ফ্রীল্যান্সিং এ আসতে চাচ্ছেন? বুঝতেছেন না কি দিয়ে শুরু করবেন? তাহলে মনযোগ দিয়ে A 2 Z এই পোস্ট টা পরুন।

ফ্রীল্যান্সিং এর জন্য C কি খুবই জরুরী? আমি মনে করি সি জানলে PHP সহজ লাগবে। এছারা সি এর দরকার নাই। তবে ব্যাসিক PHP জানলেই হবে। আমি অনেক বাঘা বাঘা ওয়েব ডেভলপার দেখেছি যারা সি এর কম্পাইলার ইনিস্টলই করতে পারে না। সো তারা কি পারতেছে না? যারা ফ্রীল্যান্সিং কে ক্যারিয়ার হিসাবে নিতে চান তারা নিচের ল্যাংগুয়েজ গুলা শিখতে পারেন বা নিচের যে কোন একদিকে যেতে পারেন। সব গুলো একসাথে শিখতে যাবেন না। যে কোন একটা গ্রুপ শিখুন তাহলেই হবে। মনে রাখবেন যে ডাক্টার মাথার চিকিৎসা জানে আবার হার্টের চিকিৎসা জানে তার কাছে বেশি রুগি হয় না কারন মানুশ মনে করে সে ২ টার এক্টাও ভালো পারে না। তবে শুধু হার্ট স্পেশালিস্ট এর কাছে রুগির অভাব হয় না বা মাথা স্পেশালিস্ট যাক ডাক্টারি বাদ দিয়ে আমারা পোগ্রামিং এ ফিরে আসি।

HTML+CSS+JavaScripts+PHP+MySQL= ভালো ওয়েব ডেভলপার হোয়ার জন্য/ ওয়ার্ড প্রেস শেখার জন্য। (মার্কেট হট, প্রচুর কাজ, আগামী ৫০ বছরেও কাজ শেষ করতে পারবেন না, দেশে প্রচুর কোম্পানি আছে যেখানে ইন্টার্নি করতে পারবেন)

C#+ASP.NET= মাইক্রোসফট এর প্রডাক্ট বানানোর জন্য। (কাজ অল্প বাট বাজেট বেশি থাকে, সীমিত কিছু কোম্পানি ইন্টার্নি করায়)

Objective C+iOS development= iPhone apps and apple products বানানোর জন্য। (কাজ খুবই কম দেশে ২ থেকে ৪ টা কোম্পানি আছে সেখানে ইন্টারনি করার চান্স খুবই কম। বাট পরিচিত থাকলে হয়েযায়)

Java+Android development= অ্যান্ডোয়েড ডিভাইস অ্যাপ্স ডেভ্লপমেন্ট এর জন্য। (দেশে মোটামোটি অনেক কোম্পনিই আছে যারা এখন অ্যান্ড্রোয়েডের অ্যাপ্স বানাই। সো ইন্টার্নি করতে পারবেন)

Oracol DBA= ফ্রীল্যান্সিং এর তুলনায় জব হয়ে যাওয়ার চান্স বেশি। ব্যাংকিং সফটওয়্যার এর জন্য খুবই জরুরী।

এছারা ডিজাইনে অনেক কাজ আছে। লগো ডিজাইন, ওয়েব ব্যানার ডিজাইন, ওয়েব লেয়াঊট ডিজাইন, প্রিন্ট ডিজাইন। (ইন্টারনির প্রচুর সুযোগ। দেশে ভালো ডিজাইনার এর প্রচুর অভাব)

এছারা SEO+SMM+SEM+YTM+IM= এ অনেক কাজ আছে। এইগুলো শিখেও আপনার টাকার অভাব হবে না।

তাছারা অ্যাফিলিয়েট মার্কেটিং ও অ্যাডসেন্স করে অনেক টাকা ইঙ্কাম করতে পারবেন।

এছারা প্রফেশনাল রাইটার হিসাবে শুরু করতে পারবেন। ইংলিশে ভালো জ্ঞান থাকতে হবে। প্রচুর কাজ।

মনে রাখবেন থিউরি শেখাই মেইন জিনিস না। অনেকে অনেক থিউরি পারে বাট রিয়েল টাইম কিছুই পারেনা। আমি মনে করি ফ্রী হলেও কোথাও ৬ থেকে ১২ মাস ইন্টার্নি করেন। কিছু রিয়েল টাইম কাজ করেন। এর পর সারা জীবন শুধু টাকা গুনবেন। ১২ মাস এর ফ্রী খাটুনি আর ৬ মাসের থিউরি শেখার ফল ভোগ করবেন। ডিজাইনার দের জন্য ইস্পেশাল কথা হল ফটোশপ বা ইলাস্ট্রেটর এর টুল শেখাই ডিজাইন শেখা না। ডিজাইন শেখা হল ক্লাইন্টের রিকোয়ারমেন্ট বুঝে তাকে সুন্দর কিছু দেওয়া এবং ডিজাইন সেন্স। যা দেখে সে WOW বলেব। এই জন্য একজন ভালো ডিজাইনার এর সাথে থেকে কম পক্ষে ১২ মাস ইন্টার্নি করা উচিত।

যদি নতুক কেউ এই পোস্ট পরে এক্টুকো উপকার পায় তাহলে আমি ধণ্য।
by
Shiplu Hridoy

Level 0

আমি damnamsogood। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 173 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার উপকার হয়ছে, জিনিস গুলা বুঝতে পেরে। তবে আমি জানতে চাই HTML+CSS+JavaScripts+PHP+MySQL এগুলা শেখার জন্য দেশের কোন কোম্পানিটি ভাল ?

Sundor post. Thanks for the post.

ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই কোন কোন প্রতিষ্ঠান এই কোর্স গুলো করায় একটু বললে উপকার হতো। আমি java এবং android platform এর উপর কাজ শিখতে চাই। এরজন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কোনটি হবে?

Good Post.Thnx

ইন্টার্নি করা যায় এমন কোন প্রতষ্ঠানের উল্লেখ করলে সকলের জন্য ভালো হত কারণ এখানে অনেকেই আছেন যারা টেকটিউনের বদৌলতে ওয়েব ডেভেলপমেন্ট এর ব্যাপারে অনেক কিছুই জানেন কিন্তু সঠিক দিক নিরদশনা না পাওয়ায় অল্পতেই হতাস হয়ে পড়েন। চট্টগ্রামে এমন কোন ইন্টারনী এর ব্যবস্থা আছে কিনা যদি জানা থাকে তবে প্লিজ জানাবেন। ধন্যবাদ উপকারী একটি পোস্ট শেয়ার করার জন্য।

    @apnarbondhu: @apnarbondhu: @apnarbondhu: আসলে ইন্টারনির ব্যাপার টা একটু ঝামেলার। কোন কোম্পানিই ইচ্ছা করে ইন্টারনির স্টুডেন্ট দের নেই না। বাট এইটা পরিচিতদের লিঙ্ক দিয়ে যেতে হয়। আমার পরিচিত অঙ্কে কোম্পানি আছে যারা ইন্টারনি করানোর জন্য কেওকে নেই না বাট পরিচিত হলে নেই।

Level 0

amar mote devsteam institute onek valo..onekei onader course koreche..

Level 0

ঢাকাতে কোন ইন্টারনি সেন্টার আছে কি? থাকলে শেয়ার করেন……

    Dhaka te valo kono prothistane nam thikana dile valo hoto.

ধন্যবাদ 🙂

Level 0

Many Many Many thx @ admin “damnamsogood” vaia amer onek din er question apni 4min e solve kore dilen je Freelanccing er jonno ami ke ke kaj sekbo apnake onek onek donnobad.
apner kache r o onek help full tips porttasha korchi apner Fb id ta dile kub valo hoto jodio ami kuje pai thahole REX MF name er id theke request pathabo

Level 0

http://www.facebook.com/Ranakhan950 amer Fb ID Apni Akta POKE korben Plz vaia Choto vai hishebe etotuko help korben plz

Nice post. Thanks.

Level 0

এই লিখাটি হুবহু চুরি করা।
মজার ব্যাপার হচ্ছে, যে ব্লগ থেকে চুরি করা হয়েছে সেটা আরেক চুরের ব্লগ।
এই সব হবু অনলাইন চুরদের থেকে সাবধান।
আমি বুঝিনা, চুরি করে পান্ডিত্য দেখিয়ে লাভ কি?