আসসালামু-আলাইকুম কেমন আছেন সবাই , আশা করি সবাই ভাল আছ, ভাল থাক, সুন্দর থাক, স্বুস্থ থাক , নিরাপদে থাক এটাই আমি সব সময় প্রত্যাশা করি, আপনাদের সর্ব সাফল্য আমি একান্ত ভাবেই কামনা করি।
আমরা জানি তথ্যপ্রযুক্তি এগিয়ে যাচ্ছে। ধরা দিচ্ছে প্রযুক্তির নাগালের অবস্থানরত মানুষের হাতে। প্রযুক্তি নির্ভর মানুষগুলোর কারণেই তথ্যপ্রযুক্তি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যাই হোক আসল কথায় আসি ,
আমাদের যাদের নিজস্ব ওয়েবসাইট বা ব্লগ আছে ,আমরা অবশ্যই গুগল অ্যাডসেন্স পেতে ইচ্ছুক কিন্তু পযাপ্ত ভিসিটর না থাকার ফলে আমরা অ্যাডসেন্স পাইনা।আর এ জন্যই
আমি আজ আপনাদের সাথে একটা সাইট শেয়ার করব যেটা নাকি গুগল অ্যাডসেন্স আর বিকল্প ।
http://yllix.com/publishers
এবার Register As A Publisher এ ক্লিক করুন। তারপর আপনার প্রথম নাম ও শেষ নাম লিখুন,এবং আপনার ইমেইল আদ্দ্রেসস দেন।
তারপর Create Account সিলেক্ট করুন। তারপর ঠিক এ রকম একটা মেসেজ আসবে
Welcome Mr. আপনার নাম
Your account has been successfully created.
Please check your mailbox in order to activate your account.
এবার আপনার ইমেইল এ লগিন করুন , দেখবেন যে একটা নতুন মেইল এসেছে ।এটা ওপেন করুন । এখানে আপনার অ্যাকাউন্ট , আইডি, পাসস্বরদ দেওয়া আছে এবং একটা লিঙ্ক ও দেওয়া আছে এটা তে ক্লিক করুন । করার পর আপনার অ্যাকাউন্ট আইডি চাইবে ওইটা বসিয়ে দিন। এবার ঠিক মার্ক করে Complete Registration এ ক্লিক করুন। এরপ্র আপনার Real Address বসিয়ে দিন। Continue তে ক্লিক করুন , আপনার মোবাইল নাম্বার দিন আবার Continue করুন । তারপর আপনার Payment method সিলেক্ট করুন ।আপনার ইমেইল ও Minimum Payout সিলেক্ট করুন । এবার Close সিলেক্ট করুন। তারপর SMS Verification সিলেক্ট করুন । Sand Verification Sms এ ক্লিক করার পর একটা এসএমএস পাবেন ওই নাম্বার টা বসিয়ে দিন। তারপর আপনার ওয়েবসাইট অ্যাড করে কোড গুলো বসিয়ে দিন।
এবার সাইটির ধরণ দেখে নেই।
***Yllix CPM, CPC, CPA এবং পপআপ বিজ্ঞাপন সমর্থন করে ।
***Yllix 300×250, 728×90, 468×60, 120×600, 160×600, PrePop, পপআপ এবং PopUnder বিজ্ঞাপন ফর্ম্যাট সমর্থন করে।
***মিনিমাম Payout 1$। আমার ক্যাশ আউট এর প্রুফ
***Google Adsence এর অন্যতম একটি বিকল্প উপায় Yllix। আপনারা যারা অনেক চেষ্টা করার পরেও আপনার ব্লগ/ওয়েবসাইট এর জন্য Google Adsence থেকে এড পাচ্ছেন না তারা Yllix চেষ্টা করে দেখতে পারেন। Yllix এর Popup, Layer এবং Full page এড এর জন্য এডে ক্লিক অনেক বেশি পরে। আর আপনি রেফেরাল লিঙ্ক এর মাধ্যমেও কিছু আয় করতে পারবেন। আর এর সবচেয়ে বড় সুবিধা হল মাত্র $1 হলেই আপনি Payza, PayPal, Liberty Reserve অথবা Bank wire এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।
Note:যাদের ওয়েবসাইট এ রেয়াল ভিসিটর কম তারা তেমন বেশি আয় করতে পারবেন না। আর এই সাইটির রোবটটি মারাত্নক শক্তিশালি মানে Invalid ক্লিক করলে কোন আয় হয় না।
এই বিয়ষে যদি আগে কোন লেখা হয়ে থাকে ক্ষমা করে দিবেন।
আমি ভাঙা তীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পেশায় আমি এক জন ছাত্র। পড়ালেখার পাশাপাশি ইন্টারনেট ব্যাবহার করি।বেশি ভাগ সময় পড়াশুনায় ব্যস্ত থাকি।সময় পেলে তথ্য ও প্রযুক্তি নিয়ে ঝাপিইয়ে পড়ি।এর বেশি কিছু আর বলার নেই।
এদের এডস কোয়ালিটি খুব একটা ভালো না । সাইটে ১০০০+ ভিজিটর থাকলে চিতিকা ইউজ করতে পারেন।
ভাইজান, লিখার সাথে আমার পেমেন্ট প্রুফ টাও দিয়ে দিতেন। তা হইলে সবার বিশ্বাস করতে সুবিধা হইত।