ব্লগিং করে মাসে লাখ ডলার কামানো ৭ ব্লগার

আমাদের মধ্যে অনেকেই ব্লগিং শুরু করেন শখের বশে, কেউবা শুরু করেন টাকা আয়ের জন্য। একটা ব্লগ শুরু হয় অনেকগুলো বিষয় নিয়ে। কেউ হয়তো নিজের অভিজ্ঞতা, অনুভুতি নিয়ে লিখেন, কেউ আছেন কোন প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কিংবা অনেকে শুরু করেন টেকনোলজী নিয়ে। সবাই লিখলেও তাদের মাঝে খুব কয়েকজনেই এই ব্লগ দিয়েই আয় করেন। ব্লগিং করে কোটিপতি হওয়া ব্লগারের সংখ্যাও নেহায়েত কম নয়। তাদের মধ্যে থেকে শুধু মাত্র ব্লগিং এর পিছনে সময় ব্যায় করে যে সকল লোক  বা প্রতিষ্ঠান ইনকাম করেছ লক্ষ লক্ষ ডলার তার মধ্যে অন্যতম ১০টি ব্লগের পরিচিতি নিচে দেওয়া হলো।

কোটিপতি ব্লগার

১. হাফিংটন ব্লগ: সাম্প্রতিক কালের সবচেয়ে সেরা ব্লগ হচ্ছে এটি। এই ব্লগটি প্রতিষ্ঠিত হয়েছিলো ২০০৫সালে কয়েকজন কলামিষ্ট, লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আরিয়ানা হাফিংটনের মাধ্যমে। এই সাইটিতে দৈনিক ইনকাম হয় প্রায় ৩০,০০০ডলার।
সাইটের ঠিকানা হচ্ছে:  http://www.huffingtonpost.com
২. ম্যাশহেবল: এই ব্লগটিতে স্বাভাবিক ভাবে বিনোদন ও সামাজিক মিডিয়া সম্পর্কে লিখা হয়। এই ব্লগটিও ২০০৫ সালে পিটে ক্যাশমোর নামীয় যুবক প্রতিষ্ঠিত করেন অথচ উনার বয়স তখন ছিলো মাত্র ১৯ বছর। এই ব্লগটির ইনকামের অন্যতম মাধ্যম হচ্চে বিজ্ঞাপন ।দৈনিক ইনকাম প্রায় ১৫,০০০ ডলার।
সাইটের ঠিকানা হচ্ছে: http://www.mashable.com
৩. গ্যাজেট: এই ব্লগটিতে  বিভিন্ন ভোক্তা সাধারনকে সতর্ক করা ও গ্যাজেট  নিউজ প্রকাশ করা হতো বিভিন্ন ভাষায়। এই ব্লগের দৈনিক ইনকাক হচ্ছে ১০,০০০ডলার।
সাইটের ঠিকানা হচ্ছে: http://www.engadet.com
৪. পিরেজ হিলটন: এই সাইটিতে প্রকাশ করা হতো সেলিব্রেটিতের বিভিন্ন তথ্য। এই ব্লগটি প্রকাশ করা হয় ২০০৪ সালে । এরও ইনকামের অন্যতম মাধ্যম হচেছ বিজ্ঞাপন।
সাইটের ঠিকানা হচ্ছে:  http://www.perezhilton.com
৫.গিজমোডো: এই সাইটিতেও ক্রেতা সাধারনের বক্তব্য তুলে ধরা হতো। পিটার রজাস ২০০২সালে এই ব্লগটি চালু করেন।
সাইটের ঠিকানা হচ্ছে:  http://www.gizmodo.com
৬.জয়স্টিক: যারা গেইমস পছন্দ করেন তাদের জন্য এই সাইটি নির্মান করেছেন পিটার রজার্জ। দৈনিক ইনকাম প্রায় ১৭০০০ডলার। বর্তমানে এই প্রতিষ্ঠানটির বা ব্লগটির মালিক এওএল।
http://www.joystiq.com

৭. রিটেয়ার এট ২১:  এই ব্লগটিতে ইয়াংদের জন্য বিভিন্ন প্রকার টিপস সরবরাহ করে থাকে। মাইকের ডানলপ ২০০৬ সালে এই ব্লগটি প্রতিষ্ঠা করেন। ‍ মাইকেল ডানলপ তার কলেজ জীবন জয় করতে পারেননি কিন্তু ইন্টারনেটকে জয় করেছেন।

http://www.retireat21.com

এছাড়াও আরো কয়েকটি ব্লগ এর নাম নীচে দেওয়া হল যেগুলো অনেক টাকা আয় করে প্রতিদিন অনলাইন থেকে।


৮. লাইফ হ্যাকার:
সকল প্রকার হ্যাকিং এর টিপস প্রদান করা ছিলো এই ব্লগের কাজ। বলতে গেলে সম্পূর্ণ হ্যাকিং ভিত্তিক সাইট।

৯। এন্ডু সুলিভন:  প্রভাবশালী রাজনৈতিক ব্লগ যা প্রতিষ্ঠিত করেছেন ব্রিটিশ লেখক ।
ঠিকানা: http://dish.andrewsullivan.com

১০. কোটাকু: এটিও হ্যাকার সাইট তবে অনেক কিছুই পাওয়া যায়। পরিচালিত হয় এমটিভি রিপোর্টার স্টিপেন টটিলো, এই সাইটের দৈনিক ইনকাম ১৫০০ডলার।
ঠিকানা : http://www.kotaku.com

 

Level 0

আমি Misys Institute Of IT। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

We know what you need and we hide nothing that you need.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফ্রিলেন্সার ডট কম হতে এসইও এবং কন্টেন্ট ডেভেলপমেন্ট প্রতিযোগিতায় ১ম হওয়া ডেভসটিম লিমিটেড সহপ্রতিষ্ঠাতা এবং ব্লগার ও ইন্টারনেট মার্কেটার তাহের চৌধুরী সুমন আসছেন আগামীকাল ব্লগিং এবং এফিলিয়েশানের উপর সেমিনার নিতে। আপনারা চাইলে ফ্রি এই সেমিনার এ অংশ নিতে পারেন। বিস্তারিতঃ http://fb.me/MISYSInstituteOfIT

টেকটিউনস ব্লগের আয় কত জানেন কি?

এখানে একটি মেসেজ দিয়ে জানান। https://www.facebook.com/rozenk

১.২৩ পণ্য বা সেবা ক্রয়ের জন্য টিউনে সরাসরি পণ্য ও সেবার মূল্য উল্লেখ করা, যোগাযোগের ঠিকানা দেওয়া, ফোন নম্বর উল্লেখ করা যাবে না এবং সম্পূর্ণ ভাবে নিষিদ্ধি। আপনার পণ্যের সহজ ও সুষ্ঠু প্রচারের জন্য টেকটিউনস এডভার্টাইজিং [email protected] এর সহয়তা নিন।

টিউনটি আপডেট করে প্রকাশিত করা হল

vai news ar blog banale post golo to copy-past hobe ate ki problem hobe na??

    @mdarifsadik: কপি-পেষ্ট করবেন কেন? আপনি একই টপিক দিয়ে ভিন্ন শিরোনাম ও পোষ্ট দিতে পারেন।

    @mdarifsadik: অবশ্যই সমস্যা হবে। কপি-পেষ্ট করলে প্রথমত সাইটের মান কমে যাবে এবং দ্বিতীয়ত সার্চ-ইঞ্জিনে রেজাল্ট লিষ্ট এ ঠাই পাওয়া যাবে না।

@খাঁন রোজেন
টেকটিউনস ব্লগের আয় কত জানেন ?
= $5800 / month

Level 0

boss, bangla blog theke income er site den…..

    @Shovon04: গুগলে “পেইড ব্লগার” লিখে সার্চ দেন। হয়তো পেয়েও যেতে পারেন। 😆

blogsot dia kemon income hoi ..akta tune korben

    @damnamsogood: অনেকেই ব্লগস্পট দিয়ে ব্লগিং করে হাজার ডলার কামান যেমন পাকিস্তানের আহমেদ ইউসুফজাই (mybloggertricks.com) । সুতারাং ব্লগস্পট দিয়ে আয় করতে পারবেন যদি চেষ্টা করতে থাকেন।

Level 0

ভাল পোস্ট। তবে ভাইজান, আপনি এই তথ্য কিভাবে দিলেন যে, লাইফ হ্যাকার ( http://lifehacker.com/ ) একটি সম্পূর্ণ হ্যাকিং ভিত্তিক সাইট ? ভাল করে দেখেন আবার। এটি মুলত একটি টেকনোলজি ব্লগ………

    @শুভ: হ্যাকিং বলতে ঐ হ্যাকিং বলা হয় নি। লাইফহ্যাকার টেকী বিভিন্ন টিপস যেগুল হ্যাক বলা যায় সেগুলো নিয়ে করা ব্লগ। ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য।

প্রিয়তে রাখলাম।
ধন্যবাদ

Valo

vy ami choto khato kichu income korte chai. Jar madhome bkash e taka pete pari. Emon kono upai ki ase?