কি নিয়ে ব্লগ লিখবেন একনো বুঝতে পারছেন না, সমাধান নিন !

আমি অনেক দিন ধরে মেইল পেয়ে আসছিলাম নতুন যারা ব্লগিং শুরু করতে চান তাদের কাছ থেকে । প্রায় সবারই একই সমস্যা তারা ঠিক কি নিয়ে ব্লগিং শুরু করবেন তা ঠিক করতে পারছেন না । তাদের সমস্যা সমাধানের জন্য আমার এই পোষ্ট ।

আর একটা কথা বলে রাখি, যারা ব্লগিং করতে চান তারা আমার কাছ থেকে সব রকমের সুভিধা পাবেন । এই প্রসঙ্গে একটি কথা না বলে পারছি না, অনেক নতুন ব্লগার আছেন যারা হেল্প চায় এবং হেল্প ও করি। কিন্তু মজার ব্যাপার হল আমি

গত ৪-৫ দিন আগে একজন টিটি থেকে আমার পোষ্ট পড়ে আমাকে মেইল করে এবং আমার স্কাইপ আই ডি চায় এবং তার ব্লগের ডিজাইন চেঞ্জ করে দিতে বলে । আমি দুপুর ২ টা থেকে শুরু করে ৩.৩০ টা পর্যন্ত কাজ করি, উনি আমাকে কাজ করতে দিয়ে দুপুরের খাবার খেতে যান এবং আমি খেয়েছি বা না খেয়েছি বা কখন খাবো একটু জানতে চাইলেন না ।

ব্যাপারটা বেশ মজার !

আমি অনেক বড় মানের ব্লগার না, আমি একেবারে নতুন,  সবাই মনে করে আমি বুঝি এই, সেই । ব্লগিং করতে গেলে সব থেকে প্রথমে দরকার নিজের ভিতর উৎসের সৃষ্টি করা । আর সেটা করতে গেলে আপনাকে পড়তে হবে, জানতে হবে আর আমি পড়তে ভালোবাসি ।

আমি জন চাউ, ড্যারেন রোজ, জেফ বুলাস এবং মাঝে মাঝে ম্যাটস কাটস (গুগলের এস ই ও প্রধান ) এর ব্লগ গুলোতে মাঝে মাঝে ঢু মারি । অবাক হয়ে যাই, জন চাউ ব্লগিং করে মাসে ৪০,০০০ ডলার আয় করে !

যাই হোক ফিরে আসি কাজের কথায় । ব্লগিং করতে গেলে যে শুধু লিখতে হবে তা না, আপনার মস্তিষ্কটাকে একটু খোলাতে হবে । ব্লগে লেখার জন্য হাজার হাজার টপিক আছে শুধু আপনার পছন্দ করে নিতে হবে ।

বর্তমানের গুগলের এস ই ওর কথা যদি মাথায় রেখে লিখতে চান তবে আপনাকে বলবো, আপনি বড় বড় কোম্পানি যেমন –সনি, আই বি এম, ইয়াহু, বিং, সামসাং অথবা বর্তমানে পপুলার কোন ব্যাক্তিকে নিয়ে ব্লগ করেন । অথবা সফটওয়্যার রিভিউ, মুভি রিভিউ বা ডাউনলোড নিয়ে ব্লগ করেন । আপনি কী ওয়ার্ড রিসার্চ করলে প্রচুর পরিমাণ ভিসিটর দেখতে পাবেন এসব কী ওয়ার্ড এ।

আপনি যদি ইংরেজিতে একটু দুর্বল হন তবে, সফটওয়্যার ডাউনলোড নিয়ে ব্লগ করেন । আপনি শুধু বিভিন্ন ব্লগ খুঁজে পেইড সফটওয়্যার গুলোর Key  আপনার ব্লগে ডাউনলোড লিংক হিসাবে ব্যবহার করেন ।

তবে সব সময় সঠিক লিংক দেবেন, ভিসিটরকে ধোঁকা দেবেন না, কারণ এতে করে ভিসিটর এবং পেজ ভিউ ২ ই কমে যাবে আপনার ব্লগের ।

আমার ব্লগে আপনার আমন্ত্রন রইলো,    😆    আর কোন দরকার পড়লে ডাক দিবেন , বান্ধা হাজির হবে ।

আমি Gautam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 197 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভালো লাগলো পরে।

    @mdmilon: সময়ের খুব অভাব, অনেক বড় করে ব্লগিং এর Advance নিয়ে ব্লগিং করবো কিন্তু সময়ের অভাবে করতে পারছি না ।

আমি আগে আপনা একটা পোষ্ট পড়ে খুব ভাল লাগছে । কিন্তু আমি একটা জিনিস আপনার কাছে চাই সেটা হল একটা সফটওয়ারের কথা বলছেন আমি সেটা ডাউনলোড করছি কিন্তু ইনিট্লল দিয়ে কাজ করে না আপনে কি সফটওয়ারের সটিক লিং টা দিবেন দয়াকরে….

    @ansar-koluma: ভাই, ওটা ইন্সটল দিতে অনেক সময় লাগবে, আপনি যদি ইন্সটল করে থাকেন, তবে কাজ করবে, আপনাকে MS Word Open করে, F2 বাটন চাপতে হবে । এবার মাউস কম্পিউটারের ঠিক মাঝে একে বারে উপরে নিয়ে যান, দেখবেন গোলাকার কিছু এসেছে এবার চশমা আইকনে ক্লিক করলে আপনার লেখা গুলোর ভুল ধরতে শুরু করবে, আপনি Approve বাটনে চাপ দিয়ে সঠিক করে নিন ।

    হ্যাঁ, ওটাই সঠিক লিংক আর কাজ ও করে । আমি ভুল-ভাল কিছু শেয়ার করি না ।

    😀

      Level 0

      @Gautam: ভাই এই সপ্টওয়ার টা ওনেক িদন থেকে খুজচি। িলংক টা দেন না।

Level 1

onake valo post share korsan

    @imran87h: ধন্যবাদ কষ্ট করে মন্তব্য করার জন্য

khub valo post. vai ami apner shathe kotha bolte chai. amake ki apnar skype id deya jay?
amr skype id: hasan.bdesh

    @Mehedi Hasan: Add kore nebo

কী বলব! অসংখ্য ধন্যবাদ।

টিউনিং চালিয়ে যান। ভালো লাগলো বেশ।

Level 0

vai amar email ta holo: [email protected]. Link ta dile upokar pabo.

    @nashir: কিসের লিংক চাইছেন ? আমি বুঝতে পারছি না । একটু ক্লিয়ার করুন ।

      @Gautam: আমরা অনেক সময় ব্লগে কোন লেখার নিচে এ্যাংকর টেগ ব্যবহার করে লিঙ্ক দিয়ে থাকি। কিন্তু এটি আমরা ফেসবুকে ব্যবহার করতে চাইলে কিভাবে করবো? যখন এটি কোন কমেন্টস বা স্টেটাস এ ব্যবহার করতে চাই।

        @Al-Imran Akanda: আমার জানামতে আপনি ফেসবুকে অ্যাংকর টেক্সট ব্যবহার করতে পারবেন না । শুধু লিংক দিতে পারবেন ।

        আর ব্লগের জন্য কিছু মেটা ট্যাগস আছে যা শুধু ফেসবুকের জন্য ।

        আমার ব্লগে আছে দেখে নিতে পারেন ।