ফ্রিলান্সার ডট কমের কিছু নিয়ম কানুন , যারা ফ্রিলান্সিং করতে আগ্রহী তাদের জন্য ।

আশা করি সবাই ভালো আছেন । আপনারা অনেকেই হয়ত Freelancer.com সম্পর্কে জানেন । এটি বিশ্বের একটি অন্যতম বড় ফ্রিলান্সিং ওয়েবসাইট । আমার এই টিউনের উদ্দেশ্য হল এই ওয়েবসাইটের কিছু নিয়ম কানুন সবাইকে জানানো । কারন রেজিস্ট্রেশান করার সময় বলতে গেলে আমরা কেউ ই ওয়েবসাইটের রুলস পড়ে দেখি না । কিন্তু যেহেতু এই ওয়েবসাইটটির নিয়মকানুন অনেক কড়া তাই সবার এইটা জানা উচিত  ( যারা ফ্রিলান্সিং করতে আগ্রহী তাদের জন্য )।

১) সবার প্রথম কথা , আকাউন্ট খোলার সময় আপনার সঠিক তথ্য দিন । কারন যেকোনো সময় Freelancer.com আপনার আকাউন্ট সাসপেন্ড / লিমিটেড করে দিয়ে আপনার কাছে আপনার পরিচয় প্রমান করতে বলবে । আপনার জাতীয় পরিচয় পত্র / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স / যে ঠিকানা দিয়েছেন তার যেকোনো ইউটিলিটি বিল এর স্কান করা কপি / ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে ।  আপনি যদি ভুয়া তথ্য দিয়ে আকাউন্ট খোলেন তখন ধরা খেয়ে যাবেন , মাঝখান দিয়ে আয় করা ডলার গুলো হারাতে হতে পারে ।

২) কখনই একাধিক আকাউন্ট খুলবেন না । এক কম্পিউটার এবং মডেম থেকে একের বেশি আকাউন্ট খোলা যাবে না । কখনও সাইবার কাফে অথবা অন্য কারো কম্পিউটার এ আপনার ফ্রিলান্সার আকাউন্ট থেকে লগিন করবেন না । Freelancer.com এর সিস্টেম খুবই শক্তিশালী , আপনি কবে কোন আইপি দিয়ে কোন ব্রাউসার দিয়ে লগিন করেছেন ওদের কাছে সব হিসাব থাকে । ১ বছর পড়ে হলেও ধরে ফেলবে । ( আমি নিজে ভুক্তভোগী ) , তাই আবার বলছি কখনও এক কম্পিউটার অথবা মডেম দিয়ে একাধিক আকাউন্ট খুলবেন না । আপনার কম্পিউটার দিয়ে বন্ধুর আকাউন্ট খুলে দিবেন ? তাও দেয়া যাবে না । ২ জনের আকাউন্ট ই সাসপেন্ড হয়ে যাবে । প্রক্সি দিয়াও চেষ্টা কইরেন না । আপনার ভালোর জন্যেই বলছি ।

৩) কখনও বিড করার সময় আপনার ইমেইল এড্রেস / স্কাইপে এড্রেস ক্লায়েন্টকে পাঠাবেন না । ফ্রিলান্সার ধরতে পারলে খবর আছে। তবে আপনার ক্লায়েন্ট যদি আপনাকে প্রোজেক্ট অ্যাওয়ার্ড করে দেয় , সেক্ষেত্রে  ইমেইল এড্রেস / স্কাইপে আইডি পাঠাতে কোন সমস্যা নাই । তবে তার আগে কখনই না। অনেক ক্লায়েন্ট স্কাইপে আইডি চাইবে , তাদের বলবেন আগে প্রোজেক্ট অ্যাওয়ার্ড করে দিতে । কারন এইটা ফ্রিলান্সার ডট কমের নিয়মবিরুদ্ধ ।

৪) যেকোনো সমস্যায় ফ্রিলান্সার সাপোর্ট এর সহযোগিতা নিন । এইজন্য  [email protected] এ ইমেইল করতে পারেন । অথবা  http://www.freelancer.com/users/helpdesk.php  যেয়ে লাইভ চ্যাট করতে পারেন ।

৫) ক্লায়েন্টদের কখনও হুমকি ধামকি দিবেন না , অশ্লীল কোন ভাষা ব্যবহার করবেন না । ক্লায়েন্ট যত খাইছরা হোক না কেন , আপনি সবসময় ভদ্র ব্যবহার করবেন ।

৬) Freelancer.com এ মাসের শুরুতে আপনাকে ১০ তা বিড করার সুযোগ দিবে এবং প্রতি ২ দিন পর পর ১ টা করে বিড বাড়বে । তার মানে আপনি ১০ + ১৫ = ২৫ টা বিড করার সুযোগ পাবেন । বুঝে শুনে বিড করুন । সফলতা আসবে । অনেক বেশি বিড করলে অনেক বেশি কাজ পাওয়া যাবে তা কিন্তু নয় । আপনার বিডটি হতে হবে মানসম্পন্ন ।

৭) কপি পেস্ট করে বিড করবেন না । প্রোজেক্ট এর বিস্তারিত পরুন । তারপর এর সাথে সামাঞ্জস্য রেখে বিড এর মেসেজ লিখুন । ক্লায়েন্ট যদি কোন প্রশ্ন করে থাকে তাহলে তার উত্তর দিন । ধরেন প্রোজেক্ট বলছে  ওয়ার্ডপ্রেস দিয়া ওয়েবসাইট বানাইতে , আপনি বিড এ ১০ টা জুমলা দিয়া বানানো ওয়েবসাইটের লিঙ্ক দিলেন । লাভ কি হবে ? ওয়ার্ডপ্রেস এর প্রোজেক্ট এ ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইটের লিঙ্ক ই দিবেন । তাই বলে আবার অন্যের ওয়েবসাইটের লিঙ্ক নিজের বইলা চালাইতে যাইয়েন না । ধরা খাইলে মানসম্মান শেষ ।

৮) ফ্রিলান্সার ডট কমের বেশ কয়েকটি মেম্বারশিপ প্লান আছে । আপনার ইনকাম যদি ভালো হয় তবে মেম্বারশিপ প্লান নিলে আপনার লাভ হবে । ফ্রি মেম্বারশিপ এ অনেক সুবিধাই পাওয়া যায় না , তার উপর পুরা ১০% প্রোজেক্ট ফি কেটে নেয় । আপনার ইনকাম যদি মাসে ৫০০$ এর বেশি হয় তাহলে স্ট্যান্ডার্ড মেম্বারশিপ আপনার জন্য লাভজনক হবে  কারন তখন ১০% এর বদলে ৫% করে প্রোজেক্ট ফি কাটবে । আপনার আয় যদি ১০০০ ডলার এর বেশি হয় তাহলে প্রিমিয়াম মেম্বারশিপ আপনার জন্য লাভজনক হবে কারন তখন ১০% এর বদলে ৩% করে প্রোজেক্ট ফি কাটবে ।

৯) কোন প্রোজেক্ট আপনাকে যদি ক্লায়েন্ট অ্যাওয়ার্ড করে তবে সাথে সাথেই প্রোজেক্ট একসেপ্ট করবেন না । আগে দেখুন ক্লায়েন্ট মাইলস্টোন দিয়েছে কি দেয় নাই । মাইলস্টোন পেয়মেনমেন্ট মানে হল প্রোজেক্ট ফি এর একটা অংশ যা আপনার ক্লায়েন্ট আপনার জন্য Freelancer.com এর কাছে জমা করবে । এই টাকাটা Freelancer.com আটকে রাখবে । আপনি এইটা তুলতে পারবেন না যতক্ষণ না আপনি কাজ কমপ্লিট করছেন এবং আপনার ক্লায়েন্ট মাইলস্টোন পেমেন্ট টা রিলিজ করে দিচ্ছে । আবার আপনার ক্লায়েন্ট ও এই টাকা ফেরত নিতে পারবে না । যদি কোন সমস্যা হয় তখন আপনি ডিসপুট দিতে পারবেন । মনে রাখবেন ফ্রিলান্সার ডট কম আপনাকে তখনই কাজের বিনিময়ে টাকার নিশ্চয়তা দিবে যখন আপনার প্রোজেক্ট এর মাইলস্টোন পেমেন্ট থাকবে । যদি আপনি মাইলস্টোন পেমেন্ট ছাড়াই কাজ শুরু করেন তাহলে @সাগর ভাই এর মত ধরা খাবেন । কারন মাইলস্টোন ছাড়া যদি আপনি কাজ করে ফেলেন এবং আপনার ক্লায়েন্ট আপনাকে টাকা না দিয়েই প্রোজেক্ট বাতিল করে দেয় তাহলে Freelancer.com কোন ভাবেই আপনাকে সহয়তা করবে না । কারন Freelancer.com  প্রোজেক্ট জেতার সাথে সাথে আপনাকে ইমেইল করে বলে দেয় ,

We strongly suggest that you do not start work until a Milestone Payment is in place from client. In the unlikely event that an issue occurs involving your project we have a dedicated Dispute Resolution System in place to protect you.

তার মানে ফ্রিলান্সার ডট কম তখনই আপনাকে সাহায্য করতে পারবে যখন আপনি মাইলস্টোন পেমেন্ট নিয়ে কাজ শুরু করবেন । অনেক নতুন ক্লায়েন্ট এই বিষয়টা জানে না , তাকে এই পেজ টা দেখতে বলুন  http://www.freelancer.com/faq/topic.php?id=2 , তাকে বুঝিয়ে বলুন টাকাটা সে সরাসরি আপনাকে দিচ্ছে না, টাকাটা সে আপনার জন্য ফ্রিলান্সার ডট কমের কাছে জমা রাখছে । আপনি এই টাকা তখনি পাবেন যখন আপনি কাজ শেষ করতে পারবেন এবং আপনার ক্লায়েন্ট মাইলস্টোন পেমেন্ট টা রিলিজ করে দিবে ।

১০) কখনও সরাসরি কারও আকাউন্ট এ ব্যালেন্স ত্রান্সফার করবেন না । আপনার ক্লায়েন্টকেও বলবেন প্রোজেক্ট এর মাধ্যমে পেমেন্ট দিতে । আপনি যদি এমন কারো আকাউন্টে সরাসরি ব্যালেন্স ত্রান্সফার করেন যার সাথে আপনি কোন প্রোজেক্ট করেন নি , তাহলে কিন্তু আপনার এবং তার দুইজনেরই আকাউন্ট সাসপেন্ড করে দিবে এবং আপনাদের জিজ্ঞাসা করবে আপনাদের মধ্যে সম্পর্ক কি এবং কেন আপনি তাকে ব্যালেন্স ত্রান্সফার করলেন । freelancer.com একটি আর্থিক প্রতিষ্ঠান । মানি লন্ডারিং আইন অনুযায়ী এরা অনেক নিয়ম মেনে চলে । তাই সবসময় সঠিক নিয়ম অনুযায়ী কাজ করুন । দুই নাম্বারি করলেই ধরা খাবেন । আপনার চাইতে অনেক বুদ্ধিমান জন্যেই ওরা এত বড় একটা ওয়েবসাইট বানাইতে পারছে ।

লিখতে গেলে আরও অনেক বড় হয়ে যাবে । কিন্তু সময়ের খুব অভাব । কিছুক্ষণ ঘুমানোও তো দরকার । তাই এখানেই শেষ করবো ।

কারো যদি ফ্রিলান্সিং বিষয়ক কোন সাহায্য প্রয়োজন হয় তাহলে ফেসবুকের এই গ্রুপ এ জয়েন করতে পারেন । http://www.facebook.com/groups/442349095828183/   

ফ্রিলান্সিং বিষয়ক যেকোনো প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা থাকবে । ফ্রিলান্সিং বিষয়ক আমার আগের টিউন গুলো এখানে দেখতে পারেন ।

ভুল ভ্রান্তি থাকতে পারে তাই সমালোচনা গঠনমূলক হওয়া উচিত । যারা তা করতে শেখেন নাই তারা দূরে থাকুন । সবাই ভালো থাকবেন ।

Level New

আমি আহত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 541 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"As long as I have a want, I have a reason for living. Satisfaction is death."


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে টিউন করার জন্য ধন্যবাদ। আশাকরি সবার কাজে আসবে 🙂

    Level New

    @swordfish: টিউন করতে না করতেই মাহবুব ভাইয়ের কমেন্ট !!! অনেক ধন্যবাদ আপনাকে ।

Level 0

ভাই, আমার ফ্রীলান্সিং এর বয়স পাচ। অনেক কাজ করছি। কিন্তু এই সাইট এ কোনো কাজ করি নাই। কারণ এই সাইট এ কথায় কথায় টাকা কেটে রাখে। তাই এই সাইট টা ভালো লাগে না। আর একটা বড় কারণ হলো এই সাইট এ কোনো টাকার গেরেন্টি নাই। ভুয়া client এ ভরা। মনে হয় আমার এই সাইট এ ভাত নাই। কিন্তু অন্যদের জন্য শুভকামনা রইলো।

    Level New

    @Atique: ভাই যেসব কথায় টাকা কেটে রাখে সেইসব কথার বেশির ভাগই আপনি অন্য কোন ফ্রিলান্সিং ওয়েবসাইটে খুজে পাবেন না । আপনি বোধহয় আমার টিউনটা ভালো করে পড়েননি । ফ্রিলান্সার ডট কম তখনই আপনার পেমেন্ট এর গ্যারান্টি দিবে যখন আপনি মাইলস্টোন দেয়ার পর প্রোজেক্ট একসেপ্ট করবেন । ভুয়া ক্লায়েন্ট কিন্তু সব ফ্রিলান্সিং সাইটেই আছে । আপনার ধারনামতে এই ওয়েবসাইট এ বেশি তাই না । আমার প্রোফাইলটা দেখেন http://www.freelancer.com/u/projoomexperts.html । আমার ১১৪ টা রিভিউ , একটাও ইনকমপ্লিট প্রোজেক্ট নাই । আমার কপালে তো কোন দিন ভুয়া ক্লায়েন্ট পড়লো না । কারন আমি মাইলস্টোন পেমেন্ট ছাড়া কোন প্রোজেক্ট একসেপ্ট করি না ।

      Level 0

      @আহত: bro, apnar kotha thik ase. kintu koydin aga সাগর vai akta tune kore silen: https://www.techtunes.io/freelancing/tune-id/175529
      amar freelancer.com life ai সাগর vai ar moto hoise.ফ্রিল্যান্সার টিম যদি যদি প্রথমে পেমেন্ট নিতে বলে আর বায়ার এদিকে যদি না দেয় তাহলে আমি কোন দিকে যাবো?

        Level New

        @Atique: ভাই উত্তর কিন্তু আমি অইখানেও দিছি, মাইলস্টোন না দিলে কাজ প্রোজেক্ট একসেপ্ট করবেন না । বায়ার খাড়ায়া থাকুক ।

    @Atique: Ahoto 1 ta nice post dise, Mr. Sagor er experience er karone Ahoto & Nirjhor dharalo jukti amake mughdho korese. Jara ei site k vua bole onno site k vua bolen tara ei site every rules valo kore pore kaj korben. kao k vua bolar age valovabe bujha uchit.

    Vai Atique, Apnar ei obujh baloker moto comments onek notun Freelancer er mone aghat korbe, oneke vabbe ei vua pesha sere dei. Manush k samne egote help korte sikhen. Ami confirm apni amar sathe ekmot. Kindly reply diben.

      Level New

      @WebandSEO – Noyan: নয়ন ভাইয়ের সাথে আমি সহমত, ভালো মন্দ সব জায়গায় আছে । আমাদের শিখতে হবে ভালোটা কিভাবে গ্রহন করতে হবে আর খারাপটা থেকে কিভাবে বেচে থাকতে হবে । বায়ার যদি মাইলস্টোন পেমেন্ট দেয় তাহলে ভুয়া হওয়ার কোন সম্ভাবনাই নেই । কিন্তু এইজন্য ফ্রিলান্সার ডট কমের মত একটা বড় মার্কেটপ্লেস সম্পর্কে ঢালাওভাবে মন্তব্য করা ঠিক না । আতিক ভাইয়ের ফ্রিলান্সিং এর বয়স পাচ , তাই আতিক ভাইয়ের মন্তব্য অনেককে বিভ্রান্ত করতে পারে । তাই আবার বলব যারা ফ্রিলান্সার ডট কমের রুলস গুলা কোন দিন পড়েন নাই , তারা আর একবার পড়ে নেন। ওদের নিয়ম মেনে চললে ধরা খাওয়ার কোন সম্ভাবনা নাই ।
      কিন্তু আমাদের সমস্যা হল ধৈর্যের অভাব , যেই না দেখছি প্রোজেক্ট আমাকে অ্যাওয়ার্ড করছে, মাইলস্টোন থাকুক আর না থাকুক প্রোজেক্ট একসেপ্ট করার জন্য হাত নিসপিস করে ।
      আর অডেস্ক খুব ভালো একটা মার্কেটপ্লেস কিন্তু আমার কাছে ভালো লাগে না কারন আমি ঘণ্টাভিত্তিক কাজ করতে পারি না । নিজেকে বন্দি বন্দি লাগে , তাই আমার ফ্রিলান্সার ডট কমের প্রোফাইলের আমার ঘণ্টাপ্রতি রেট ১২০$ সেট করে রাখছি যাতে কোন ক্লায়েন্ট আমাকে ঘণ্টাভিত্তিক প্রোজেক্ট এ হায়ার না করে ।

        @আহত: darun… darun,,,,, Freelancer hobe Free life… Amar o Hourly based kaj valo lage na… ejonno nijer kichu project run koresi. sell o start hoye gese… amar jonno shuvo kamona rakhben…

      Level 0

      @WebandSEO – Noyan: vai ami ai site ke vuya bolsi na. ato boro shahos amar nai. ai site ar kisu rules ar jonno ai site kaj kore moja pai na. ami sudu tai bujaite chailam. manushke jodi help na korlam tobe mone hoy ami Atique ato dur a aste partam na. Bcoz manush ar dowa onak boro.

      r nicher nicher paragraph a ja liklen tar ans: oDesk 138 ta contract complete, 7000 odesk hour, Elance 96 contract complete, getacoder 14 comtract, peopleperhour 3 contract. Freelancer 0.

        @Atique: ei ans e ki din chole… Ami 7 yrs freelancing e asi… Apnader doai karo kaj na korleo chole… Purono clients der sathe joint project & consultancy kori..

        Level New

        @Atique: আতিক ভাই, আপনার অনেক অভিজ্ঞতা আছে, আপনার কাছ থেকে একটা ভালো টিউন আশা করছি । আপনি অডেস্ক নিয়ে একটা ভালো টিউন করেন। সবাই উপকৃত হবে ।

    @Atique: ভাই, আপনার কথার যুক্তি আছে, কিন্তু কথায় কথায় টাকা কেটে নেয় এটা ঠিক না। আর এত বড় একটা সাইট এ scam যে থাকবে না এটাই কি করে ভাবা যায়? আমাদের চার পাশেই কি কম scamming হয়? তবে একজন বুদ্ধিমান freelancer হিসেবে cliant এর review, verified payments আর previous works details দেখে bid করাটাই ভালো। ভালো থাকবেন… আর ধন্যবাদ রাজু ।। ভালো টিউন টা করার জন্য…।

      Level New

      @Wild_Python: ওরে , তাই তো বলি আইডি টা চিনা চিনা লাগে । নীর তুমি তাহলে টিটিতে জয়েন করলা ।

    Level New

    @Atique: ডুলান্সার , স্কাইলান্সারদের যন্ত্রণায় অলরেডি মানসম্মান অর্ধেক শেষ , তার উপর আপনারা যদি এইরকম কমেন্ট করেন তাহলে বাংলাদেশ ফ্রিলান্সিং এ আর আগাতে পারবে না ।

অনেক অনেক ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য…।

সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে টিউন করেছেন। আমাদের জন্য এই কষ্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহ।

দারুন টিউন করেছেন রাতুল সাহেব ! 🙂

Level 0

রাতুল ভাই please আপনার personal Email address দিবেন আপনার কাছে আমার কিছু জানার সিলো Please ভাই।আমার Email address:[email protected]

Level 0

vai ami vule duita account notun khulsi …..akhn ki korbooo ?????????????

Level 0

Thanks for giving us some important tips.

একটা ইনঅ্যাকটিভ করে দেন । @chayer kup

অসাধারণ

আমার ১টি প্রশ্ন ছিল , যদি কোনো ক্লায়েন্ট আমার বিড করার পর আমাকে তার সাথেকথা বলার জন্য টেলিগ্রাম / হোয়াটসআপ এ যোগাযোগ করতে বলে তাহলে কি আমি সেটা করতে পারবো। এতে করে কি কোনো প্রব্লেম হবে
অনুগ্রহপূর্বক জানাবেন।