ইমেইল মার্কেটিং এবং ইমেইল মার্কেটিং এর সতর্কতা

বর্তমান অনলাইন মার্কেটিংয়ের জনপ্রিয় মাধ্যম হলো, ইমেইল মার্কেটিং। আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন যে, অনলাইনে মার্কেটিং বা কোনো কিছু বিক্রয়ের জন্য ইমেইল মার্কেটিং কতটা গুরুত্বপূর্ণ। বর্তমানে বিশ্বজুড়েই ইমেইল মার্কেটিং এর জয়-জয়কার চলছে।

শুধুমাত্র আমেরিকাতে ২০১১ সালে ১.৫১ বিলিয়ন ডলার ব্যয় করা হয় ইমেইল মার্কেটিংয়ের জন্য, যেটা বর্তমানে ২.৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ইন্টারনেটের মাধ্যমে যত বিক্রি হয় তার ২৪ শতাংশই ই-মেইল মার্কেটিংয়ের মাধ্যমে। ইমেইল মার্কেটিং সম্পর্কে সম্প্রতি আরেকটি তথ্য দিয়েছে বিটুবি ম্যাগাজিন। ম্যাগাজিনটির জরিপ মতে, ৫৯ শতাংশ বিজনেস টু বিজনেস (বিটুবি) মার্কেটার মনে করেন, ইমেইল হলো রেভিনিউ জেনারেট করার সবচেয়ে বেশি কার্যকর মাধ্যম।

বিভিন্ন মার্কেটপ্লেসে রয়েছে ইমেইল মার্কেটিং এর ওপর অসংখ্য কাজ।

 

এছাড়াও ইমেইল মার্কেটিং এর মাধ্যমে নিজের ই-কমার্স সাইটের বিক্রয়ও বহুগুণে বৃদ্ধি করা সম্ভব। বাংলাদেশে ই-কমার্স এর ধারণাটি সম্প্রতি ব্যাপক জনপ্রিয়তা পেতে শুরু করেছে। তাই আশা করা যায় এদেশেও ই-কমার্স নিয়ে ব্যাপক প্রতিযোগীতার সৃষ্টি হবে। যা ইমেইল মার্কেটিং এর গুরুত্ব বহুগুণে বাড়িয়ে দিবে।

অন্যদিকে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ই-মেইল মার্কেটিংয়ের রয়েছে উজ্জল ভবিষ্যত। রয়েছে পর্যাপ্ত পরিমাণ কাজ। কাজের সংখ্যা দিন দিন বাড়ছে, কিন্তু সে অনুপাতে বাড়ছে না দক্ষ ই-মেইল মার্কেটারের সংখ্যা। কেউ যদি নিজের ই-কমার্স সাইট না খুলেও শুধু অনলাইন মার্কেটপ্লেস যেমন: ওডেস্ক, ফ্রিল্যান্স্যার, ইল্যান্স ইত্যাদিতে কাজ করতে চান; তাহলেও সে স্বাধীনভাবে ভাল এমাউন্টের কাজ করতে পারবে। ই-মেইল মার্কেটিং এর ছোট-বড় সব ধরনের কাজই মার্কেটপ্লেসে পাওয়া যায়। ওডেস্কে যত কাজ রয়েছে তার প্রায় ১৫ শতাংশই ইমেইল মার্কেটিংয়ের কাজ।

ইমেইল মার্কেটিং এর ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। একজন দক্ষ ইমেইল মার্কেটার মাত্রই তা জানে।

শেষ মূহূর্তের সতর্কতা হিসেবে বেশ কিছু বিষয় খুব সংক্ষেপে বলা হলো। একজন প্রফেশনাল ইমেইল মার্কেটার এ পরামর্শগুলো দিয়েছেন।

সংক্ষেপে দেখে নিন ইমেইল মার্কেটিং এর ক্ষেত্রে শেষ মূহূর্তের সতর্কতা :

√  অতিরিক্ত এক্লেমেশন মার্ক ব্যবহার করা পরিহার করুন।

√   ফ্রি শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকুন।

√  ইমেইল টেমপ্লেটে অতিরিক্ত ইমেজ ব্যবহার করবেন না।

√   টেম্পলেটের কনটেন্ট লেখার পর বানান ভুল আছে কিনা চেক করুন এবং স্প্যাম ওয়ার্ড আছে কিনা ভাল করে চেক করুন।

√  ইরর কোড পরিহার করুন।

√  ইমেইল লিস্টে কোনো ইনভেলিড ইমেইল এড্রেস আছে কিনা ভাল করে চেক করুন।

√  ভাল মানের এসএমটিপি সার্ভার ব্যবহার করুন।

√  ইমেইলের সাবজেক্ট যেন সুস্পষ্ট এবং গুছানো হয়।

মাইসিস ইনিষ্টিটিউট অব আইটি “ইমেইল মার্কেটিং” নিয়ে চট্টগ্রামে আগামী ৫ সেপ্টেম্বর ২০১৩ তারিখে প্রফেশনাল ইমেইল মার্কেটিং শীর্ষক একটি উন্মুক্ত সেমিনারের আয়োজন করেছে। যেখানে ই-মেইল মার্কেটিং নিয়ে প্রফেশনাল মার্কেটাররা আলোচনা করবেন। যা থেকে: ই-মেইল মার্কেটিং কি? কি এর ভূত-ভবিষ্যত? কিভাবে শুরু করতে পারবেন? এ সম্পর্কে ধারণা দেয়া হবে। সেমিনারটি ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত।

সেমিনারটি সম্পর্কে বিস্তারিত জানতে এই ইভেন্টটি দেখুন

Level 0

আমি মাইসিস ইনিষ্টিটিউট অব আইটি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

চট্টগ্রামে আউটসোর্সিং ক্যারিয়ার স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষন প্রদানকারী অনেক পুরোনো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান মাইসিস ইনিষ্টিটিউট অব আইটি। বিস্তারিত জানতে ক্লিক করুন মাইসিসের ওয়েবসাইটে । আমাদের ওয়েবসাইটঃ http://misysinstitute.com ব্লগ: http://misysinstitute.com/blog/ ফ্রিল্যান্সিং টিপস সমৃদ্ধ ফ্যান পেইজঃ http://fb.me/MISYSInstituteOfIT


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই একটু ভেঙ্গে বলুন-
1) অতিরিক্ত এক্লেমেশন মার্ক ব্যবহার করা পরিহার করুন
2) ফ্রি শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকুন
3) স্প্যাম ওয়ার্ড আছে কিনা ভাল করে চেক করুন

1) ভাই এক্লেমেশন মার্ক ব্যাপারটা কি রকম একটু গুছিয়ে বলূন। আমি এটা জানার জন্য বসে আছি।

2) ফ্রি বলতে কি আপনি ডিসকাউন্ট এর ফ্রি বোঝাচ্ছেন? যেমন > 1 টা টেবিলের জন্য 1 টি শার্ট ফ্রি।এই রকম ফ্রির কথা বলছেন? একটু ভেঙ্গে বলূন। এব্যাপার টা। কারণ পরবর্তী তে আমার সর্তক হওয়া দরকার।

3) স্প্যাম ওয়ার্ড কি ধরনের? কি ধরণের ওয়ার্ড ইউজ করলে ইমেইল ইনবক্স এ না গিয়ে স্প্যামে যায়? বেশীর ভাগ ক্ষেত্রে দেখা যায় টাকা পয়সার ব্যাপারটা স্প্যাম হিসেবে ধরে। আপনি কিছু ওয়ার্ডের উদাহরণ দিন। যাতে আমি সহজে বুঝতে পারি এগুলো ইউস করলে আমার ইমেইল টা স্প্যাম হবে। কিছূ উদাহরণ অবশ্যই দিবেন।

ব্যাস আর কিছূ না। একটা প্রশ্ন JPEG to HTML করার কোন সফটওয়্যার আছে? আপনার সাথে আমার একান্ত কথা বলা দরকার। আপনার স্কাইপি আইডি টা দিবেন প্লিজ। আমি মাদারীপুর থাকি। তাই আপনাদের প্রতিষ্ঠান টা দেখতে পারলাম না।

এভাবে উত্তর না দেওয়াটা আমাকে কষ্ট দিল।

    1. “!” Ei symbol ta kom babohar korte bolse. Oneke die bore fele.
    2. “Free” ei text ta kothao use kora jabe na. Apni likhte pare “Buy one Get one” Free likhlei spam.
    3. Spam word google a search korlei paben. Free ekta spam word. Valo server a spam cheking builtin thake. Auto red mark dia bole dei.