বছরের শেষের দিকে ইউরোপের বাইরের দেশগুলোর জন্য উন্মুক্ত হতে পারে মানিবুকারস/স্ক্রিল মাস্টারকার্ড

অনলাইন পেমেন্ট মেথডগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি পেমেন্ট মেথড হল মানিবুকারস/স্ক্রিল। শুরুতে নাম মানিবুকারস থাকলেও বেশ কয়েকমাস আগেই রি-ব্রান্ডিং করে নাম পরিবর্তন করে স্ক্রিল (Skrill) করে তারা। পেমেন্ট মেথড নেটেলারের মত মাস্টারকার্ড সুবিধাও রয়েছে মানিবুকারসের যদিও তা অনেকেরই অজানা। কিন্তু এই মাস্টারকার্ড শুধু ইউরোপিয়ান ইউনিয়নের অধিবাসীরাই পেতে পারেন। বাইরের দেশের ব্যবহারকারীরা এই মাস্টারকার্ড পেত না। শুধুমাত্র ইউরো (Euro) কারেন্সিতেই এই মাস্টারকার্ড প্রদান করা হত।

সম্প্রতি স্ক্রিল তাদের ফেইসবুক পেইজের অনুসরণকারীদের মন্তব্য জানতে চায় ইউরোপের বাইরের দেশগুলোর জন্য স্ক্রিল মাস্টারকার্ড উন্মুক্ত করার ব্যাপারে। তাতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের অনেক ব্যবহারকারী তাদের দেশের জন্য স্ক্রিল মাস্টারকার্ড উন্মুক্ত করার অনুরোধ জানান। স্ক্রিল টিম জানায় যে তারা ইউরোপের বাইরের দেশগুলোতে স্ক্রিল মাস্টারকার্ড চালুর ব্যাপারেই বর্তমানে কাজ করে যাচ্ছে। এই ব্যাপারে বিডিপিপসের পক্ষ হতে স্ক্রিলের সাথে যোগাযোগ করে জানা যায় যে এই বছরের শেষ নাগাদ ইউরোপের বাইরের দেশগুলোর জন্য স্ক্রিল তাদের এই মাস্টারকার্ড চালু করবে। কিন্তু একসাথে সবগুলো দেশের জন্য এই সুবিধা উন্মুক্ত করা হবে কিনা এবং ইউরোর পাশাপাশি অন্য কারেন্সিতে এই মাস্টারকার্ড নেয়া যাবে কিনা এই ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। কিন্তু যেহুতু স্ক্রিলের অধিকাংশ ব্যবহারকারী ডলার (USD) অ্যাকাউন্ট ব্যবহার করেন, তাই USD এবং GBP কারেন্সিতেও এই কার্ড পাওয়া যাবে বলে ধারনা করা হচ্ছে। এই মাস্টারকার্ড চালু হলে যারা বর্তমানে ফরেক্স ট্রেডিং এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ডলার বাংলাদেশে আনে, তাদের জন্য প্রক্রিয়াটি আরও সহজতর হবে।

আশা করা হচ্ছে বাংলাদেশের স্ক্রিল ব্যবহারকারীরাও প্রথম থেকেই এই মাস্টারকার্ডের সুবিধা পাবেন। উল্লেখ্য, পেমেন্ট মেথড নেটেলার তাদের ব্যবহারকারীদের জন্য মাস্টারকার্ড সুবিধা চালু করলেও প্রথম থেকেই তা বাংলাদেশীদের জন্য উন্মুক্ত হয়নি। গত বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সহ ১৮টি দেশের জন্য তারা নেট+ মাস্টারকার্ড সুবিধা উন্মুক্ত করে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং পাকিস্তানের ব্যবহারকারীরাও নেট+ মাষ্টারকার্ডের সুবিধা পান না।

রিলেটেড নিউজঃ

প্রথম প্রকাশঃ BDPIPS.COM

Level 0

আমি তানভীর জেড আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Ameture Forex Trader!!! Moderator @ BDPIPS.COM


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Please ভাই্‍ আপনার নং টা দিবেন। [email protected] সাহায্য চাই ভাই।

Level 2

thanks

Level 0

Bhai, post-er jonnobad ,
Bank-er swift code belai bank-er main swift code debo naki je branch-e amar account acche tar swift code debo.
J-mon,
Islamic bank-er main swift cone holo: IBBLBDDH
Kindo amader brahmanbaria branch-er swide code holo: IBBLBDDH196

আমি Neteller এর ডলার বিক্রয় করবেন??????????
প্রয়োজন ছিল।