"উদ্দ্যোক্তা উৎসব, চট্টগ্রাম ২০১৩ " প্রথমদিন ১ মে, ২০১৩ তে চট্টগ্রামের শিশু একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে "ফ্রিল্যান্সিং কনফারেন্স" যেখানে উপস্থিত থাকবেন ওডেক্স, ফ্রিল্যান্সার, ইল্যান্স এর কান্ট্রি ডিরেক্টর এবং বেশ কয়েকজন বেসিস বর্ষসেরা ফ্রিল্যান্সার ।
উক্ত কনফারেন্সে ৪ টি সেশন থাকবে ।
ফ্রিল্যান্সার কনফারেন্স কর্মসূচীঃ
====================
৯.৩০ - ১০.০০ : কনফারেন্স এর উদ্ভোধন এবং বক্তা পরিচিত
১০.০০ - ১২.০০ : সেশন -১ : আইটি বেইসড ফ্রিল্যান্সিং
১২.৩০ - ২.৩০ : সেশন -২ : নন আইটি বেইসড ফ্রিল্যান্সিং
৩.০০ - ৫.০০ : সেশন -৩ : বেষ্ট প্র্যাকটিস ইন ফ্রিল্যান্সিং
ফ্রিল্যান্সিং কনফারেন্স এর বক্তারাঃ
-----------------------------------------
১. সাইদূর মামুন খান, কান্ট্রি ডিরেক্টর,ইল্যান্স
২. মাহমুদ হাসান সানি, কান্ট্রি ডিরেক্টর,ওডেস্ক
৩. নাবিলা খোর্শেদ,ফ্রীল্যান্সার.কম
৪. এনায়েত হোসেন রাজীব, বেসিস বর্ষসেরা ২০১১
অংশগ্রহনের নিয়মঃ
------------------------
অংশগ্রহন করার জন্য ওয়েবসাইটে রেজিস্ট্রশন করতে হবে ।
১০.০০ - ১২.০০ : সেশন -১ : আইটি বেইসড ফ্রিল্যান্সিং
ফ্রিল্যান্সিং নিয়ে আয়োজিত এই কনফারেন্সটি সাজানো হয়েছে শুধুমাত্র তাদের জন্য যারা কোর আইটি যেমন, প্রোগ্রামিং, ওয়েব এপ্লিকেশনস, সফটওয়্যর ডেভালাপমেন্ট, মোবাইল এপস ইত্যাদি ফিল্ডে কাজ করতে আগ্রহী। সেই সাথে যারা অলরেডি কাজ করছেন কিন্তু পার আওয়ারলি রেট কিংবা প্রজেক্ট রেট সন্তোষজনক নাহ, তারাও এই কনফারেন্সটিতে অংশগ্রহন করতে পারেন।
ওয়েবসাইটে রেজিস্ট্রশন লিংক:
http://www.uddoktautsab.com/freelancing-for-core-it/
১২.৩০ - ২.৩০ : সেশন -২ : নন আইটি বেইসড ফ্রিল্যান্সিং
ফ্রিল্যান্সিং নিয়ে অনেকের মাঝেই একটা ভূল ধারণা আছে যে, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে শুধুমাত্র আইটি রিলেটেড প্রজেক্ট পাওয়া যাই এবং এখানে হয়তোবা শুধুমাত্র যাদের আইটি লাইনে জানাশোনা কিংবা বিচরণ তারাই কাজ করতে পারে এবং ভাল ইনকাম জেনারেট করতে পারে। কিন্তু, আসলে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে নন আইটি ফিল্ডেও প্রচুর কাজ পাওয়া যাই। এমনকি, শুধুমাত্র বাংলাদেশেই এমন অনেক ফ্রিল্যান্সার আছেন যারা নন আইটি ফিল্ডে কাজ করেও প্রতি মাসে সন্মানজনক ইনকাম জেনারেট করছেন। কিন্তু, এই সম্পর্কিত সঠিক প্রচার প্রচারণার অভাবেই আমাদের দেশে প্রচুর সম্ভাবনা থাকলেও নতুনরা এগিয়ে আসতে সক্ষম হচ্ছেন নাহ।
তাই এই ব্যাপারে নতুনদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং সঠিক দিক নির্দেশনা প্রদানের লক্ষ্য “ফ্রিল্যান্সিং ফর নন আইটি” কনফারেন্সটির আয়োজন করা হয়েছে। যারা প্রোগ্রামিং, ওয়েব ডেভালাপিং, সফটওয়্যার ডেভালাপমেন্ট কিংবা আইটি রিলেটেড ফিল্ডগুলোতে কাজ করতে আগ্রহী না কিন্তু ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে চান তারা এই কনফারেন্সটিতে যোগ দিতে পারেন।
ওয়েবসাইটে রেজিস্ট্রশন লিংক:
http://www.uddoktautsab.com/freelancing-for-non-it/
১২.৩০ - ২.৩০ : সেশন -২ : নন আইটি বেইসড ফ্রিল্যান্সিং
বাংলাদেশে বর্তমানে প্রচুর ফ্রিল্যান্সার কাজ করছেন এটা একটি আশার দিক হলেও হতাশার দিক হলো তাদের বেশীর ভাগ-ই ইনকাম করছেন খুব-ই কম রেটে। মার্কেটপ্লেসে ঘুরলে দেখা যায় অনেকের আউয়ারলি রেট ২ ডলারের নিছে। এমনকি এমন অনেককেই খুজে পাওয়া যায় যারা ৫০ সেন্ট,৩০ সেন্টে কাজ করেন। তাই, বর্তমানে যারা ফ্রিল্যান্সিং করছেন তারা কিভাবে নিজেদের মানকে আরো বাড়াবেন, কিভাবে লং টার্ম মার্কেটপ্লেসগুলোতে টিকে থাকবেন এবং সর্বোপরি বলতে গেলে কিভাবে বেস্ট প্র্যাক্টটিস করবেন মার্কেটপ্লেসে, সে সব বিষয় নিয়ে এই কনফারেন্সটি আয়োজন করা হয়েছে।
ওয়েবসাইটে রেজিস্ট্রশন লিংক:
http://www.uddoktautsab.com/best-practices-in-freelancing/
Facebook Event :
http://www.facebook.com/events/177540615734216/
ধন্যবাদ
আমি Abdul Mannan Asif। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল কিছু করতে গেলে অনেক কষ্ট পোহাতে হয়, কিন্তু একটা সময়ের পর কাজের ফলটা চরম আনন্দ দেয় :) মুখবইয়ে আমি ২০১১ইং খেকে টেকটুইটস এবং টেকপৃথিবীতে এডমিন, ২০১২ইং থেকে NanoItBD তে Executive Programmer হিসাবে কাজ করছি।