গতকাল আমার এক পার্টনার এর সাথে কথা চলছিল নতুন একটা বিজনেস নিয়া। এটা কল সেন্টার টাইপ এর বিজনেস। তো হিউম্যান রিসোর্স রিক্রুটমেন্ট নিয়া কথা হইতেছিল - আমি বললাম কস্ট মিনিমাইজেশন এর জন্য আমার দেশের ইমপ্লোয়ি রা বেস্ট। আমি ২০০ ডলার পার মান্থ পারমানেন্ট এমপ্লয়ি দিতে পারবো। ৫ জন এমপ্লয়ি ১০০০ দলার প্রতিমাস। সে কইলো ঠিক আছে কিন্ত তোমার দেশের যা অবস্থা লং টাইম বিজনেস এর জন্য সুবিধাজনক নয়---- কিছু প্রব্লেম আছে তা হলোঃ ১। তোমার দেশের ইন্টারনেট স্পিড এবং স্টেবিলিটি খুব বাজে ২। লোড সেডিং ৩। ইংলিশ প্রফেসিয়েন্সি ...সেদিক থেকে ফিলিপাইন সব চেয়ে বেস্ট। শুনে আমার কিছু ই বলার ছিল না। তারপর ও বললো যেহেতু তুমি প্রজেক্ট ম্যানেজার সিধান্ত তোমার। আমি আছি চিন্তায় কোনটা আমার জন্য ভালো হবে!!! আমার প্রশ্ন এ দেশের রাজনীতির কুকুর গুলা কি কোন দিন ই ভালো হবে না। এরা সব ভেউ ভেউ কাম্রাকামড়ি বাদ দিয়া দেশ রে নিয়া ভাববে না ???? আমার জানা মতে পৃথীবির আর কোন দেশের ওয়ার্কার রা এত প্রতিবন্ধকতার মাঝে কাজ করে না। তার পর ও রাত দিন কাজ করে যে গ্লোবাল পজিশন ধরে রেখেছে তা হাজার গুন বাড়তো যদি সরকারের সদিচ্ছা থাকতো বিন্দু মাত্র। উল্টা সরকার আরও চেস্টা করে প্রতিবন্দকতা বাড়াতে। টাকা উত্তোলন থেকে শুরু করে যেকোন যায়গায় ঝামেলা। আর ইন্টারনেট স্পিড, পেপাল এগুলা তো বহুত পুরান ইস্যু। আমি এবং আমার মত হাজারো মানুষ সপ্ন দেখে একদিন বাংলাদেশ হবে অফসোর/অয়াউটসর্সিং এর ১ নম্বর ডেস্টিনেশন সারা পৃথিবী তে। কবে যে সে দিন আসবে আল্লাহ ই জানে।
আমি supto। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
studying bba and hope to earn online...
আমরা যারা নতুন মুক্তিযোদ্ধারা যুদ্ধে আছি হাল ছাড়বো না ইনশা আল্লাহ। একাত্তরে দেশের জন্য দিছে রক্ত আর এখন আমরা দেই রেমিটেন্স। রেমিটেন্স কি একটি দেশের অর্থনীতিতে রক্ত নয়?