আমাদের মাঝে অনেকেই আছি গরীব ফ্রিলান্সার, যাদের অন্যতম আমি। আমাদের অনেকেরই ব্যাংক অ্যাকাউন্ট নাই। আমরা হুদাই হুদাই ৪০০-১২০০ টাকা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রয়োজন বোধ করিনা, কারণ আমাদের দরকার বা সাধ্য নাই। তাই ব্যাংক গুলো আমাদের জন্যে Mobile bank এর বাবস্থা করেছে।
আমরা ইচ্ছা করলে খুব সহজেই আমাদের মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট এ টাকা তুলতে পারি। এ নিয়ে আমি তিনবার টাকা তুললাম, তাই আপনাদেরও জানাচ্ছি। আমি ডাচ বাংলা মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট ব্যাবহার করে মানিবুকারস থেকে টাকা তুলেছি। অন্য ব্যাংক গুলোতেও হবে আমি আশা রাখি।
আমি আশা করি আপনারা এখন থেকে মোবাইল ব্যাংক এই টাকা তুলবেন। দয়া করে আর ডলার বিক্রি করবেন না। সামান্য কিছু ফি গেলো, কিন্তু আপনি নিরাপদ থাকলেন। আমি গত জুন ২০১৩ তে ৮৭.৫ ডলার বিক্রি করে ধরা খাই।
যদিও আমি ২৩ জুলাই ২০১২ তে প্রথম টাকা তুলি কিন্তু ভেরিফাই না করার কারণে ডলার বেচে খাই।আমি এর ফাকে চেষ্টায়ও ছিলাম, কিন্তু ধোঁকাবাজ আমাকে জাগাইয়া দিছে। শেষে উঠে পরে লেগে অ্যাকাউন্ট ভেরিফাই করছি।
একবছর পর ব্যাংক এ গেলে তারা অবশ্য ডকুমেন্ট দিছে, কিন্তু অনেকদিন হওয়ায় ভেরিফিকেশন কোড নিচ্ছিল না। তখন contact support এর মাধ্যমে manually verify করি। আপনাদের জন্যে এখানে আমার বাক্তিগত অ্যাকাউন্ট এর দুইটি ডকুমেন্ট দিলাম, যা আমি মানিবুকারস এ জমা দিছিলাম। দয়া করে কেউ ডকুমেন্ট গুলো ব্যাবহার করবেন না, এর মিস কল দিবেন না। খুব বেশি প্রয়োজন না হলে ফোন ও দিবেন না।
এখন আল্লাহ্র রহমতে ভালই আছি, আশা করি আপনারাও কষ্টের উপার্জন নিয়ে সুখে থাকবেন।
আমি শামীম হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন ছাত্র। আমার ব্লগ ও ওয়েবসিতেঃ http://www.blogger.com/profile/10924095283835412569 http://captcha-entry-job4u.blogspot.com/ http://www.blogger.com/blogger.g?blogID=4545283498644865712#overview/src=dashboard http://webdesignerboy.wordpress.com http://online1place.wordpress.com আমার ফেসবুকঃ www.facebook.com/shamim.hoque1 আমার google plus: https://plus.google.com/102651530958306602492/posts
কয়েকটা প্রশ্ন করলাম। আশা করি উত্তর পার। মানিবুকার এর উইথড্র ফি: ছাড়া কি আলাদা কোন চার্জ কাটে? টাকা ডিপোজিট হলে কি, মোবাইলে নোটিফিকেশন আসে? ডলার কনভার্শন রেট কেমন? আপনার মোবাইলের যখন টাকাটা যখন ডিপোজিট হয়, তখন কি ডাচ বাংলার অন্যান্য লোডের মত ১% ফি কাটে কি?