৩টি ধ্বংসাত্মক অভ্যাস যেগুলো একজন ট্রেডারকে অবশ্যই এড়ানো উচিত

ফরেক্স ট্রেডিং এ অনেক বাজে অভ্যাস তৈরি হয়ে যায় যা একজন ট্রেডার এর ট্রেডিং ক্যারিয়ার ধ্বংশ করে দিতে পারে সহজেই। ফরেক্স ট্রেড এ প্রফিট করা সহজ কিন্তু তা ধরে রাখাই অনেক কঠিন। যে সকল অভ্যাসগুলো আপনার ট্রেডিং ক্যারিয়ারের ১২ টা বাজাতে পারে সেগুলোর মধ্যে প্রধান ৩টি ধ্বংসাত্মক অভ্যাসের সংক্ষিপ্ত বিবরন দিয়ে দিলাম। দেখেন কার কোনটার সাথে মিল আছে।

পূর্বপরিকল্পনাহীন ট্রেডিং: নতুন ট্রেডারদের মধ্যে বেশিরভাগই কোন পূর্ব পরিকল্পনা ছাড়াই ট্রেড করতে আরম্ভ করে থাকে। এতে প্রাথমিকভাবে কিছু লাভ হলেও শেষে তারা ঝরে পড়ে। প্রথমে একটি পরিকল্পনা করুন। সেটা ভাল হোক আর খারাপ। আপনার নিজের পরিকল্পনাকে আপনি পরবর্তীতে সম্পাদনা করে সেটিকে সম্পূর্ণ রূপ দিতে পারবেন সহজেই। পরিকল্পনা তৈরি করার জন্য আপনাকে সময় দেবার মানসিকতা থাকতে হবে। একটি সুন্দর পরিকল্পনাই পারে আপনাকে ট্রেডিং এ আপনার আবেগ দূর করতে। আপনার পরিকল্পনা মোতাবেক এগিয়ে চলুন আস্তে আস্তে। ২-৪ দিন পর পর আপনার পরিকল্পনা বদলাবার চেষ্টা করবেন না। এতে করে আপনার ট্রেডিং এ চাপ বাড়বে বৈ কমবে না।

ট্রেড করার উদ্দেশ্য ভুলে যাওয়া: ট্রেডিং এর প্রধান উদ্দেশ্য টাকা উপার্জন করা। আপনার ট্রেডিং এর প্রতিটি পদক্ষেপ সেদিকেই লক্ষ্য রেখে অগ্রসর হয়। কিন্তু সব ট্রেডেই কিন্তু আমরা লাভ করতে পারি না। লস করার পরপরই আমরা ধ্বংসাত্মক হয়ে পড়ি। মরিয়া হয়ে উঠি। অভারট্রেড করি বেশি লাভের আশায়। এই আচরনটাই আমাদের একাউন্টকে শূন্যে পরিনত করতে যথেষ্ঠ। ঠিক এইখানে আপনাকে স্থির থাকতে হবে এবং আপনার পরিকল্পনা মোতাবেক সামনে অগ্রসর হতে হবে।

অতীত ভুলকে প্রধান্য দেওয়া: একটা কথা সবসময় মনে রাখবেন। শেয়ার বাজারে শেয়ার ক্রয় করার সময় বছরে ২-১ বার আসে যখন লাভ করা সম্ভব হয়। কিন্তু ফরেক্স এ সুযোগ বারবার আসবে। তাই অতীতে কোন ট্রেড থেকে তাড়াতাড়ি বের হয়ে এসেছেন, কোন ট্রেড এ কত লস করেছেন এগুলো নিয়ে চিন্তা না করাই ভাল। অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানের সুযোগগুলো কাজে লাগান। অতীতের ভুলগুলো যেন বারবার পুনরাবৃত্তি না হয় সেদিকে খেয়াল রাখুন। লাভের মুখ দেখবেনই।

পরিশেষে এটাই বলব ফরেক্স এ লাভ বের করা এবং তা ধরে রাখা ফেসবুক পেজ লাইক করার মতই সোজা যদি আপনি সঠিক রাস্তায় চলতে পারেন। যেটা খুবই কঠিন। এজন্য প্রয়োজন প্রচুর পড়াশুনার আর অধ্যাবসায়ের। সবার সুস্বাস্থ্য কামনায় বিদায়।

Level 2

আমি নাজমুল হাসান। Country Head, Harpstring Investment, Bangladesh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 165 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্নবাদ আপনাকে ভাই আপনার স্ক্যপে টা কি দেওয়া যাবে? আর পোস্ট ত এখনা genius,,,

Level 2

নারে ভাই। আমিও শিখতেছি। ২ বছর হয়ে গেল। শেখার শেষ নাই। My Skype: nazmul1235