নিশি রাতে বদনা হাতে :p আড্ডা দিমু শব একসাথে! "ঐ আমারে চিনস!! হাত ভাইঙ্গা ঠ্যাঙ্গে ঝুলায়া দিমু !!" জীবন একখান বাঁশবাগান ।খালি বাঁশ আর বাঁশ! “মেয়েরাও পঁচাইতে জানে, But মানবতার খাতিরে ছেলেদের পঁচায় না” চির কুমার ও চির কুমারী সোসাইটি! আমরা বিড়ি টানতে পারি,তয় মানুষ খারাপ না <ফেইসবুক বিড়িখোর কল্যাণ সমিতি! তুই খাড়া আমি আইতাছি! লাইক দিবি কিনা বল্! যেসব ভাই রা স্বল্প মুল্লে এই ভুয়া লাইক এবং ভাল মন্তব্য দিয়ে ক্রেতাদের প্রতারিত করছেন তাদের কাছে আকুল আবেদন  দয়া করে বন্ধ করুন!  ক্রেতাদের প্রতারিত নয় পণ্য প্রসারিত করাই একজন ফ্রীলাঞ্চার এর আদর্শ। সবাই ভালো থাকবেন।

http://money-online.com.au/

Level 0

আমি Konal Khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস