ইস্ট ডেলটা ইউনিভারসিটিতে হয়ে গেল ফ্রিল্যান্সিং ওয়ার্কশপ!

০২-০৫-২০১৩ রোজ বৃহস্পতিবার, ইস্ট  ডেলটা ইউনিভার্সিটি Department of Science & Engineering এর আয়োজনে হয়ে গেল ইলেন্স ফ্রিল্যান্সিং ওয়ার্কশপ!

DSC02490

রোজ বৃহস্পতিবার ঘড়ির কাটায় ১টা বাজে হল রুম রেডি ।

IMG_1024

২টা ৪৫ মিনিট থেকে সকল আসতে শুরু করে। ৩ বাজার সাথে সাখে হল রুম অডিয়েন্সে ভরপুর হয়ে যায়।

IMG_1048

ঠিক ৩.১৫তে আব্দুল মান্নান আসিফ সকলকে ধন্যবাদ জানিয়ে । EDU Computer Science Department এর  লেকচারার Eng. Fahmida Akter  মেমকে  ওয়ার্কশপটি ওপেন এবং শুরু কথার মাধ্যমে Workshop start হয়। এর পর পর শুরু  হয়  সাইদূর মামুন খান, কান্ট্রি ডিরেক্টর,ইল্যান্স এর পর্ব । তিনি প্রাই ২.৩০ ঘন্টা Workshop পরিচালনা করেন।

IMG_1047

তিনি ইলেন্সের বিভিন্ন দিক তুলে ধরেন।  তার আলোচনার মোট চারটি পর্ব ছিল এবং পত্যেক পর্বে প্রশ্ন এবং উত্তর ।

Part 1: Profile Overview section tips Differentiating yourself Additional Tips

Part 2: Proposals Choosing Projects Finding Good Clients Your Pitch & Proposal Additional Tips

Part 3: Career Growth Rules to keep you safe How to make a long-term career

Part 4: Q&A & Resources

IMG_1055

ওয়ার্কশপটি পরিচালনা করেন  আব্দুল মান্নান আসিফ। এত সমাপনি বক্তব্য রাখেন  EDU School of Science &  Engineering Department এর Assistant Professor Golam Moktader Daiyan. তিনি বলেন “ If we want to earn money 1st we have to develop our skill and learn moor and moor." তিনি আরো বলেন ” ” i specially thanks Elance and  student of EDU Abdul Mannan Asif  for help us to successful workshop  ”

IMG_1067

Level 0

আমি Abdul Mannan Asif। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভাল কিছু করতে গেলে অনেক কষ্ট পোহাতে হয়, কিন্তু একটা সময়ের পর কাজের ফলটা চরম আনন্দ দেয় :) মুখবইয়ে আমি ২০১১ইং খেকে টেকটুইটস এবং টেকপৃথিবীতে এডমিন, ২০১২ইং থেকে NanoItBD তে Executive Programmer হিসাবে কাজ করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস