ফ্রিল্যান্সিং, বাংলাদেশ প্রেক্ষাপট এবং আমি…

গতকাল আমার এক পার্টনার এর সাথে কথা চলছিল নতুন একটা বিজনেস নিয়া। এটা কল সেন্টার টাইপ এর বিজনেস। তো হিউম্যান রিসোর্স রিক্রুটমেন্ট নিয়া কথা হইতেছিল - আমি বললাম কস্ট মিনিমাইজেশন এর জন্য আমার দেশের ইমপ্লোয়ি রা বেস্ট। আমি ২০০ ডলার পার মান্থ পারমানেন্ট এমপ্লয়ি দিতে পারবো। ৫ জন এমপ্লয়ি ১০০০ দলার প্রতিমাস। সে কইলো ঠিক আছে কিন্ত তোমার দেশের যা অবস্থা লং টাইম বিজনেস এর জন্য সুবিধাজনক নয়---- কিছু প্রব্লেম আছে তা হলোঃ ১। তোমার দেশের ইন্টারনেট স্পিড এবং স্টেবিলিটি খুব বাজে ২। লোড সেডিং ৩। ইংলিশ প্রফেসিয়েন্সি ...সেদিক থেকে ফিলিপাইন সব চেয়ে বেস্ট। শুনে আমার কিছু ই বলার ছিল না। তারপর ও বললো যেহেতু তুমি প্রজেক্ট ম্যানেজার সিধান্ত তোমার। আমি আছি চিন্তায় কোনটা আমার জন্য ভালো হবে!!! আমার প্রশ্ন এ দেশের রাজনীতির কুকুর গুলা কি কোন দিন ই ভালো হবে না। এরা সব ভেউ ভেউ কাম্রাকামড়ি বাদ দিয়া দেশ রে নিয়া ভাববে না ???? আমার জানা মতে পৃথীবির আর কোন দেশের ওয়ার্কার রা এত প্রতিবন্ধকতার মাঝে কাজ করে না। তার পর ও রাত দিন কাজ করে যে গ্লোবাল পজিশন ধরে রেখেছে তা হাজার গুন বাড়তো যদি সরকারের সদিচ্ছা থাকতো বিন্দু মাত্র। উল্টা সরকার আরও চেস্টা করে প্রতিবন্দকতা বাড়াতে। টাকা উত্তোলন থেকে শুরু করে যেকোন যায়গায় ঝামেলা। আর ইন্টারনেট স্পিড, পেপাল এগুলা তো বহুত পুরান ইস্যু। আমি এবং আমার মত হাজারো মানুষ সপ্ন দেখে একদিন বাংলাদেশ হবে অফসোর/অয়াউটসর্সিং এর ১ নম্বর ডেস্টিনেশন সারা পৃথিবী তে। কবে যে সে দিন আসবে আল্লাহ ই জানে।

Level 0

আমি supto। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

studying bba and hope to earn online...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমরা যারা নতুন মুক্তিযোদ্ধারা যুদ্ধে আছি হাল ছাড়বো না ইনশা আল্লাহ। একাত্তরে দেশের জন্য দিছে রক্ত আর এখন আমরা দেই রেমিটেন্স। রেমিটেন্স কি একটি দেশের অর্থনীতিতে রক্ত নয়?

সরকার কার কি নিজের email চেক করতে পারে করো জানা থাকলে একটু জানাবেন

    Level 0

    @tahmid hasan: আমার মনে হয় নিজে চেক করে না, এইসব এর টাইম কই ওনার। একজন মাছিমারা কেরানি রাখছে হয়ত যে সারা দিন মাছিমারে।।

আমি ছোট জানিনা কি বলবো ? – তবু বলতে হয়- ফিল্যান্সারদের জন্য । যারা সবসময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে থাকে । আর তাদেরকে সাহায্য না করে তাদেরকে উল্টো কি ভাবে বাঁধা প্রধান করা যায় তার নানা কৌশল খুজে আমাদের সরকার । সরকারের কোনো দোষ নাই ।দোষ সব আমাদের কারন আমরা নির্বাচন করতে জানি না কোন সরকার নিজের হাতে নিজের মেইল চেক করতে পারে google বোঝে internet বোঝে বিশ্ব এর সাথে তাল মিলিয়ে চলতে যানে অউটসোসিং বোঝে ফিল্যান্সিং বোঝে etc…… যদি জানতাম তাহলে আর এত সমস্যা হত না

    Level 0

    @tahmid hasan: ভাই সে আশায় গুরে বালি কারন এমন কোন দল ই নাই বুঝার মত। না ডিজিটাললীগ, না এনালগদল।।

তাহলে বাংলাদেশের কি হবে। সাথে আমাদের ?

    Level 0

    @tahmid hasan: ভাই সবাই তো সেই আশার আলোর অপেক্ষায়।

অপেক্ষার দিন শেষ ৭১ এর আন্দোলন আরেক বার করতে হবে
১মত হলে সাথে থাকেন
আন্দোলন এর প্রদান দাবি –
১/ ইন্টারনেট এর গতি বৃদ্ধি সহ মূল্য কমিয়ে আনা
২/ ফিল্যান্সার দের অসুবিধা গুলো সুবিদায় পরিনত করা

দোষ রাজনীতিবিদদের নয়, দোষ আমাদের, আমরাই প্রথম শ্রেনীর ছাগল, আমরা বার বার অযোগ্যদের ড্রাইভিং সীটে বসাই।

    Level 0

    @Shakil Ahmed: ভাই যোগ্য ড্রাইভার আর কোথায় বলেন? তাই ত গাড়ি চড়ার আশা বাদ দিয়া নিজে নিজে হেটে আগাইতেসে যতদুর পারি।

vai amar kisu bolar ache

    Level 0

    @techtunes.protibad: বলেন ভাই মন খুলে বলেন।।

      @supto: ভাই আপনার টিউনের এক জায়গায় লিখেছেন “আমার প্রশ্ন এ দেশের রাজনীতির কুকুর গুলা কি কোন দিন ই ভালো হবে না।” এখানে আমি এই কথার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনি কোন সাহসে রাজনীতিবিদদের কুকুরের সাথে তুল না করলেন??? ভাই কুকুর বিড়ালদের ও একটা class আছে কিনতু এদের সেইটাও নাই। এদের কি সেই ক্লাসটুকুও আছে? এরা পশুর অধম। এদের কুকুরের সাথে তুলনা করে আপনি সত্যি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধুকে অপমান করলেন। ভাই কুকুর মানুষের সবচেয়ে বিশ্বস্ত সহচর। বিপদে সে নিজের প্রাণ দিয়ে দিবে তবু নিজে বেঁচে থাকতে নিজের চোখের সামনে নিজের মনিবকে কখনও মরতে দেখতে পারবে না। বাংলাদেশের রাজণিতিবিদদের মাঝে কি এই গুণটি আছে???!!! নাকি এরা মানুষের প্রাণ কেড়ে নিতে সিদ্ধহস্ত? গত কয়েক মাসে হরতালে কয়টা সাধারণ নিরীহ মানুষের প্রাণ গিয়েছে তা একমাত্র আল্লাহই জানেন। B.N.P, আওয়ামীলীগ, জামায়াত সবগুলা চোর ছেচ্চর।

      আর Freelancing এর কথা কি আর বলব। ভাই আমরা সবাই জানি এই দেশে যখন Submarine cable নেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল তখন এই দেশের রাজনীতিবিদরা কি বলেছিলেন জানেন? দেশের খবর নাকি সব বাইরে চলে যাবে, privacy বলতে কিচ্ছু থাকবেনা। তাই তখন connection নেয়া হল না। অথচ তখন নিলে বাংলাদেশ বলতে গেলে একরকম ফ্রিতেই নিতে পারত সংযোগ। কি আর বলব ঐ সব মূর্খগুলা কি আর জানত ইন্টারনেট কি বা Submarine cable কি? আর বাংলাদেশের এই কথা শুনে নিশ্চই Submarine cable company ভেবেছে এরা কি কয়? এরা কি পাগল নাকি? সারা বিশ্বের কাছে প্রমাণ করেছে এরা মূর্খ। যাই হোক পরে অবশ্য কয়েক হাজার কোটি টাকা ব্যয় করে সেই একই connection নেয়া হল, যা কিনা আগে নিলে ফ্রিতে নেয়া যেত । মাঝখান থেকে দেশের কয়েক হাজার কোটি টাকা নষ্ট হল। তাতে কি এখানে তাদেরই লাভ হল তারা Submarine connection নেয়ার নামে কিছু টাকা লুটপাট করে পকেটে ঢূকাতে পারল। আগে ফ্রিতে নিলেতো আর তাদের পকেট ভারী হবার সুযোগ হত না। আর টাকাটাতো আর তারা দেয় নাই দিয়েছি আমরা। এটা আমাদের দেশের মাহনতি মানুষের টাকা। ঘামঝরা রক্ত পানি করা টাকা। আমরা সরকারকে যে, বিভিন্ন ট্যাক্স দেই সেই টাকা।

      এবার আসি আসল কথায় Submarine cable এর কথা কেন উঠালাম? এখন আবার আমার সব Freelancer রা আবার সেই অজাত কুজাত রাজনীতিবিদদের পাল্লায় পড়েছি। আমার সবাই জানি internet দুনিয়ায় সবচেয়ে বেস্ট Money Processing Gateway এর নাম হল এককথায় PayPal. অনলাইনে কিছু কিনবেন ? PayPal Frellancing করে client এর কাছ থেকে টাকা নিবেন আবারো PayPal। PayPal ছাড়া বলতে পারেন ইন্টারনেট দুনিয়াই অচল। সেই PayPal কে বাংলাদেশের অজাত কুজাত রাজনীতিবিদরা আসতে দিচ্ছেনা । এইবার অজুহাত PayPal দেশে আসলে দেশের টাকা বাইরে পাচার হয়ে যাবে। কি গাঁধার দেশে বাস করছি আমরা। হাসি পায়। আরে কুত্তার গু তোরা জানিস PayPal কি? বাপের জন্মে ব্যাবহার করেছিস?

      ব্যাপারটা একটু clear করি. ধরেন আপনার PayPal আছে। আপনি Apple এর USA সাইটে গেলেন আর একটা laptop কিনলেন তারমানে bangladesh এ আপনার PayPal থেকে কিছু ডলার USA তে চলে যাবে। হা এটা একটা সমস্যা বটে। কারণ উন্নত ধণী দেশগুলর ডলার রিজার্ভ অনেক বলে তাদের জন্য এটা কোন মাথা ব্যাথা না। কিনতু আমাদের দেশের মত গরীব রাষ্টের জন্য এটা অনেক বড় মাথা ব্যাথার কারণ। কারণ PayPal accont যদি সবারই থাকে তাহলে সবাই কেনাকাটা করবে আর সব ডলার তখন দেশের বাইরে চলে যাবে। এখানে বলে রাখা প্র্য়োজন যে, কারো PayPal এ যদি Dollar এর বদলে local currency ও থাকে আর সে যদি ধরেন international কোন site যেমন ঃ Usa এর কোন সাইটে গিয়ে কিছু কিনে তাহলে তার একাউন্টকে কিনতু internatinal currency USD charge kora hobe আর সেই ডলার বাংলদেশ ব্যাংক থেকে পরিশোধ হবে। যাই হোক এটা অনেক জটিল এক প্রক্রিয়া আমি সেই আলোচনায় যাচ্ছি না। তখন দেশের ডলার রিজার্ভ শূণ্যের কোঠায় চলে যেতে সময় লাগবে না। কারণ কেনাকাটাতো আর একজন দুজন করবেনা করবে হাজার হাজার মানুষ। ডলার এর অভাবে দেশের আমদানী বানিজ্য বন্ধ হয়ে যাবে। দেশের মানুষকে তখন না খেয়ে মরতে হবে।

      ও তাহলে দেখি রাজণিতিবিদরা PayPal আসতে না দিয়ে ভালই করেছে, তাইনা? জি না ভাই।। ভাল করে নি। কারণ PayPal এ এমন সার্ভিসও আছে যে আপনি আপনার account এ শুধু ডলার রিসিভ করতে পারবেন কিনতু Internationally online এ কেনাকাটা করতে পারবেন না। তারমানে এই ধরণের এক্যাউন্ট থেকে দেশের ডলার দেশের বাইরে যাওয়ার কোন চান্সই নাই। এই ধরণের একাউন্ট যদি BD তে চালু থাকত তাহলে দেশের Freelancer রা খুবই সহজে টাকা দেশে আনতে পারত। কিনতু এই সহজ জিনিসটা অইসব কুত্তার গু দের কে বোঝাবে বলেন? হা এটা ঠিক যে PayPal ছাড়াও MoneyBookers, Payza এর মত Gateway BD তে চালু থাকলেও তারা কেউই PayPal এর ছায়াও না।

      Freelancer মাত্রই ভুক্তভোগী আর আমরা জানি দেশে টাকা আনা কত ঝামেলা। পরিশেষে এইটুকু বলে দেই ঃ আমি একজন Professional Graphic Designer, Website Developer and Zend Certified enginner। ভাল থাকবেন সবাই।

        Level 0

        @techtunes.protibad: ভাই দারুন বলেছেন। আমার ও মতামত এই যে পেপাল রে যদি অন্য সব পেইমেন্ট প্রসেসর দের মত সুবিধা ও দেয় কোটি কোটি ডলার আসবে প্রতি মাস এ। যেমন ধরেন সবাই রিসিভ করতে পারবে, অনলাইন এ খরছ ও করতে পারবে কিন্তু বাংলাদেশ থেকে কেউ টাকা লোড করতে পারবে না। তাহলে তো আর দেশের টকা বাইরে যাবে না। কি বলেন?

Level New

ভাই, আপনি অনেক সত্যি কিছু কথা বলেছেন । আমাদের সরকার শুধু নামেই ডিজিটাল , কাজে শুধুই টাল ।

দেখি বিটিআরসি কি করে এ ব্যাপারে :/