সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি, ঈদে টিটিকে কিছু উপহার দিব, কিন্তু কিছুই মাথায় আসছিল না, তাই এই ছোট্ট উপহার ।
মাইক্রোওয়ার্কার্স এ ছোট ছোট কাজ থাকে এবং প্রতিটি কাজের মূল্য থাকে ৫ সেন্ট থেকে ৫ ডলার পর্যন্ত । তবে ৫ সেন্ট, ১০ সেন্ট এবং ২০ সেন্ট এর কাজ বেশী, এই ছোট কাজ করে দিনে ১ ডলার পুরন করতে জান বেরিয়ে যায় । কিন্তু এখানে লিংক বিল্ডিং এর কাজে বেশ মূল্য থাকে ৫০ সেন্ট থেকে ২-৩ ডলার হয়ে থাকে । কিন্তু এই কাজ গুলো করতে হলে দরকার ১ টি ব্লগ যা আপনার নিজের এবং শুধু ব্লগ হলে হবে না ব্লগের পেজ র্যারঙ্ক ও থাকতে হবে । কি ভাবছেন ব্লগস্পট বা অন্য কোন খানে ব্লগ বানিয়ে পেজ র্যাূঙ্ক করে কাজ চালিয়ে দেবেন, না হবে না । আপনার নিজস্ব ডোমেইন এবং হস্টিং এ আপনার ব্লগ হোস্ট করা থাকতে হবে এবং পেজ র্যা ঙ্ক ও থাকতে হবে । আপনি অল্প দামে, এই ঈদে, ১ টা ডোমেইন এবং হোস্টিং কিনে নিন এবং সহজ একটা কী ওয়ার্ড খুঁজে ব্লগকে রযার্ঙ্কিং করুন ।সমস্ত কাজ করতে আপনার ১-২ মাস সময় লাগেবে কিন্তু তার পর আপনি প্রতিদিন সর্ব নিন্ম ৫ ডলার আয় করতে পারবেন ।
আমি Gautam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 197 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আমি টিটি তে প্রায় অনেক দিন ধরে আছি। এখানে আমি Microworkers.com এই সাইট নিয়ে কোনো ভালো টিউন দেখি নাই । কিন্তু আজ আমি আপনার টিউন টা দেখে খুব খুশি হলাম। আপনাকে ধন্যবাদ । আশা করি আপনার ধারা আমরা আর জানতে পারবো Microworkers নিয়ে। এখানে কি ভাবে কাজ করতে হই এই বিষয়ে কিছু লেখবেন প্লিজ।