একজন সাধারণ ফ্রিল্যান্সারের মোবাইল ব্যাংক এ ডলার তোলা ও ফ্রিলান্সিং এর টাকা না খোয়া যাওয়ার পদ্ধতি

আমাদের মাঝে অনেকেই আছি গরীব ফ্রিলান্সার, যাদের অন্যতম আমি। আমাদের অনেকেরই ব্যাংক অ্যাকাউন্ট নাই। আমরা হুদাই হুদাই ৪০০-১২০০ টাকা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রয়োজন বোধ করিনা, কারণ আমাদের দরকার বা সাধ্য নাই। তাই ব্যাংক গুলো আমাদের জন্যে Mobile bank এর বাবস্থা করেছে।

আমরা ইচ্ছা করলে খুব সহজেই আমাদের মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট এ টাকা তুলতে পারি। এ নিয়ে আমি তিনবার টাকা তুললাম, তাই আপনাদেরও জানাচ্ছি। আমি ডাচ বাংলা মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট ব্যাবহার করে মানিবুকারস থেকে টাকা তুলেছি। অন্য ব্যাংক গুলোতেও হবে আমি আশা রাখি।

এ জন্যে আপনাকে যা করতে হবে-

  • ১। আমি প্রথমে ডাচ বাংলা মোবাইল ব্যাংক এর কাস্টমার সার্ভিসে ফোন দিয়ে জেনে নেই যে Swift code এর মাধ্যমে আমি টাকা/ রেমিটেন্স পাব কিনা। ডাচ বাংলা থেকে জানায় ওয়েস্টার্ন মানি ইউনিয়ন ছাড়া বিশ্বের যেকোনো খান থেকে পাব। আপনি যদি অন্য কোনও ব্যাংক এর মোবাইল ব্যাংক সার্ভিস নিচ্ছেন তাহলে তাদের কাছ থেকে জেনে নিন।
  • ২। এবার ১ যদি সত্য হয় তাহলে moneybookers (skrills), Odesk, elance, freelancer এর add bank account option এ যান। সেখানে ব্যাংক অ্যাকাউন্ট এর ঘরে mobile bank account number টি লিখে দিন ০১xxxxxxxxxx এভাবে লিখতে হবে, +৮৮ লিখতে হবে না। আশা করি swift code সহ বাকি ঘরগুলো পূরণ করতে পারবেন।
  • ৩। আপনি আপনার মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট টি verify ও করতে পারবেন। এ জন্যে ব্রাঞ্চ এ গিয়ে বলুন আমার remittance এর swift message লাগবে ভেরিফিকেশণ এর জন্যে। সবচেয়ে ভাল হয় মানিবুকারস এ পুনরায় টাকা তুলতে গেলে ভেরিফিকেসণ এর যে স্ক্রিন আসে সেটার প্রিন্ট নিয়ে যাওয়া, তাইলে ব্যাংকার মামাগো বুজতে ধক্কল পাওয়া লাগে না!

আমি আশা করি আপনারা এখন থেকে মোবাইল ব্যাংক এই টাকা তুলবেন। দয়া করে আর ডলার বিক্রি করবেন না। সামান্য কিছু ফি গেলো, কিন্তু আপনি নিরাপদ থাকলেন। আমি গত জুন ২০১৩ তে ৮৭.৫ ডলার বিক্রি করে ধরা খাই।

যদিও আমি ২৩ জুলাই ২০১২ তে প্রথম টাকা তুলি কিন্তু ভেরিফাই না করার কারণে ডলার বেচে খাই।আমি এর ফাকে চেষ্টায়ও ছিলাম, কিন্তু ধোঁকাবাজ আমাকে জাগাইয়া দিছে। শেষে উঠে পরে লেগে অ্যাকাউন্ট ভেরিফাই করছি।

একবছর পর ব্যাংক এ গেলে তারা অবশ্য ডকুমেন্ট দিছে, কিন্তু অনেকদিন হওয়ায় ভেরিফিকেশন কোড নিচ্ছিল না। তখন contact support এর মাধ্যমে manually verify করি। আপনাদের জন্যে এখানে আমার বাক্তিগত অ্যাকাউন্ট এর দুইটি ডকুমেন্ট দিলাম, যা আমি মানিবুকারস এ জমা দিছিলাম। দয়া করে কেউ ডকুমেন্ট গুলো ব্যাবহার করবেন না, এর মিস কল দিবেন না। খুব বেশি প্রয়োজন না হলে ফোন ও দিবেন না।

swift transcation to mobile bank account
mobile bank statement

এখন আল্লাহ্‌র রহমতে ভালই আছি, আশা করি আপনারাও কষ্টের উপার্জন নিয়ে সুখে থাকবেন।

আমি শামীম, ফেসবুক

Level 0

আমি শামীম হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন ছাত্র। আমার ব্লগ ও ওয়েবসিতেঃ http://www.blogger.com/profile/10924095283835412569 http://captcha-entry-job4u.blogspot.com/ http://www.blogger.com/blogger.g?blogID=4545283498644865712#overview/src=dashboard http://webdesignerboy.wordpress.com http://online1place.wordpress.com আমার ফেসবুকঃ www.facebook.com/shamim.hoque1 আমার google plus: https://plus.google.com/102651530958306602492/posts


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কয়েকটা প্রশ্ন করলাম। আশা করি উত্তর পার। মানিবুকার এর উইথড্র ফি: ছাড়া কি আলাদা কোন চার্জ কাটে? টাকা ডিপোজিট হলে কি, মোবাইলে নোটিফিকেশন আসে? ডলার কনভার্শন রেট কেমন? আপনার মোবাইলের যখন টাকাটা যখন ডিপোজিট হয়, তখন কি ডাচ বাংলার অন্যান্য লোডের মত ১% ফি কাটে কি?

হাঁ ভাই, মানিবুকারস এর ফি ২.৩৫ বা এর কাছাকাছি ফি শুধুমাত্র ওয়িথড্র দেয়ার সময় কাটে, যা ওয়িথড্র দেয়ার সময় দেখতে পাবেন । এছাড়া অতিরিক্ত কন ফি লাগে না । টাকা ডিপোজিট হলে এস, এম, এস আসে তবে নেটওয়ার্ক এর কারণে আমি একবার পাই নি, কিন্তু ব্যাল্যান্স এ যোগ হয়ে গেছে । আপনার রেমিটেন্স যতই হোক ফি ০ (শূন্য) টাকা ।শুধুমাত্র যখন কেশ আউট করবেন তার জন্যে ফি লাগবে ।

    @শামীম হক:
    তাহলে তো জটিল সুবিধা। কারন DBBL ATM Withddraw তো একদম ফ্রী, আর ব্যাংক থেকে তুললে শূধূ ১০ টাকা চার্জ। DBBL Mobile Banking এর SWIFT কোডটা শেয়ার করেন। একবার ট্রাই মেরে দেখি।

ভাই আপনার মোবাইল নং টা দিবেন। Please

ব্রাঞ্চ এর নাম এবং ব্রাঞ্চ এর ঠিকানা হিসেবে কি দিব?

    @অবুঝ বাঙালী: swift code লেখার পর আপনা-আপনি bank found আসে, সেখানে ব্যাংক এর নামে, ঢাকার প্রধান ব্রাঞ্চ এর নাম আসে । তাই পুড়ন করা লাগে না । তবে ব্রাঞ্চ ততো গুরুত্বপূর্ণ নয় । আপনি ইচ্ছা করলে ঢাকার প্রধান ব্যাংক ব্রাঞ্চ এর নাম বা আপনি যে এলাকা থেকে অ্যাকাউন্ট ওপেন করছেন সেখানকার ব্রাঞ্চ এর নাম দিন । আর রেমিটেন্স আসে ব্যাংক এ, আশার পর তারা আপনার অ্যাকাউন্ট এ লোড করে দিবে, কাজেই সমস্যা হওয়ার কথা না ।

Apner post ta kube kaze lagbe….Thank you very much…………..

শামীম হক vain arektu deatile laken…………

সম্মানিত টেকটিউনস মডারেটরের দৃষ্টি আকর্ষণ করছি।

শামীম হক ভাই এমন একটি পোষ্ট করেছেন যা টেকটিউন্স এ বিরল। এর রকম পোষ্ট এর আগে টেক এ প্রকাশ করা হয় নাই। যেহেতু এটা প্রত্যেক ফ্রিলান্স্যার এর কাজে লাগবে এবং আশা করি বাংলাদেশে কর্মরত 2 লাখ ফ্রিলান্সারের স্বপ্ন বাস্তবায়ন করবে, সেহেতু এটা কে বিশেষ মর্যাদা সহ ষ্টিকি পোষ্ট করে রাখা হোক। সেই সাথে পোষ্ট টিকে নির্বাচিত মনোনয়ন করে শামীম ভাইকে বিশেষ মর্যাদা দেওয়া হোক।

আপনার জন্য হাইলি রেকমেন্ড করে দিলাম। আশা করি কাজে লাগবে।

শামীম ভাই টেকটিউন্স এ আপনার পোষ্ট এত কম কেন? আপনাকে মাদারীপুর ফ্রিলান্সারদের পক্ষ থেকে —

FF(Friend of Freelancer) উপাধি দিলাম। এখন থেকে আপনার নাম হবে —

FF. Shamim Haque.

Akmot………”শামীম হক ভাই এমন একটি পোষ্ট করেছেন যা টেকটিউন্স এ বিরল। এর রকম পোষ্ট এর আগে টেক এ প্রকাশ করা হয় নাই। যেহেতু এটা প্রত্যেক ফ্রিলান্স্যার এর কাজে লাগবে এবং আশা করি বাংলাদেশে কর্মরত 2 লাখ ফ্রিলান্সারের স্বপ্ন বাস্তবায়ন করবে, সেহেতু এটা কে বিশেষ মর্যাদা সহ ষ্টিকি পোষ্ট করে রাখা হোক। সেই সাথে পোষ্ট টিকে নির্বাচিত মনোনয়ন করে শামীম ভাইকে বিশেষ মর্যাদা দেওয়া হোক।”

FF.Shamim ভাইয়ের পোষ্ট কে সবাই নির্বাচিত করবেন। কারণ তিন 2 লাখ মানুষের সমস্যা সমাধান করলেন !!!!!!!!!

Level 0

VAIA ACCOUNT TA VERIFY KORBO KIVABE?????????

একবার টাকা তোলেন, তারপর ব্যাংক এ যান । ব্যাংক গিয়ে আমার রেমিটেন্স আসছে সাথে ভেরিফিকেশন কোড আছে এভাবে বললে তারা আপনাকে আমার পোস্টের প্রথম ছবির মত একটা swift message print করে দিবে ফ্রিতে । ওখানে ভেরিফিকেশন কোড থাকবে । এবার টাকা তুলতে গেলে কোড চাইবে । কোড দিয়ে দেন, আশা করি হয়ে যাবে ।

Vai ami odesk Payment Method thake Local Fund transfer-e My DBBL Mobile account add korse. Kintu amar akta question ami minimum koto dollar hole amar odesk account thake transfer deta parbo.

Level 0

শামীম ভাই, মোবাইল একাউন্ট দিয়ে কি আমার ওডেস্ক একাউন্ট ও ভেরিফাই করতে পারব?

ধন্যবাদ শামীম ভাই…… আমার খুব উপকারী হল এটি……।। আশা সামনে আরও ভাল কিছু পোস্ট দিয়ে আমাদের কৃতজ্ঞ রাখবেন…।। 🙂