Basic forex trading strategy # 1(Fast moving averages crossover)

ফরেক্স ট্রেডিং এর খুবই সাধারণ এবং কার্যকারী একটি কৌশল  “Fast Moving Averages Crossover”  এই কৌশলটি সহজেই আপনার ট্রেডিং এ আপনি ব্যবহার করতে পারেন । মুলত কৌশলটি Moving Average এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

এবার দেখা যাক Strategy টি কিভাবে আপনি আপনার MT4 এ সেট  করবেন :

Currency Pair : Any

Time Frame : 1 Hour , 15 Minute

Indicator : 10 EMA(হলুদ), 25 EMA(নীল) , 50 EMA(লাল)

MT4  এ Insert  --> Indicators  --> Moving Average

অনেক ট্রেডার Strategy খোঁজেন , অনেক জটিল বিষয় নিয়ে মাথা এল মেল করে তোলেন

Moving Average তিনটি নেবার পর  নিচের চার্ট এর  মত করে MT4  এর Indicator list থেকে Moving Average,  Edit  থেকে   10 EMA, 25 EMA, 50 EMA তে আলাদা আলাদা তিনটি কালার সেটিং করে নিতে হবে । কালার সেটিং হয়ে গেলে আপনার মুল কাজটি শেষ । এবার ট্রেড শুরু করতে পারেন।

যেভাবে ট্রেড  করবেন ?

10 EMA উপরের চার্টের মত  যখন 25 EMA কে ক্রস করবে এবং একই ভাবে 50 EMA কে ক্রস করতে থাকবে তখন আপনি Market Entry দেবার সুযোগ পাবেন। অর্থাৎ যখন 10 EMA , 25 EMA এবং 50 EMA কে উপর থেকে নিচে ক্রস করবে তখন সেল অর্ডার আর যখন 10 EMA , 25 EMA এবং 50 EMA কে নিচ থেকে উপর দিকে ক্রস করবে তখন বাই অর্ডার ওপেন করতে হবে । অর্ডার ওপেন করার সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে বর্তমান প্রাইস বার টি যেন 50 EMA বিপরীতে ক্লোজ হয় । 50 EMA এর বিপরীতে নতুন ক্যান্ডল শুরু করা পর্যন্ত অপেক্ষা করলে  সিগন্যাল ভুল হবার সম্ভাবনা কম থাকে।

যেভাবে ট্রেড থেকে বের হবেন ?

উপরের চার্ট  লক্ষ করুন 10 EMA পুনরায় 25 EMA  কে ক্রস করতে যাচ্ছে এই মুহূর্তে আপনি ট্রেড থেকে বের হয়ে আসবেন।  অথবা 10 EMA , 50 EMA কে স্পর্শ করলে ট্রেড ক্লোজ করে দিতে হবে।

এ পদ্ধতি ব্যাবহারের সুবিধা

শুধু মাত্র মুভিং এভারেজ ব্যবহার করা হয়েছে বলে এটি অন্যান্য যেকোন Strategy এর চাইতে অনেক সহজ।  এ পদ্ধতিতে খুব সহজেই আপনি ট্রেড ওপেন এবং ক্লোজ করার সিদ্ধান্ত  নিতে পারেন । আর ভালো ফলাফল পেতে চাইলে  অন্যান্য ট্রেডিং ইনডিকেটর এর সাথে আপনি সমন্বয় করে এটাকে ব্যবহার করতে পারেন ।

অসুবিধা

ফাস্ট মুভিং ইন্ডিকেটর ফোলো-আপ ইন্ডিকেটর বা ল্যাগিং ইন্ডিকেটর।যার ফলে এটা মার্কেটের ভবিষ্যৎ গতিবিধি আন্দাজ করতে পারেনা-মুলত মার্কেটের বর্তমান অবস্হার প্রতিফলন দেখায়। যার ফলে এটা যে কোনো সময় সিগনাল চেন্জ করতে পারে এবং প্রতিনয়ত লক্ষ্য রাখা লাগে। বিশেষ করে মার্কেট যখন সাইডওয়েতে থাকে তখন ভুল সিগনাল দিতে পারে। তাই সাইডওয়েতে ট্রেড না করাই উত্তম।

সতর্কতা 

যেকোনো স্ট্র্যাটেজি রিয়েল একাউন্টে ব্যবহারের পূর্বে ডেমো তে টেষ্ট করা উত্তম। কোনো স্ট্র্যাটেজিই ১০০% সঠিক নয়। তাই চোখ বন্ধ করে ট্টেড না করে ভাল ভাবে প্রাকটিস করে পূর্ণ মানি-ম্যানেজমেন্ট ব্যবহার করে ট্টেড করুন।

source: বাংলা ফরেক্স স্কুল

Level 0

আমি তমাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

what ever you say…best interior designing company in dhaka is CREATIVE INTERIOR visit them here http://www.creativeinteriorbd.com

ভাই এইটা কি হইল ! মারকেটিং করেন ভাই। বেষ্ট অব লাক… 😛