ছোট কাজ করে ছোট টাকা উপার্জন (অভিজ্ঞদের জন্য নয়)

আশা করি সবাই ভালো আছেন। ইন্টারনেট এ ছোট ছোট কাজ করে কিছু টাকা উপার্জনের কিছু সাইট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। হয়তবা অনেকেই এই সাইট গুলোর নাম আগে থেকেই জানেন। যারা জানেন না তাদের জন্য আমার আজকের লিখা।

microworkers.com: এই সাইটটি অনেক জনপ্রিয়। কাজ করার সাত দিনের মাঝে আপনার টাকা হয়ে যাবে। একাধিক একাউন্ট করা যাবে না। নয় ডলারের বেশি হলে পেপাল, পায়জা ও মানিবুকের্স দিয়ে টাকা তুলতে পারবেন।

shorttask.com: এই সাইটটি কার্যক্রম অনেক ভালো। একাধিক একাউন্ট করা যাবে না। দশ ডলারের বেশি হলে পেপাল দিয়ে টাকা তুলতে পারবেন।

minuteworkers.com: এই সাইটটি ভালো সাইট হিসাবে যথেষ্ট সুনাম অর্জন করেছে। রেফারেল দিলে পাচ সেন্ট পাবেন ও আপনার রেফারার যদি একটি কাজ সফলভাবে শেষ করেন তবে দশ সেন্ট পাবেন। দুই ডলারের বেশি হলে ১০% ফী দিয়ে টাকা তুলতে পারবেন। তবে দশ ডলারের বেশি হলে কোনো ফী দিতে হবে না। পেপাল ও পায়জা দিয়ে টাকা তুলতে পারবেন।

microtoilers.com: এই সাইটটিতে একাউন্ট করার সাথে সাথে এক ডলার পাবেন। এই সাইট এ রেফারেল এর বেবস্থা আছে। প্রথমবার টাকা তুলতে পচিশ ডলার বেশি হতে হবে। এরপর নয় ডলারের বেশি হলে পেপাল ও পায়জা দিয়ে টাকা তুলতে পারবেন। (তবে এই সাইটটিতে আমি কখনো কাজ করিনি)

jobboy.com: এই সাইটটিতে একাউন্ট করার সাথে সাথে এক ডলার পাবেন। এই সাইট এ রেফারেল এর বেবস্থা আছে। দশ ডলারের বেশি হলে পেপাল ও পায়জা দিয়ে টাকা তুলতে পারবেন।

microjob.co: এই সাইটটিতে আপনি নিজের প্রোফাইল তৈরী করে আপনার কাজের বর্ণনা দিতে পারবেন পাশাপাশি ছোট ছোট কাজ করে কিছু টাকা উপার্জন করতে পারবেন। পেপাল, পায়জা ও মানিবুকের্স দিয়ে টাকা তুলতে পারবেন। কিন্তু টাকা পাঠাতে ত্রিশ কর্ম দিবস সময় নিয়ে থাকে।

centworkers.com: এই সাইটটিতে আপনি রেফারেল দিলে দশ সেন্ট পাবেন ও আপনার রেফারার যদি কাজ করে একশ ডলার উপার্জন করেন তবে এক ডলার পঞ্চাশ সেন্ট পাবেন। পাচ ডলারের বেশি হলে পেপাল, পায়জা ও মানিবুকের্স দিয়ে টাকা তুলতে পারবেন।

pointdollars.com: এই সাইট এ রেফারেল এর বেবস্থা আছে। প্রথমবার টাকা তুলতে পচিশ ডলার বেশি হতে হবে। এরপর নয় ডলারের বেশি হলে পেপাল ও পায়জা দিয়ে টাকা তুলতে পারবেন। (তবে এই সাইটটিতে আমি কখনো কাজ করিনি)

deshiworker.com: এটি একটি বাংলাদেশী সাইট। এর মান ঠিক রাখতে এডমিনগণ যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন। যারা ইংলিশ একটু কম পারেন, তারা এই সাইটটিতে চেষ্টা করতে পারেন। এই সাইটটি সম্পর্কে বেশি কিছু বলছি না, কারণ সাইটটি বাংলায়। তাই কোনো কিছু বুঝতে অসুবিধা হবার কথা না।

আমার লেখাতে সব কিছু পরিষ্কার না হলে, সাইটগুলো কিভাবে কাজ করে এই নিয়ে বাংলাতে ভিডিও দেখতে পারেন।

Level 0

আমি Atique। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর করে উপস্থাপনার জন্য। প্রকৃতপক্ষে যারয নতুন তারা এই টিউনটি অনুসরণ করলে আর কিছু না পারুক/করুক প্রতারিত হবে না এবং অর্থ উপার্জন করতে হলে যে পরিশ্রম করতে হবে তা বুঝতে সক্খম হবে।

বানান ভুল হওয়ার জন্য দূঃখিত।

ধন্যবাদ আপনাকে

Level 0

আপনাদের কর্মব্যস্ত সময় থেকে আমার কথা টুকু পড়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। শুধুমাত্র সাধারণ মানুষের সাহায্যের জন্য আমরা কয়জন মিলে নতুন একটি সাইট তৈরি করেছি। এই সাইট এ বাংলা ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করা হয়। আপনি যে বিষয়টিতে পারদর্শী ওই বিষয়ে কিছু বাংলা ভিডিও টিউটোরিয়াল যদি দিতেন, তবে সাধারণ মানুষ অনেক উপকার পেত। এখন বাকিটা আপনার ইচছা। অন্তত পক্ষে সাইটটা একবার ঘুরে দেখবেন। আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ।

vai jody ame payoneer card ante chai,tahole to pion der khaia falanor akta posibility thaktei pare,akhon ame jody amr shob information dei nd Mailing address London e amr relative er basay dei,tahole ki card oikhane jabe? bt ami to information nd living adress dibo Dhaka er,ta o ki card jabe?

    Level 0

    @Rashedabdullah: ঐটাতে সমস্যা হবার কথা না। payoneer ওই অপশন আছে। তবে আপনি আপনার বাবা, ভাই অথবা আত্তীয়র অফিস এর ঠিকানা দিয়ে দেখতে পারেন। কারণ অফিসিয়ালি কোনো চিঠি আসলে পিয়ন ওইটা গুম করতে ভয় পায়।

Level 0

ধন্যবাদ আপনাকে

Level 0

ঐটাতে সমস্যা হবার কথা না। payoneer ওই অপশন আছে। তবে আপনি আপনার বাবা, ভাই অথবা আত্তীয়র অফিস এর ঠিকানা দিয়ে দেখতে পারেন। কারণ অফিসিয়ালি কোনো চিঠি আসলে পিয়ন ওইটা গুম করতে পায়।

deshiworker.com সাইট টা খুব ভাল। তবে এডমিনের আরও খেয়াল রাখা উচিৎ।

thnx bro bt ar akta qu….tahole Odesk e ki Mailing address name a alada option ase naki?

    Level 0

    @Rashedabdullah: না, নাই। কিন্তু ঐটা দিয়া আপনি করবেন কি? কারণ payoneer এর সাথে oDesk এর কোনো সম্পর্ক নাই। তাই payoneer এর সাথে oDesk এর ঠিকানা না মিললেও সমস্যা হবার কথা না।

oh acha,one another qu bro,ame odesk thake jody bank transfer kore tk ani tahole o ki ame payoneer card use korte parbo? naki just akta subedha use kora jabe only,ame at a time 2 way dia tk ante parbo na?

    Level 0

    @Rashedabdullah: oDesk এ টাকা তোলার চারটা উপায় আছে। Wire Transfer (BDT), Payoneer, Skrill ও PayPal. আপনি এই চারটাটে একই সাথে ব্যবহার করতে পারবেন। কোনো সমস্যা নাই। তবে Wire Transfer (BDT) এর ক্ষেত্রে oDesk ও ব্যাঙ্ক এর নাম, ঠিকানা এক না হলে সমস্যা হতে পারে। কিন্তু অন্যগুলোতে (Payoneer, Skrill ও PayPal) ভিন্ন নাম, ঠিকানা হলে সমস্যা নাই।

Level 0

ধন্যবাদ আপনার পোষ্টটির জন্য কিন্তু ভাই MINUTEWORKERS-কি পে করে এখন আর Microworkers-এ পে-আউট করার সময় যে পিন দেয় সেটা এখনোও দেয় কিনা জানাবেন?
ধন্যবাদ

    Level 0

    @diyamoni: MINUTEWORKERS এ কাজ করে আমার এক বন্ধু টাকা তুলছে। আমি কখনো কাজ করি নাই। আর Microworkers-এ পে-আউট করার সময় পিন দেয়।

      Level 0

      @Atique:

      @ আতিক ভাই MinuteWorkers আগে টাকা দিত গত ৫/৬ মাস থেকে টাকা দেয়া বন্ধ করে দিয়েছে । আর Microworkers পিন দেয় না। কারন এই দুইটা সাইটেই আমি কাজ করতাম। MicroWorkers এ আমার ৩০$ হওয়ার পর পিন রিকোয়েস্ট পাঠাই কিন্তু বার বার রিকোয়েস্ট করেও আজও পিন পাই নাই। আর MinuteWorker এ আমি বেশ কয়েকবার টাকা তুলেছি কিন্তু হঠাত ওরা টাকা দেয়া বন্ধ করে দিয়েছে।
      কিছু মনে করবেন না , কোনও Site নিয়ে পোস্ট দেয়ার আগে ভাল করে Site সম্পর্কে জেনে পোস্ট করা উচিত। নতুবা পরে আপনি গালাগালির সম্মুখিন হতে পারেন। আর আপনি পোস্ট করেছেন আপনার বন্ধু করে সেটা শুনে,আপনি নিজেও কাজ করেন না। ভালো করে জেনে শুনে তারপর পোস্ট করবেন। রেপু বাড়ানোর জন্য অযথা পোস্ট দিয়েন না।
      ধন্যবাদ ।

        Level 0

        @diyamoni: Microworkers এ কয়দিন আগে আমি টাকা তুলছি। কোনো সমস্যা হয় নাই (এক মাস আগে)। MinuteWorker যেহেতু আপনিও টাকা তুলছেন তাহলে তো হলই। কিন্তু কিছি দিন ধরে যদি সমস্যা হয়ে থাকে তবে সেইটা আমি জানি না। কয়েক মাস ধরে এই সব সাইট এ যাওয়া হয় না। আমি আমার আগের অভিজ্ঞতা থেকে লিকছি। এখন সাইটগুলোর কি অবস্থা আমি জানি না।

        যদি আপনার কথা সত্যি হয়ে থাকে তবে সবাইকে বলবো, দয়া করে আপনারাও সতর্ক থাকবেন।

          Level 0

          @Atique:

          ধন্যবাদ আতিক ভাই। আমার এক বন্ধু এখনো Microworkers টাকা তুলে কিন্তু নতুন দের পিন দেয়া বন্ধ করে দিয়েছে। আমি ২০১০ এ এখানে একাউন্ট করেছি ৩০$ থেকে ৬$ আপিল করে নতুন পিন চেয়ে খরচ করে শেষে খান্ত দিয়েছি। আর MinuteWorker Scam Site এ রুপান্তরিত হয়েছে।

Level 0

Apnar post ta besh mone dhorese…. Really its a honest post….

Level New

vai money bookers a account hoyna vai apni akta khilla den pls email [email protected]

Level 0

softjoy.wapka.mobi

Thanks. To earn money anyone may visit :

http://amarbhuvon.blogspot.com